বাংলাদেশ রেশম চাষ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট
বাংলাদেশ রেশম চাষ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট একটি স্বায়ত্তশাসিত জাতীয় গবেষণা প্রতিষ্ঠান যা সেরিকালচার (রেশম চাষ) সম্পর্কিত গবেষণা পরিচালনা করে এবং বাংলাদেশের সেরিকালচার বা রেশম শিল্পকে পৃষ্ঠপোষকতা দেয়। সংগঠনটি রাজশাহী শহরে অবস্থিত।[১][২]
গঠিত | ১৮৯৮ |
---|---|
সদরদপ্তর | রাজশাহী, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনাউপনিবেশিক ব্রিটিশ রাজ আমলে ১৮৯৮ সালে রাজশাহীতে প্রতিষ্ঠিত সিল্ক ইনস্টিটিউটে এই ইনস্টিটিউটটির সূত্রপাত ঘটে। পাকিস্তান উপনিবেশিক পূর্ব পাকিস্তানের আমলে (১৯৫৫-১৯৭১) সেখানে দুটি প্রতিষ্ঠান ছিল; সিল্ক গবেষণা ইনস্টিটিউট এবং সিল্ক প্রযুক্তি ইনস্টিটিউট। বাংলাদেশের স্বাধীনতার পরে ১৯৭৪ সালে প্রতিষ্ঠানগুলো একীভূত করা হয় এবং নামকরণ করা হয় রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। বর্তমানে এর নাম রেশম চাষ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, এটি বাংলাদেশ রেশম চাষ বোর্ডের অধীনে রয়েছে।[১] রেশম গবেষণায় বিশেষজ্ঞ এই প্রতিষ্ঠানটিই বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান। এটি বেশিরভাগ উচ্চ ফলনশীল তুঁত গাছের চাষ এবং রেশম কীটগুলির উন্নয়ন করেছে।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ মোঃ ওয়াহিদুল ইসলাম (২০১২)। "বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "Reopen state-owned silk factories"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৭ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭।
- ↑ "Weaving silk into money"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৮ ফেব্রুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭।