মোস্তফা জামাল হায়দার
মোস্তফা জামাল হায়দার (জন্ম: ১০ ডিসেম্বর ১৯৪২) হলেন বাংলাদেশের একজন প্রথিতযশা রাজনীতিক। তিনি জাতীয় পার্টি (কাজী জাফর)-এর মহাসচিব হিসেবে অতীতে ও বর্তমানে চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করছেন। তিনি পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ছিলেন।
মোস্তফা জামাল হায়দার | |
---|---|
জন্ম | |
শিক্ষা | বিএ (অনার্স) |
পেশা | রাজনীতিক |
রাজনৈতিক দল | জাতীয় পার্টি (কাজী জাফর) |
দাম্পত্য সঙ্গী | জওসন আরা বেগম (মৃ. ২০১৮) |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাহায়দার ১৯৪২ সালের ১০ই ডিসেম্বর পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বরইবুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল গনি।[১]
রাজনৈতিক জীবন
সম্পাদনামোস্তফা জামাল হায়দার ৭ মে ১৯৮৬ সালের তৃতীয় ও ৩ মার্চ ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে পিরোজপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[২][৩]
তিনি জাতীয় পার্টি (কাজী জাফর)-এর মহাসচিব ছিলেন। ২০১৮ সালের ২৭শে ডিসেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিআইএম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুবরণ করার পর এই পদশূন্য হলে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে তিনি দলটির চেয়ারম্যান হন।[৪]
ব্যক্তিগত জীবন
সম্পাদনাহায়দার জওসন আরা বেগমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জওসন একজন অধ্যাপিকা ছিলেন। তিনি ২০১৮ সালের ১৩ই জুলাই মৃত্যুবরণ করেন। এই দম্পতির দুই পুত্র ও এক কন্যা রয়েছে।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মোস্তফা জামাল হায়দার (পিরোজপুর)"। জাতীয় পার্টি। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "সভাপতি মোস্তফা জামাল হায়দার মহাসচিব জাফর উল্লাহ খান চৌধুরী"। বাংলাদেশ প্রতিদিন। ৪ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "জাপা মহাসচিব মোস্তফা জামাল হায়দারের স্ত্রীর ইন্তেকাল"। দৈনিক ইনকিলাব। ১৫ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৯।