বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের সর্ব বৃহৎ একটি গবেষণা প্রতিষ্ঠান যা ১০৩ টিরও বেশি ফসলের কৃষি বিষয়ক গবেষণা কার্যক্রম পরিচালনা করে। প্রতিষ্ঠানটি জয়দেবপুর, গাজীপুরে অবস্থিত। এটি ২৯০ টি জাত ও ৩১০টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এর ৭টি গবেষণা কেন্দ্র, ২৮ টি উপকেন্দ্র ও ৭২টি MLT Site and 9 FSRD site রয়েছে। ১৫টি বিভাগ নিয়ে এ প্রতিষ্ঠানটি দেশের খাদ্য সমস্যা সমাধানের লক্ষ্যে গবেষণা চালিয়ে যাচ্ছে। Biotech এর গবেষণা এগিয়ে চলছে।
ধরন | প্রতিষ্ঠান |
---|---|
স্থাপিত | ১৯৭৬[১] |
অবস্থান | , |
সংক্ষিপ্ত নাম | BARI |
ওয়েবসাইট | http://www.bari.gov.bd/ |
![]() |
৭০০ এর উপর বিজ্ঞানী ১০৩টির উপর ফসল নিয়ে উন্নত, লাগসই, কৃষক উপযোগী ফুল, ফল, শাক-সব্জি, দানাজাতীয় ফসলের ( ভুট্টা, গম, চীনা, কাউন) জাত এবং প্রযুক্তি উদ্ভাবন করে । স্বাধীনতার পর দেশে মানুষ বেড়ে দ্বিগুন হয়েছে সে তুলনায় খাদ্য চাহিদাও বেড়েছে। এই বর্ধিত জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর অবদান অনেকখানি।
উপাদানভুক্ত কৃষি কলেজসম্পাদনা
ফসল গবেষণা কেন্দ্রসম্পাদনা
- কন্দ শস্য গবেষণা কেন্দ্র[২]
- গম গবেষণা কেন্দ্র
- উদ্যান পালন সংক্রান্ত গবেষণা কেন্দ্র
- ডাল গবেষণা কেন্দ্র
- তেল শস্য গবেষণা কেন্দ্র
- মসলা গবেষণা কেন্দ্র
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ "Bangladesh Agricultural Research Institute"। banglapedia.org।
- ↑ ক খ "Bangladesh Agricultural Research Institute - Banglapedia"। en.banglapedia.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-২১।