বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ পদ এবং তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রধান। রাষ্ট্রীয় ক্ষমতায় অসীন দলের প্রধান কর্তৃক মনোনীত ও রাষ্ট্রপতি কর্তৃক সেই মনোনয়ন গৃহীত হলে 'মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী' হিসাবে নিয়োগ প্রাপ্ত হন।[১][২][৩]
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী | |
---|---|
![]() | |
দায়িত্ব পদশূন্য ৬ আগস্ট ২০২৪ থেকে | |
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় | |
মনোনয়নদাতা | প্রধানমন্ত্রী |
নিয়োগকর্তা | রাষ্ট্রপতি |
মেয়াদকাল | ৫ বছর |
গঠন | ১২ জানুয়ারি ১৯৭২ |
ওয়েবসাইট | mofl |
ইতিহাস
সম্পাদনাস্বাধীনতা উত্তর বাংলাদেশে বন, মৎস্য ও পশুপালন নামে একটি বিভাগ ছিল কৃষি মন্ত্রণালয়ের। প্রাণিজ ও মৎস্য জাতীয় সম্পদের সম্প্রসারণের জন্য ১৯৭৮ সালে এটিকে কৃষি মন্ত্রণালয় থেকে আলাদা করে মৎস্য ও পশুপালন মন্ত্রণালয় নামে একটি নতুন মন্ত্রণালয় গঠন করা হয়। পরবর্তীতে ১৯৮৪ সালের জানুয়ারি মাসে এটি আবার মৎস্য ও পশুপালন বিভাগ নামে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি বিভাগে পরিণত হয়। পরে আলাদা মন্ত্রণালয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনার প্রয়ােজন অনুভূত হওয়ায় ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে মৎস্য ও পশুপালন মন্ত্রণালয় নামে এটি পুনর্গঠন করা হয়। ১৯৮৯ সালে মৎস্য ও পশুপালন মন্ত্রণালয়ের নাম আংশিক সংশােধন করে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয় নামকরণ করা হয়। পরবর্তীতে ২০০৯ সালে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হিসেবে নামকরণ করা হয়।[৪]
অধীনস্থ বিভাগ
সম্পাদনামৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকারীগণ
সম্পাদনাবাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকারীদের তালিকা নিম্নরূপ:[৫]
- রাজনৈতিক দল
বাংলাদেশ আওয়ামী লীগ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জাতীয় পার্টি
নির্দলীয়
ক্রম | নাম | প্রতিকৃতি | পদবী | দায়িত্ব গ্রহণ | দায়িত্ব হস্তান্তর | রাজনৈতিক দল |
---|---|---|---|---|---|---|
১ | সিরাজুল হোসন খান | মন্ত্রী | ৩০ আগস্ট ১৯৮৫ | ৩১ জুলাই ১৯৮৭ | জাতীয় পার্টি | |
২ | মির্জা রুহুল আমিন | মন্ত্রী | ১ আগস্ট ১৯৮৭ | ৩১ ডিসেম্বর ১৯৮৭ | জাতীয় পার্টি | |
৩ | আবদুস সালাম | উপমন্ত্রী | ১ জানুয়ারি ১৯৮৮ | ৩০ অক্টোবর ১৯৮৮ | জাতীয় পার্টি | |
৪ | সরদার আমজাদ হোসেন | মন্ত্রী | ১ নভেম্বর ১৯৮৮ | ৩০ সেপ্টেম্বর ১৯৮৯ | জাতীয় পার্টি | |
৫ | সুনীল গুপ্ত | মন্ত্রী | ১ অক্টোবর ১৯৮৯ | ২ মে ১৯৯০ | জাতীয় পার্টি | |
৬ | এম.এ. সাত্তার | প্রতিমন্ত্রী | ৩ মে ১৯৯০ | ৩১ জুলাই ১৯৯০ | জাতীয় পার্টি | |
৭ | মোস্তফা জামাল হায়দার | মন্ত্রী | ১ আগস্ট ১৯৯০ | ৬ ডিসেম্বর ১৯৯০ | জাতীয় পার্টি | |
৮ | কাজী ফজলুর রহমান | উপদেষ্টা | ১০ ডিসেম্বর ১৯৯০ | ১৯ মার্চ ১৯৯১ | নির্দলীয় | |
৯ | আবদুল্লাহ আল নোমান | মন্ত্রী | ২০ মার্চ ১৯৯১ | ৩০ মার্চ ১৯৯৬ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
১০ | এ. জেড. এম. নাছিরুদ্দিন | উপদেষ্টা | ১ এপ্রিল ১৯৯৬ | ২২ জুন ১৯৯৬ | নির্দলীয় | |
১১ | সতীশ চন্দ্র রায় | প্রতিমন্ত্রী | ২৩ জুন ১৯৯৬ | ২৪ ডিসেম্বর ১৯৯৮ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
১২ | আ স ম আবদুর রব | মন্ত্রী | ২৫ ডিসেম্বর ১৯৯৮ | ১৩ জুন ২০০১ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
১৩ | আব্দুল কুদ্দুস | প্রতিমন্ত্রী | ২১ ডিসেম্বর ১৯৯৯ | ১৫ জুলাই ২০০১ | বাংলাদেশ আওয়ামী লীগ[৬] | |
১৪ | সৈয়দ মঞ্জুর ইলাহী | উপদেষ্টা | ১৪ এপ্রিল ২০০১ | ১০ অক্টোবর ২০০১ | নির্দলীয় | |
১৫ | সাদেক হোসেন খোকা | মন্ত্রী | ১১ অক্টোবর ২০০১ | ২২ মে ২০০৩ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
১৬ | আবদুস সাত্তার ভূঞা | প্রতিমন্ত্রী | ২৩ মে ২০০৩ | ৮ মে ২০০৪ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
১৭ | আবদুল্লাহ আল নোমান | মন্ত্রী | ৮ মে ২০০৪ | ৩১ অক্টোবর ২০০৬ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
১৮ | ধীরাজ কুমার নাথ | উপদেষ্টা | ১ নভেম্বর ২০০৬ | ১১ জানুয়ারি ২০০৭ | নির্দলীয় | |
১৯ | সি এস করিম | উপদেষ্টা | ১৮ জানুয়ারি ২০০৭ | ১০ জানুয়ারি ২০০৮ | নির্দলীয় | |
২০ | মানিক লাল সমাদ্দার | স্পেশাল এ্যাসিস্টান্ট | ২১ জানুয়ারি ২০০৮ | ৬ জানুয়ারি ২০০৯ | নির্দলীয় | |
২১ | আব্দুল লতিফ বিশ্বাস | মন্ত্রী | ৭ জানুয়ারি ২০০৯ | ২১ নভেম্বর ২০১৩ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২২ | আব্দুল হাই | প্রতিমন্ত্রী | ১৬ সেপ্টেম্বর ২০১২ | ২১ নভেম্বর ২০১৩ | বাংলাদেশ আওয়ামী লীগ[৬] | |
২৩ | মতিয়া চৌধুরী | মন্ত্রী | ২১ নভেম্বর ২০১৩ | ১২ জানুয়ারি ২০১৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২৪ | মোহাম্মদ ছায়েদুল হক | মন্ত্রী | ১২ জানুয়ারি ২০১৪ | ১৬ ডিসেম্বর ২০১৭ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২৫ | নারায়ন চন্দ্র চন্দ | প্রতিমন্ত্রী | ২৫ জানুয়ারি ২০১৪ | ২ জানুয়ারি ২০১৮ | বাংলাদেশ আওয়ামী লীগ[৬] | |
২৬ | নারায়ন চন্দ্র চন্দ | মন্ত্রী | ৩ জানুয়ারি ২০১৮ | ১০ জানুয়ারি ২০১৯ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২৭ | আশরাফ আলী খান খসরু | প্রতিমন্ত্রী | ৭ জানুয়ারি ২০১৯ | ১৭ ফেব্রুয়ারি ২০২০ | বাংলাদেশ আওয়ামী লীগ[৬] | |
২৮ | শ ম রেজাউল করিম | মন্ত্রী | ২ ফেব্রুয়ারি ২০২০ | ১০ জানুয়ারি ২০২৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২৯ | আব্দুর রহমান | মন্ত্রী | ১১ জানুয়ারি ২০২৪ | ৬ আগস্ট ২০২৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
৩০ | ফরিদা আখতার | উপদেষ্টা | ৯ আগস্ট ২০২৪ | অদ্যাবধি | নির্দলীয় |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ এ এস এম শামসুল আরেফিন। বাংলাদেশে নির্বাচন।
- ↑ মাহফুজ উল্লাহ। প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী।
- ↑ বঙ্গবন্ধু হ্ত্যাকাণ্ড ফ্যাক্টস্ এণ্ড ডকুমেন্টস্, অধ্যাপক আবু সাইয়িদ, প্রকাশক সেলিম হাসান তরফদার, ৪র্থ সংস্করণ ৯৪ খ্রিঃ
- ↑ "পটভূমি" (পিডিএফ)। mofl.portal.gov.bd।
- ↑ "সাবেক মন্ত্রী / উপদেষ্টাবৃন্দ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১২ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২১।
- ↑ ক খ গ ঘ "বর্তমান ও সাবেক মাননীয় প্রতিমন্ত্রীগণ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩।