জান্নাত আরা হেনরী

বাংলাদেশি রাজনীতিবিদ ও রবীন্দ্রসঙ্গীতশিল্পী। তিনি সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য।

জান্নাত আরা হেনরী (জন্ম: ২২ জুন ১৯৭২) বাংলাদেশি রাজনীতিবিদ ও রবীন্দ্রসঙ্গীতশিল্পী। তিনি সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মাধ্যমে জাতীয় সংসদ বিলুপ্তের মাধ্যমে সংসদ সদস্য পদ হারান।[]

জান্নাত আরা হেনরী
সিরাজগঞ্জ-২ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১০ জানুয়ারি ২০২৪ – ৬ আগস্ট ২০২৪
পূর্বসূরীহাবিবে মিল্লাত
ব্যক্তিগত বিবরণ
জন্মজান্নাত আরা তালুকদার হেনরী
(1972-06-22) ২২ জুন ১৯৭২ (বয়স ৫২)
সিরাজগঞ্জ
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
সম্পর্কমোতাহার হোসেন তালুকদার (শ্বশুর)
প্রাক্তন শিক্ষার্থীড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
পেশারাজনীতিবিদ ও রবীন্দ্রসঙ্গীতশিল্পী

প্রাথমিক জীবন

সম্পাদনা

জান্নাত আরা হেনরী ২২ জুন ১৯৭২ সালে সিরাজগঞ্জের কড্ডারমোড় এলাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মিঞা ও মাতা বেগম জাহানারা হামিদ। তিনি ড্যাফোডিলস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

কর্মজীবন

সম্পাদনা

জান্নাত আরা হেনরী সিরাজগঞ্জ শহরের সবুজ কানন হাইস্কুলের শিক্ষক ছিলেন। তিনি ১৯৯৭ সাল থেকে বাংলাদেশ বেতারে এবং ২০০১ সাল থেকে বাংলাদেশ টেলিভেশনে রবীন্দ্র সংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত। ২০০৯ সালে তিনি সোনালী ব্যাংকের পরিচালক হিসাবে নিযুক্ত হন।[তথ্যসূত্র প্রয়োজন] তিনি জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, সিরাজগঞ্জের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। যুক্ত আছেন উদীচী, সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি ও সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের সঙ্গেও। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

রাজনৈতিক জীবন

সম্পাদনা

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি পরাজিত হয়েছিলেন।[]

তিনি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য মনোনীত হন।[] তিনি ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মাধ্যমে জাতীয় সংসদ বিলুপ্তের মাধ্যমে সংসদ সদস্য পদ হারান।[][][][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা রাষ্ট্রপতির"দৈনিক কালের কন্ঠ। ২০২৪-০৮-০৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১৪ 
  2. "জান্নাত আরা হেনরী, আসন নং: ৬৩, সিরাজগঞ্জ-২, দল: আওয়ামী লীগ (নৌকা)"দৈনিক প্রথম আলো। ৮ জানুয়ারি ২০২৪। ৮ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৪ 
  3. {{সংবাদ উদ্ধৃতিইউআরএল=https://www.rtvonline.com/election%7Cশিরোনাম=দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল|কর্ম=আরটিভি|সংগ্রহের-তারিখ=৮ জানুয়ারি ২০২৪|আর্কাইভের-ইউআরএল=https://archive.today/20240108064233/https://www.rtvonline.com/election%7Cআর্কাইভের-তারিখ=৮ জানুয়ারি ২০২৪}}
  4. "সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪ 
  5. "যা আছে সংসদ ভেঙে দেওয়ার সারসংক্ষেপে"বাংলা ট্রিবিউন। ৬ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪ 
  6. "জাতীয় সংসদ বিলুপ্ত"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৪