মতিয়া চৌধুরী

বাংলাদেশী রাজনীতিবিদ

মতিয়া চৌধুরী (৩০ জুন ১৯৪২ - ১৬ অক্টোবর ২০২৪) ছিলেন আওয়ামী লীগের বিশিষ্ট নারী রাজনীতিবিদ। তিনি শেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য। এছাড়া তিনি বাংলাদেশের একাদশ ও দ্বাদশ সংসদের উপ নেতা ছিলেন। তার রাজনৈতিক জীবন শুরু হয় বামপন্থী রাজনীতি দিয়ে। তিনি ন্যাশনাল আওয়ামী পার্টির সদস্য ছিলেন, পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।[]

মতিয়া চৌধুরী
২০১৩ সালে মতিয়া
শেরপুর-২ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
২৫ জানুয়ারি ২০০৯ – ৫ আগস্ট ২০২৪
পূর্বসূরীজাহেদ আলী চৌধুরী
কাজের মেয়াদ
১২ জুন ১৯৯৬ – ১৫ জুলাই ২০০১
পূর্বসূরীজাহেদ আলী চৌধুরী
উত্তরসূরীজাহেদ আলী চৌধুরী
কাজের মেয়াদ
৫ মার্চ ১৯৯১ – ২৪ নভেম্বর ১৯৯৫
পূর্বসূরীআব্দুস সালাম
উত্তরসূরীজাহেদ আলী চৌধুরী
কৃষিমন্ত্রী
কাজের মেয়াদ
৬ জানুয়ারি ২০০৯ – ৭ জানুয়ারি ২০১৯
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
পূর্বসূরীসফিকুল হক চৌধুরী
উত্তরসূরীআব্দুর রাজ্জাক
কাজের মেয়াদ
২৩ জুন ১৯৯৬ – ১৫ জুলাই ২০০১
পূর্বসূরীএ জেড এম নাছিরুদ্দীন
উত্তরসূরীসৈয়দ মঞ্জুর এলাহী
বাংলাদেশের খাদ্যমন্ত্রী
কাজের মেয়াদ
২৩ জুন ১৯৯৬ – ২৯ ডিসেম্বর ১৯৯৯
পূর্বসূরীএ জেড এম নাছিরুদ্দীন
উত্তরসূরীআমির হোসেন আমু
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী
কাজের মেয়াদ
২৩ জুন ১৯৯৬ – ১৪ জানুয়ারি ১৯৯৭
পূর্বসূরীএ জেড এম নাছিরুদ্দীন
উত্তরসূরীতালুকদার আব্দুল খালেক
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৪২-০৬-৩০)৩০ জুন ১৯৪২
পিরোজপুর, ব্রিটিশ ভারত (এখন বাংলাদেশ)
মৃত্যু১৬ অক্টোবর ২০২৪(2024-10-16) (বয়স ৮২)
এভারকেয়ার হাসপাতাল ঢাকা
সমাধিস্থলবুদ্ধিজীবী কবরস্থান, মিরপুর
নাগরিকত্বব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
রাজনৈতিক দলন্যাশনাল আওয়ামী পার্টি
আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীবজলুর রহমান
বাসস্থানঢাকা, বাংলাদেশ
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশারাজনীতিবিদ
পুরস্কারবাংলা একাডেমি ফেলোশিপ (২০২১)

জন্ম ও পারিবারিক জীবন

সম্পাদনা

তিনি ১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। পিতা মহিউদ্দিন আহমেদ চৌধুরী ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মা নুরজাহান বেগম ছিলেন গৃহিণী। ব্যক্তিজীবনে ১৯৬৪ সালের ১৮ জুন খ্যাতিমান সাংবাদিক বজলুর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

রাজনৈতিক ও কর্মজীবন

সম্পাদনা

তিনি ইডেন কলেজে পড়ার সময় ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৬৫ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর সভাপতি নির্বাচিত হন। ১৯৬৭ সালে "অগ্নিকন্যা" নামে পরিচিত মতিয়া পূর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন এবং এর কার্যকরী কমিটির সদস্য হন। ১৯৭০ ও ১৯৭১ এর মাঝামাঝি সময়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, প্রচারণা, তদবির এবং আহতদের শুশ্রুষায় সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন।

১৯৭১ সালে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়েছিলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সময়কালে তিনি বেশ কয়েকবার গ্রেফতার হন।[]

১৯৯৬ ও ২০০৯ এবং ২০১৩ সালে আওয়ামী লীগ শাসনামলে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।[] বর্তমানে তিনি আওয়ামীলীগের ১ নং প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ১২ জানুয়ারি ২০২৩ সালে তিনি জাতীয় সংসদের সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব নেন।[]

পরে তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত হলে পুনরায় তিনি ২০২৪ সালের জানুয়ারি মাসে জাতীয় সংসদের সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব নেন। ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[][]

পুরস্কার

সম্পাদনা

মৃত্যু

সম্পাদনা

মতিয়া চৌধুরী ২০২৪ সালের ১৬ অক্টোবর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[][] তাকে দাফনের জন্য তার পরিবারের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে প্লট চেয়ে আবেদন করা হলেও প্রধান উপদেষ্টা তা অনুমোদন না করায় তাকে তার স্বামী বজলুর রহমানের কবরের উপরে সমাহিত করা হয়।[১০] একাত্তরের মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর দাফনের আগে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ দেওয়ার নিয়ম থাকলেও মতিয়া চৌধুরীকে তা দেওয়া ছাড়াই দাফন করা হয়।[১০][১১]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "মতিয়া চৌধুরীসহ বাংলা একাডেমি ফেলোশিপ পেলেন সাত ব্যক্তিত্ব"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২২ 
  2. "Profile - Ms. Matia Chowdhury" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-১১ 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৮ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৮ 
  4. প্রতিবেদক, নিজস্ব। "সংসদ উপনেতা মতিয়া চৌধুরী"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১৩ 
  5. "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা"দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৬ 
  6. "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা"ডেইলি সান (বাংলা)। ২০২৪-০৮-০৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৬ 
  7. "বাংলা একাডেমি পরিচালিত পুরস্কার ও ফেলোশিপ পেলেন যারা"সমকাল। ২৪ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২১ 
  8. "সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী মারা গেছেন"অর্থসংবাদ। ১৬ অক্টোবর ২০২৪। ১৬ অক্টোবর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২৪ 
  9. প্রতিবেদক, জ্যেষ্ঠ (২০২৪-১০-১৬)। "আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী মারা গেছেন"dhakapost.com। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১৬ 
  10. "স্বামীর কবরে শায়িত মতিয়া চৌধুরী, পেলেন না মুক্তিযোদ্ধার অন্তিম সম্মান"প্রথম আলো। ১৭ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২৪ 
  11. "কেন রাষ্ট্রীয় সম্মান ছাড়াই বিদায় নিতে হলো মতিয়া চৌধুরীকে"সকালসন্ধ্যা.কম। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা