আবু আব্বাছ
আবু আব্বাছ (১ ফেব্রুয়ারি ১৯৩৩- ৩১ আগস্ট ২০০৯) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ ও নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সাবেক সাংসদ। তিনি ১৯৯১ সালের নির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার এবং ২০০৪ সালের উপ-নির্বাচনে তৃতীয়বারে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।[১][২][৩]
আবু আব্বাছ | |
---|---|
কাজের মেয়াদ ১৯৯১ – ১২ জুন ১৯৯৬ | |
পূর্বসূরী | আশরাফ উদ্দিন খান |
উত্তরসূরী | ফজলুর রহমান খান |
কাজের মেয়াদ ২০০৪ – ২০০৬ | |
পূর্বসূরী | আবদুল মোমিন |
উত্তরসূরী | আশরাফ আলী খান খসরু |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মোহাম্মদ আবু আব্বাছ ১ ফেব্রুয়ারী ১৯৩৩ মৌজেবালি,নেত্রকোনা। |
মৃত্যু | ৩১ আগস্ট ২০০৯ বারডেম হাসপাতাল, ঢাকা |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
দাম্পত্য সঙ্গী | লতিফা আব্বাছ |
সন্তান | ১। সুরাইয়া আক্তার
২। লতিফ হায়দার (টিটু আব্বাছ) ৩। আবু হায়দার মোহাম্মদ ইউসুফ (টিপু আব্বাছ) ৪। সাউদা সুলতানা |
পিতামাতা | পিতা:- আব্বাছ মাস্টার মাতা:- শাহের বানু |
জন্ম ও প্রাথমিক জীবন
সম্পাদনাআবু আব্বাছ নেত্রকোণা জেলা মৌজেবালী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্বাছ মাস্টার এবং মায়ের নাম শাহের বানু। তিনি দুই পুত্র, দুই কন্যার জনক।
রাজনৈতিক ও কর্মজীবন
সম্পাদনাআবু আব্বাছ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসন থেকে ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১][৪] তিনি ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার এবং ২০০৪ সালের উপ-নির্বাচনে তৃতীয়বারের সাংসদ নির্বাচিত হয়েছিলেন।[২][৫] তিনি জুন ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় নির্বাচনে পরাজিত হন।[৩]
মৃত্যু
সম্পাদনাআবু আব্বাছ ৩১ আগস্ট ২০০৯ সালে ঢাকার বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেন।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "আবু আব্বাছ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৬।
- ↑ webdesk@somoynews.tv। "নেত্রকোণা-২ আসন ঘাঁটি দখলে রাখতে চায় আ. লীগ, নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে বিএনপি"। somoynews.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৬।
- ↑ ক খ "বিএনপি'র সাবেক সাংসদ আবু আব্বাছ মারা গেছেন"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২১-০৯-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৬।