চাঁপাইনবাবগঞ্জ-১
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
চাঁপাইনবাবগঞ্জ-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৪৩নং আসন।
চাঁপাইনবাবগঞ্জ-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | চাঁপাইনবাবগঞ্জ জেলা |
বিভাগ | রাজশাহী বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
← বগুড়া-৭ |
সীমানা
সম্পাদনাচাঁপাইনবাবগঞ্জ-১ আসনটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে গোলাম রাব্বানী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মুহাম্মদ এনামুল হক | ১,৩৯,৩০৮ | ৪৫.৫ | +১১.৪ | ||
বিএনপি | শাহজাহান মিয়া | ১,১৬,৬৭৩ | ৩৮.১ | -০.৮ | ||
গণফোরাম | গোলাম রব্বানী | ৪৯,৮৯৬ | ১৬.৩ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২২,৬৩৫ | ৭.৪ | +২.৬ | |||
ভোটার উপস্থিতি | ৩,০৫,৮৭৭ | ৯২.৮ | +৩.১ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | শাহজাহান মিয়া | ৯৬,৭৪০ | ৩৮.৯ | -৭.৫ | |
আওয়ামী লীগ | মুহাম্মদ এনামুল হক | ৮৪,৮০৭ | ৩৪.১ | +১৯.৪ | |
স্বতন্ত্র | নজরুল ইসলাম | ৬৫,৩১০ | ২৬.২ | প্র/না | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোঃ আলাউদ্দিন | ১,২১৪ | ০.৫ | প্র/না | |
স্বতন্ত্র | ইত্তেহাদ তৌহিদুল ইদ্রিসী | ৫১০ | ০.২ | প্র/না | |
কমিউনিস্ট পার্টি | সৈয়দ আহমদ বিশ্বাস | ৩০৬ | ০.১ | প্র/না | |
গণ আজাদী লীগ (সামাদ) | নজরুল ইসলাম | ১০৮ | ০.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১১,৯৩৩ | ৪.৮ | −৪.৭ | ||
ভোটার উপস্থিতি | ২,৪৮,৯৯৫ | ৮৯.৭ | +৩.৬ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | শাহজাহান মিয়া | ৯৩,১১৯ | ৪৬.৪ | +৮.৯ | |
জামায়াতে ইসলামী | নজরুল ইসলাম | ৭৪,১৪৪ | ৩৬.৯ | -০.৯ | |
আওয়ামী লীগ | কাইয়ুম রেজা চৌধুরী | ২৯,৫৬৮ | ১৪.৭ | প্র/না | |
জাতীয় পার্টি | মঈনুল হক | ১,৩১৭ | ০.৭ | +০.৪ | |
জাসদ | আবু বক্কর | ১,১৪৯ | ০.৬ | প্র/না | |
জাকের পার্টি | নিয়ামত আলী নিয়াম | ১,০৪৯ | ০.৫ | -০.৪ | |
গণ আজাদী লীগ | মোঃ নজরুল ইসলাম | ২৫৫ | ০.১ | প্র/না | |
ফ্রিডম পার্টি | মোঃ খাদেমুল ইসলাম | ১২৯ | ০.১ | -০.৭ | |
সংখ্যাগরিষ্ঠতা | ১৮,৯৭৫ | ৯.৫ | +৮.০ | ||
ভোটার উপস্থিতি | ২,০০,৭৩০ | ৮৬.১ | +৯.২ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | শাহজাহান মিয়া | ৬৫,৫৬০ | ৩৭.৫ | |||
জামায়াতে ইসলামী | নজরুল ইসলাম | ৬২,৯৪৫ | ৩৬.০ | |||
স্বতন্ত্র | কাইয়ুম রেজা চৌধুরী | ৪১,২০১ | ২৩.৬ | |||
ন্যাপ (মুজাফফর) | নজরুল ইসলাম | ১,৫৯৩ | ০.৯ | |||
জাকের পার্টি | মমতাজ উদ্দিন | ১,৫৫৯ | ০.৯ | |||
ফ্রিডম পার্টি | মোঃ খাদেমুল ইসলাম | ১,৩৩৮ | ০.৮ | |||
জাতীয় পার্টি | মঈনুল হক | ৫৮৬ | ০.৩ | |||
স্বতন্ত্র | মোস্তাফিজুর রহমান | ১৪৭ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২,৬১৫ | ১.৫ | ||||
ভোটার উপস্থিতি | ১,৭৪,৯২৯ | ৭৬.৯ | ||||
থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চাঁপাইনবাবগঞ্জ-১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২০০৮-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে চাঁপাইনবাবগঞ্জ-১