সিরাজগঞ্জ-২
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
সিরাজগঞ্জ-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সিরাজগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৬৩নং আসন।
সিরাজগঞ্জ-২ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | সিরাজগঞ্জ জেলা |
বিভাগ | রাজশাহী বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনাসিরাজগঞ্জ-২ আসনটি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা এবং সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন, খোকশাবাড়ী ইউনিয়ন, কাওয়াকোলা ইউনিয়ন, কালিয়াহরিপুর ইউনিয়ন, সয়দাবাদ ইউনিয়ন ও সিরাজগঞ্জ পৌরসভা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে হাবিবে মিল্লাত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | রুমানা মাহমুদ | ১,২৮,৪৩২ | ৪৭.৯ | -৭.২ | |
আওয়ামী লীগ | জান্নাত আরা হেনরী | ১,২৬,৩১১ | ৪৭.২ | +৩.৭ | |
বিজেপি | এম এ মতিন | ৫,৭১৮ | ২.১ | প্র/না | |
জাতীয় পার্টি | আমিনুল ইসলাম ঝন্টু | ২,৯৮১ | ১.১ | প্র/না | |
স্বতন্ত্র | মাসুদুর রহমান | ১,৯৭৮ | ০.৭ | প্র/না | |
বাসদ | আবু বকর ভূঁইয়া | ৯২৬ | ০.৩ | প্র/না | |
কমিউনিস্ট পার্টি | মোঃ ইসমাইল হোসাইন | ৫৮০ | ০.২ | প্র/না | |
ইসলামী আন্দোলন | মোঃ জিয়াউল হক | ৩৮৯ | ০.১ | প্র/না | |
ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন | মঞ্জুর আলম | ৩০৫ | ০.১ | প্র/না | |
জাসদ (রব) | মোঃ আব্দুল আজিজ তালুকদার | ২৪৩ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২,১২১ | ০.৮ | −১০.৮ | ||
ভোটার উপস্থিতি | ২,৬৭,৮৬৩ | ৮৭.৭ | +১০.৬ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | ইকবাল হাসান মাহমুদ টুকু | ১,৩৮,৬৪০ | ৫৫.১ | +২৫.৪ | ||
আওয়ামী লীগ | মোহাম্মদ নাসিম | ১,০৯,৪৮২ | ৪৩.৫ | +৪.৯ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোঃ লুৎফর রহমান | ২,৬৫৪ | ১.১ | প্র/না | ||
স্বতন্ত্র | মোহাম্মদ সেলিম | ৫৩৪ | ০.২ | প্র/না | ||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) | আবু বকর ভূঁইয়া | ৪৯৯ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৯,১৫৮ | ১১.৬ | +২.৭ | |||
ভোটার উপস্থিতি | ২,৫১,৮০৯ | ৭৭.১ | −২.৭ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোহাম্মদ নাসিম | ৬৮,৫৯৮ | ৩৮.৬ | +৮.৯ | ||
বিএনপি | একেএম শামসুল আলামিন | ৫২,৭০৯ | ২৯.৭ | -১১.২ | ||
জাতীয় পার্টি | আব্দুল মতিন | ৩২,৫১৫ | ১৮.৩ | +১৬.৩ | ||
জামায়াতে ইসলামী | আব্দুল লতিফ | ২২,৭৯৫ | ১২.৮ | -১০.৯ | ||
জাকের পার্টি | আমিন কোরায়শী | ৪৩১ | ০.২ | -০.২ | ||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) | আবু বকর ভূঁইয়া | ৪০৭ | ০.২ | প্র/না | ||
ফ্রিডম পার্টি | মোঃ আজিজুর রহমান সওদাগর | ১৮২ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৫,৮৮৯ | ৮.৯ | −২.৪ | |||
ভোটার উপস্থিতি | ১,৭৭,৬৩৭ | ৭৯.৮ | +২৩.৯ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | মীর্জা মুরাদুজ্জামান | ৫৮,৪৩৭ | ৪০.৯ | ||
আওয়ামী লীগ | মোতাহার হোসেন তালুকদার | ৪২,৩৭৬ | ২৯.৭ | ||
জামায়াতে ইসলামী | আব্দুল আজিজ আজাদ | ৩৩,৮৮১ | ২৩.৭ | ||
জাসদ | আব্দুল হাই তালুকদার | ৩,৩৫৬ | ২.৪ | ||
জাতীয় পার্টি | আবুল হাসনাত গোফরান | ২,৮৯৪ | ২.০ | ||
বিকেএ | আব্দুল মান্নান | ৯২০ | ০.৬ | ||
জাকের পার্টি | মোঃ নজরুল ইসলাম | ৫১৫ | ০.৪ | ||
স্বতন্ত্র | শাহজাহান আলী | ৩৪৭ | ০.২ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৬,০৬১ | ১১.৩ | |||
ভোটার উপস্থিতি | ১,৪২,৭২৬ | ৫৫.৯ | |||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সিরাজগঞ্জ-২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে সিরাজগঞ্জ-২