ইকবাল হোসেন অপু
ইকবাল হোসেন অপু একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ সদস্য। ইকবাল হোসেন অপু শরীয়তপুর-১ আসন থেকে ২০১৮ ও ২০২৪ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][২] ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[৩]
ইকবাল হোসেন অপু | |
---|---|
শরীয়তপুর-১ আসন আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৩০ ডিসেম্বর ২০১৮ – ৬ আগস্ট ২০২৪ | |
পূর্বসূরী | বি. এম. মোজাম্মেল হক |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ২ ফেব্রুয়ারি ১৯৬৬ |
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
পেশা | রাজনীতিবিদ |
জন্ম ও শিক্ষাজীবন
সম্পাদনাইকবাল হোসেন অপুর জন্ম শরীয়তপুর জেলার সদর উপজেলায়। তার বাবা শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট সুলতান হোসেন মিয়া। [৪]
রাজনৈতিক ও কর্মজীবন
সম্পাদনাইকবাল হোসেন অপু শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন । এর আগে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন।[৫]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ইকবাল হোসেন অপু"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ইকবাল অপুর পক্ষে নেই আ.লীগের একটি পক্ষ"। দৈনিক প্রথম আলো। ৩০ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ জনকণ্ঠ, দৈনিক। "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা"। দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৬।
- ↑ "আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন অপুর জনসংযোগ"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "শরীয়তপুর-১ আসনে ইকবাল হোসেন অপুর পক্ষে গণজোয়ার"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- একাদশ জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ মে ২০২০ তারিখে - বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক প্রকাশিত একাদশ জাতীয় সংসদ সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা।
- ১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৯-০১-২৭ তারিখে - বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক প্রকাশিত ১০ম জাতীয় সংসদ সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা।