সামিল উদ্দিন আহমেদ শিমুল

বাংলাদেশী রাজনীতিবিদ

সামিল উদ্দিন আহমেদ শিমুল একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং একাদশ জাতীয় সংসদ সদস্য। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

সামিল উদ্দিন আহমেদ শিমুল
চাঁপাইনবাবগঞ্জ-১ আসন আসনের
সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৩ জানুয়ারি ২০১৯
ব্যক্তিগত বিবরণ
জন্মশিবগঞ্জ
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পিতামাতামইন উদ্দীন আহমদ
প্রাক্তন শিক্ষার্থীরাজশাহী মেডিকেল কলেজ
পেশারাজনীতিবিদ

প্রারম্ভিক জীবন সম্পাদনা

শিমুল চাঁপাইনবাবগঞ্জ জেলার মনাকষার ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মইন উদ্দিন আহমেদ যিনি সাবেক সংসদ সদস্য ও মাতার নাম রোকেয়া আহমেদ। শিক্ষাজীবনে তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।[১]

কর্মজীবন সম্পাদনা

শিমুল শিক্ষাজীবন শেষ করে চিকিৎসা পেশায় যুক্ত হন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক ও তার নিজ মালিকানায় ডলফিন ক্লিনিক নামে একটি হাসপাতাল রয়েছে।

রাজনৈতিক জীবন সম্পাদনা

সামিল উদ্দিন আহমেদ শিমুল ছাত্রজীবনে রাজনীতির সাথে যুক্ত হন। তিনি ছাত্রলীগের রাজশাহী মেডিকেল কলেজ শাখার সহ-সভাপতি ছিলেন।[১] পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) রাজশাহী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।[২] ২০০৯ সালে তিনি প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে শিবগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। যদিও তিনি জামায়াতের প্রার্থী কেরামত আলীর কাছে পরাজিত হন।[১] ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিএনপির শাহজাহান মিঞাকে পরাজিত করে চাঁপাইনবাবগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[৩][৪] তিনি আওয়ামী লীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সমালোচনা সম্পাদনা

২০১৪ সালের ২৯ জানুয়ারি শিমুলের মালিকানাধীন ডলফিন ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় একজন রোগী মৃত্যুবরণ করার পর তার বিরুদ্ধে চিকিৎসা অবহেলার অভিযোগে মামলা হলে ২৭ মার্চ তাকে কারাগারে প্রেরণ করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আন্দোলনের মুখে তাকে জামিন দেওয়া হয়।[৫][৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "চাঁপাইনবাবগঞ্জ-১: আ'লীগের সম্ভাব্য প্রার্থী ডা. শিমুল"যুগান্তর। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯ 
  2. "স্বাচিপ নেতা জেলে চিকিৎসা-রুদ্ধ রাজশাহী | কালের কণ্ঠ"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯ 
  3. "একাদশ সংসদ নির্বাচন"সমকাল। ৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  4. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  5. "জামিন পেলেন স্বাচিপ নেতা আহম্মেদ শিমুল"বাংলানিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯ 
  6. "স্বাচিপ নেতার 'মুক্তির আশ্বাসে' চিকিৎসক ধর্মঘট স্থগিত"বিডিনিউজ২৪.কম (ইংরেজি ভাষায়)। ৩০ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯