বীজ প্রত্যয়ন এজেন্সী

বীজ প্রত্যয়ন এজেন্সী একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা যা বাংলাদেশে কৃষি বীজের সার্টিফিকেশন জন্য দায়বদ্ধ। এর সদরদপ্তর গাজীপুর, বাংলাদেশ -এ অবস্থিত। এটি বাজারে বীজের মান নিয়ন্ত্রণের জন্যও দায়ী।[১][২] এটি কৃষি মন্ত্রণালয় (বাংলাদেশ) এর অধীনে পরিচালিত।[৩][৪]

বীজ প্রত্যয়ন এজেন্সী
গঠিত২২ জানুয়ারি ১৯৭৪
সদরদপ্তরগাজীপুর , বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটsca.gov.bd

ইতিহাস সম্পাদনা

প্রথম জাতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার (১৯৭৭-৭৮) অংশ হিসাবে বাংলাদেশ সরকারের দ্বারা ২২ জানুয়ারি ১৯৭৪ সালে বীজ সার্টিফিকেশন সংস্থা প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের ৮ টি বিভাগের ৮ টি আঞ্চলিক কার্যালয় এবং ৬৪ টি জেলায় ৬৪ টি অফিস রয়েছে। এটি প্রাথমিকভাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন দ্বারা উৎপাদিত প্রত্যয়িত বীজ সংস্থা। কিন্তু এখন ব্যক্তিগত সংস্থাগুলির বীজ ও প্রত্যয়ন করে। [৫][৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Seed Certification Agency"www.sca.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭ 
  2. "Tough action if bad seeds certified"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২৫ মে ২০১১। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭ 
  3. "Deliberation on Ensuring Seed Quality"The Daily Star (ইংরেজি ভাষায়)। ১২ মে ২০১৬। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭ 
  4. "Bangladesh readies flood-tolerant rice"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৬ নভেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭ 
  5. "Govt to step up seed market monitoring"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭ 
  6. "Firms in race to offer rice seeds for early harvest"The Daily Star (ইংরেজি ভাষায়)। ১২ ডিসেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭