মীর্জা মুরাদুজ্জামান

বাংলাদেশী রাজনীতিবিদ

মীর্জা মুরাদুজ্জামান (১১ মার্চ ১৯৩৯–১৮ জুলাই ১৯৯৫) বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য[১][২]

মীর্জা মুরাদুজ্জামান
সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
২৭ ফেব্রুয়ারি ১৯৯১ – ১৮ জুলাই ১৯৯৫
পূর্বসূরীইকবাল হাসান মাহমুদ টুকু
উত্তরসূরীমোহাম্মদ নাসিম
ব্যক্তিগত বিবরণ
জন্ম১১ মার্চ ১৯৩৯
সিরাজগঞ্জ
মৃত্যু১৮ জুলাই ১৯৯৫
সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল

প্রাথমিক জীবন সম্পাদনা

মীর্জা মুরাদুজ্জামান ১১ মার্চ ১৯৩৯ সালে সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মীর্জা জহির উদ্দিন।

রাজনৈতিক জীবন সম্পাদনা

মীর্জা মুরাদুজ্জামান বায়ান্নর ভাষা আন্দোলনে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করে তৎকালীন ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন থেকে ১৯৫৭ সালে মাওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন। সিরাজগঞ্জ মহকুমা ন্যাপের সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে সিরাজগঞ্জ মহকুমার মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকালীন সময়ে যোগদিয়ে তিনি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিরাজগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][২][৩]

মৃত্যু সম্পাদনা

মীর্জা মুরাদুজ্জামান ১৮ জুলাই ১৯৯৫ সালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "মীর্জা মুরাদুজ্জামান, আসন নং: ৬৩, সিরাজগঞ্জ-২, দল: বিএনপি (ধানের শীষ)"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২০ 
  2. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. "পঞ্চম থেকে দশম: আসনভিত্তিক ভোটের ফল"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২০-০৭-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৩ 
  4. "সিরাজগঞ্জের জননেতা মির্জা মোরাদুজ্জামানের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত"এনটিভি। ২০১৬-০৭-১৮। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৩