কৃষি মন্ত্রণালয় (বাংলাদেশ)
বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়
কৃষি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি কৃষিবিষয়ক মন্ত্রণালয় যা বাংলাদেশ সচিবালয়ের ৪ নম্বর ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলায় অবস্থিত। মন্ত্রণালয়টি ৭টি উইংয়ের সমন্বয়ে গঠিত যা নীতি নির্ধারন, পরিকল্পনা প্রণয়ন, তদারকী ও প্রশাসনিক ব্যবস্থাপনার দায়িত্বসমূহ সম্পাদন করে থাকে। সরকারের কৃষি সম্পর্কিত বিভিন্ন নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য অধিদপ্তর/দপ্তর/সংস্থা রয়েছে। একজন মন্ত্রীর নেতৃত্বে একজন সচিব, দুই জন অতিরিক্ত সচিব, সাত জন যুগ্ম-সচিব, একজন যুগ্ম-প্রধান এবং কয়েকজন উপ-সচিব, উপ-প্রধান, সিনিয়র সহকারী সচিব, সিনিয়র সহকারী প্রধান, সহকারী সচিব, সহকারী প্রধান, কৃষি অর্থনীতিবিদ, গবেষণা কর্মকর্তা কর্মরত আছেন।[২]
সংস্থার রূপরেখা | |
---|---|
গঠিত | ১৯৬০ |
যার এখতিয়ারভুক্ত | বাংলাদেশ সরকার |
সদর দপ্তর | বাংলাদেশ সচিবালয়, ঢাকা[১] |
দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা | |
সংস্থা নির্বাহী |
|
ওয়েবসাইট | www |
দপ্তর/সংস্থা
সম্পাদনা- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)
- বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)
- বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)
- বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)
- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)
- বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)
- বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই)
- বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)
- তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি)
- কৃষি তথ্য সার্ভিস (এআইএস)
- জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা)
- কৃষি বিপণন অধিদপ্তর (ড্যাম)
- বীজ প্রত্যয়ন এজেন্সী (এসসিএ)
- বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)
- বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)
- মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই)
- বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডব্লিউএমআরআই)
- হর্টিকালচার এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (হর্টেক্স ফাউন্ডেশন)
কৃষি পরিসংখ্যান
সম্পাদনামোট পরিবার | ২,৮৬,৯৫,৭৬৩ | ||
মোট কৃষি পরিবার | ১,৫১,৮৩,১৮৩ | ||
মোট আবাদযোগ্য জমি | ৮৫,৬০,৯৬৪.৭৫ হেক্টর | ||
মোট সেচকৃত জমি | ৭৪,০৬,৮২২.৮৭ হেক্টর | ||
আবাদযোগ্য পতিত | ২,১০,০২৭.৯২ হেক্টর | ||
ফসলের নিবিড়তা (%) | ১৯২ | ||
এক ফসলি জমি | ২৩,৫৪,৮২১.৭৪ হেক্টর | ||
দুই ফসলি জমি | ৩৮,৪৭,২৭৪.৪৯ হেক্টর | ||
তিন ফসলি জমি | ১৭,১৫,৪৩০.৩৮ হেক্টর | ||
নিট ফসলি জমি | ৭৯,৩০,০৭১.৬৩ হেক্টর | ||
মোট ফসলি জমি | ১,৫২,৪৫৮৪১.৯৩ হেক্টর | ||
জিডিপিতে কৃষি খাতের অবদান | ১৪.৭৫% | ||
মোট খাদ্য শস্যের উৎপাদন | চাল- ৩৪৭.১০১ লক্ষ মেট্রিক টন | গম- ১৩.৪৮ লক্ষ মেট্রিক টন | ভুট্টা- ২৭.৫৯ লক্ষ মেট্রিক টন |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ List of Ministries and Divisions
- ↑ "কৃষি মন্ত্রণালয় সম্পর্কে"। http://moa.gov.bd/। সংগ্রহের তারিখ এপ্রিল ২২, ২০১৫।
|ওয়েবসাইট=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - ↑ "কৃষি পরিসংখ্যান-২০১৭" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-১০-২৬।
বাংলাদেশ সরকার ও রাজনীতি বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |