আব্দুস সাত্তার (জামালপুরের রাজনীতিবিদ)
বাংলাদেশী রাজনীতিবিদ
আব্দুস সাত্তার (যিনি এম এ সাত্তার নামেও পরিচিত) জাতীয় পার্টির একজন রাজনীতিবিদ, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য।[১][২][৩]
আব্দুস সাত্তার | |
---|---|
বিমান পরিবহন, পর্যটন প্রতিমন্ত্রী ও মন্ত্রী | |
কাজের মেয়াদ ৩০ নভেম্বর ১৯৮৬ – ০৯ ডিসেম্বর ১৯৮৮ | |
বাণিজ্য প্রতিমন্ত্রী | |
কাজের মেয়াদ ১০ ডিসেম্বর ১৯৮৮ – ২ মে ১৯৯০ | |
জামালপুর-১ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৭ মে ১৯৮৬ – ৬ ডিসেম্বর ১৯৯০ | |
পূর্বসূরী | মোহাম্মদ আলমাস হোসেন |
উত্তরসূরী | আবুল কালাম আজাদ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | জামালপুর |
রাজনৈতিক দল | জাতীয় পার্টি |
জন্ম সম্পাদনা
আব্দুস সাত্তার জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক জীবন সম্পাদনা
আব্দুস সাত্তার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জামালপুর জেলা জাতীয় পার্টির সভাপতি।[৪] তিনি ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সমর্থন নিয়ে জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন।[২] এর পর ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদে একই আসন থেকে তিনি পুনরায় সাংসদ নির্বাচিত হন।[৩] সে সময় তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[১][৪][৫]
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ ক খ "জামালপুর– ১ আসনে জাতীয় পার্টির একক প্রার্থী এমএ সাত্তার"। বাংলা ট্রিবিউন। ১৯ নভেম্বর ২০১৮। ২৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "আ. লীগে 'আজাদ বনাম আজাদ', বিএনপিতে তিন"। দৈনিক কালের কণ্ঠ। ২৮ জানুয়ারি ২০১৮। ২৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "জামালপুর-১ : আ.লীগ প্রার্থীর সমর্থনে সরে গেলেন জাপার সাত্তার"। দৈনিক ভোরের কাগজ। ৩০ ডিসেম্বর ২০১৮। ২৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২০।