গোলাম রাব্বানী (চাঁপাইনবাবগঞ্জের রাজনীতিবিদ)
মোঃ গোলাম রাব্বানী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় জন্মগ্রহণকারী বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চাঁপাইনবাবগঞ্জ-১ এর নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।[১]
মো. গোলাম রাব্বানী | |
---|---|
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৫ জানুয়ারি ২০১৪ – ৩০ ডিসেম্বর ২০১৮ | |
পূর্বসূরী | মুহাম্মদ এনামুল হক |
উত্তরসূরী | সামিল উদ্দিন আহমেদ শিমুল |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | শিবগঞ্জ উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ, পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) | এপ্রিল ১, ১৯৫৮
নাগরিকত্ব | বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশ |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
শিক্ষা | স্নাতক |
পেশা | ব্যবসা, কৃষি ও রাজনীতি |
ধর্ম | ইসলাম |
প্রারম্ভিক জীবনসম্পাদনা
খ্যাতিমান রাজনীতিক, ঐতিহাসিক কানসাট-বিদ্যুৎ গণআন্দোলনের রুপকার, সমাজসেবী- ‘মোহা.গোলাম রাব্বানী (এম.পি)’ ১৯৫৮ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটের পুকুরিয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত হাজী বেলায়েত আলী মৃধা ও মাতা মনসুরা বেগম। ছয় ভাইয়ের মধ্যে তিনি পিতা-মাতার দ্বিতীয় সন্তান। ১৯৭৩ সালে তিনি কানসাট উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, ১৯৭৫ সালে রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ থেকে এইচ.এস.সি এবং ১৯৮৫ সালে রাজশাহী কলেজ থেকে কৃতিত্বের সাথে স্নাতক/সম্মান (মনোবিজ্ঞান বিভাগ) ডিগ্রী অর্জন করেন।
ব্যক্তিগত জীবনসম্পাদনা
ব্যক্তিগত জীবনে এক ছেলে ও দুই মেয়ের জনক গোলাম রাব্বানীর স্ত্রীর নাম শামীমা আখতার পারুল।
কানসাট-বিদ্যুৎ আন্দোলনসম্পাদনা
বিদ্যুতের দাবিতে ২০০৬ সালে সংঘটিত, ঐতিহাসিক কানসাট-বিদ্যুৎ গণআন্দোলনের রুপকার হিসেবে মোহা.গোলাম রাব্বানী সেই সময় দেশব্যাপী ব্যাপক খ্যাতি অর্জন করেন। ঐতিহাসিক এই বিদ্যুৎ গণআন্দোলনে চাঁপাইনবাবগঞ্জের ১৭ জন নিরীহ মানুষ প্রাণ দিয়েছিলেন। সারাদেশে তখন এ আন্দোলন ছড়িয়ে পড়ে ব্যাপক আকার ধারণ করেছিল। কানসাট-বিদ্যুৎ আন্দোলনের মাধ্যমে তৃণমূল জনগণের মধ্যে থেকে গড়ে উঠেছিলেন সংগ্রামী জননেতা- গোলাম রাব্বানী। দীর্ঘসময় ধরে এ ‘ঐতিহাসিক ঘটনাটি এবং গোলাম রাব্বানী’ সংবাদের শিরোনাম হয়েছিলেন তৎকালীন জাতীয় পত্রিকা-টেলিভিশনের। চাঁপাইনবাবগঞ্জের গণমানুষদের নিয়ে, সেই সময় ‘রক্তাক্ত ঐতিহাসিক সংগ্রামের ইতিহাস’ রচনা করেন খ্যাতিমান রাজনীতিক, ঐতিহাসিক কানসাট-বিদ্যুৎ গণআন্দোলনের রুপকার ‘মোহা.গোলাম রাব্বানী’। কানসাট-বিদ্যুৎ আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশের প্রথিতযশা আইনজীবি, সংবিধান বিশেষজ্ঞ ‘ড.কামাল হোসেন’সহ দেশবরেণ্য অনেক বুদ্ধিজীবী, রাজনীতিক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ সংগ্রামী জননেতা ‘গোলাম রাব্বানীর’ বাড়িতে আসেন এবং আন্দোলনে নেতৃত্ব দেবার জন্য তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ।
রাজনৈতিক জীবনসম্পাদনা
কলেজের ছাত্রজীবন থেকে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) এর মাধ্যমেই মূলত রাজনীতিতে তার পথচলা শুরু। ১৯৭৯-৮০ পর্যন্ত রাজশাহী মহানগর শাখা, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন সেই সময়ের তুখোড় ছাত্রনেতা গোলাম রাব্বানী। বর্তমানে তিনি শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
তিনি ২০১৪ সালের সাধারণ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৪৩নং আসন চাঁপাইনবাবগঞ্জ-১ থেকে অপ্রতিদ্বন্দী হিসেবে সদস্য নির্বাচিত হন।
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Constituency 43_10th_Bn"। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-৩১।