বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল

বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বাংলাদেশে কৃষিক্ষেত্রে গবেষণা পরিচালনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্যে প্রতিষ্ঠিত। জাতীয় কৃষি গবেষণা পদ্ধতি সর্বোচ্চ অঙ্গসংস্থা হিসেবে এই পরিষদ তার কার্যক্রম পরিচালনা করে থাকে। এর সদরদপ্তর ঢাকায় অবস্থিত।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
প্রাতিষ্ঠানিক লোগো
সংক্ষেপেবিএআরসি
গঠিত৫ এপ্রিল, ১৯৭৩
ধরনসরকারি
আইনি অবস্থাসক্রিয়
সদরদপ্তরফার্মগেট, ঢাকা
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলাইংরেজি
নির্বাহী চেয়ারম্যান
ড. নাজমুন নাহার করিম (রুটিন দায়িত্ব)
প্রধান অঙ্গ
কৃষি মন্ত্রণালয়
ওয়েবসাইটবিএআরসি

ইতিহাস ও গঠন

সম্পাদনা

রাষ্ট্রপতির আদেশ নং ৩২- বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ আদেশ, ১৯৭৩ বলে ৫ এপ্রিল, ১৯৭৩ সালে এই প্রতিষ্ঠানের জন্ম হয়। পরবর্তীতে জাতীয় পর্যায়ে কৃষির কার্যপরিধি অধিকতর বৃদ্ধি, সুসংহত ও জোরদার করার লক্ষ্যে ১৯৯৬ সালে "বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আইন, ১৯৯৬" পুনঃপ্রনয়ন করা হয়। এই আইনের আওতায় কৃষি খাতের অধীন শস্য, প্রাণিসম্পদ, মৎস্য ও বন বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট দশটি জাতীয় গবেষণা ইনষ্টিটিউট ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলকে নিয়ে জাতীয় কৃষি গবেষণা সিস্টেম (নার্স) পুনঃর্গঠিত হয়।[]

কার্যক্রমসমূহ

সম্পাদনা
  • কৃষি ক্ষেত্রে বিদ্যমান সমস্যা নিরসনের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
  • ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত গবেষণা কার্যক্রমের দিক-নির্দেশনামূলক গবেষণা পরিকল্পনা প্রণয়ন করা।
  • নতুন গবেষণা প্রতিষ্ঠান, গবেষণা কেন্দ্র, গবেষণা স্থল, গ্রন্থাগার, তথ্য কেন্দ্র, যাদুঘর প্রতিষ্ঠার বিষয়ে সরকারকে সুপারিশ করা।

জাতীয় কৃষি গবেষণা সিস্টেম

সম্পাদনা

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১২ মোতাবেক ১২টি কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়ে গঠন করা হয় জাতীয় কৃষি গবেষণা সিস্টেম (নার্স)।[]

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "পটভূমি, বিএআরসি"barc.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ 
  2. "নার্স, বিএআরসি"barc.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ 

বহিঃসংযোগ

সম্পাদনা