ফেনী-২
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
ফেনী-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ফেনী জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৬৬নং আসন।
ফেনী-২ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | ফেনী জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
বর্তমান সাংসদ | শূন্য |
← ফেনী-১ ফেনী-৩ → |
সীমানা
সম্পাদনাফেনী-২ আসনটি ফেনী জেলার ফেনী সদর উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে নিজাম উদ্দিন হাজারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | জয়নাল আবেদীন | ১,২০,২৯৭ | ৫৭.৫ | -৩.৯ | |
আওয়ামী লীগ | ইকবাল সোবহান চৌধুরী | ৮৬,৭১৩ | ৪১.৫ | +৫.৮ | |
বিজেপি | কাজী মমিনুল হক | ৮৮৫ | ০.৪ | প্র/না | |
বিকেএ | ইব্রাহিম খলিল উল্লাহ | ৭৪৫ | ০.৪ | প্র/না | |
বাসদ | হারাধন চক্রবর্তী | ৪৫৬ | ০.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩৩,৫৮৪ | ১৬.১ | −৯.৬ | ||
ভোটার উপস্থিতি | ২,০৯,০৯৬ | ৮০.১ | +১১.৯ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | জয়নাল আবেদীন | ১,১৫,২৭৮ | ৬১.৪ | +২০.৬ | ||
আওয়ামী লীগ | জয়নাল হাজারী | ৬৭,০২৫ | ৩৫.৭ | -৯.০ | ||
স্বতন্ত্র | আকরাম হোসেন | ১,৮৬০ | ১.০ | প্র/না | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | তাইজুল ইসলাম | ৭২২ | ০.৪ | প্র/না | ||
স্বতন্ত্র | মোহাম্মদ মঈন উদ্দিন | ৬২৫ | ০.৩ | প্র/না | ||
ইসলামী ফ্রন্ট | মাসুম ফারুকী | ৫৩১ | ০.৩ | +০.১ | ||
স্বতন্ত্র | শওকত ওসমান | ৪৬৩ | ০.২ | প্র/না | ||
স্বতন্ত্র | গোলাম ফারুক | ৩০২ | ০.২ | প্র/না | ||
জাসদ | নুর নবী | ২৬৯ | ০.১ | প্র/না | ||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) | হারাধন চক্রবর্তী | ২১৯ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | আ স ম ইয়াসিন | ১২০ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | লিয়াকত আলী | ১১৮ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | শুকদেব নাথ | ১০৯ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | হারুনুর রশীদ মজুমদার | ৫৬ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | মোশারফ হোসেন হাজারী মিয়া | ৪১ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪৮,২৫৩ | ২৫.৭ | +২১.৮ | |||
ভোটার উপস্থিতি | ১,৮৭,৭৩৮ | ৬৮.২ | −৪.০ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | জয়নাল হাজারী | ৬৮,৫৬৬ | ৪৪.৭ | +৫.২ | |
বিএনপি | ফেরদৌস আহমেদ কুরেশী | ৬২,৬৪৭ | ৪০.৮ | +৭.৫ | |
জামায়াতে ইসলামী | মোহাম্মদ লিয়াকত আলী ভূইয়া | ১১,৯৩৩ | ৭.৮ | -১২.৬ | |
জাসদ (রব) | জয়নাল আবেদীন | ৫,৭৭০ | ৩.৮ | প্র/না | |
জাতীয় পার্টি | জাফর ইমাম | ১,৫০৭ | ১.০ | -৩.১ | |
ইসলামী ঐক্য জোট | নুরুল করিম বেলাল | ৪৬২ | ০.৩ | প্র/না | |
ইসলামী ফ্রন্ট | এ টি এম কায়কোবাদ | ৩৭৫ | ০.২ | প্র/না | |
স্বতন্ত্র | শাহ আলম মজুমদার | ৩৪৮ | ০.২ | প্র/না | |
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) | জয়নাল আবেদিন | ৩৪১ | ০.২ | -০.২ | |
জাকের পার্টি | নুর মোহাম্মদ খান | ৩৩৩ | ০.২ | -০.২ | |
ফ্রিডম পার্টি | জিয়া উদ্দিন | ২৪৯ | ০.২ | প্র/না | |
স্বতন্ত্র | আলমগীর কবির চৌধুরী | ২২৪ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | এম শাহাজাহান সাজু | ১৭৬ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | আমানত উল্লাহ আমান | ১১৬ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | জাহিদ হোসেন | ১০৭ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | শুকদেব নাথ | ৮৭ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | একেএম ফখরুল ইসলাম চৌধুরী | ৭৮ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | আ ফ ম আজিজুল বারী | ৪০ | ০.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৫,৯১৯ | ৩.৯ | −২.৩ | ||
ভোটার উপস্থিতি | ১,৫৩,৩৫৯ | ৭২.২ | +৩১.৯ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | জয়নাল হাজারী | ৪৪,০০০ | ৩৯.৫ | |||
বিএনপি | শহীদ উদ্দিন ফেরদৌস | ৩৭,০৪৫ | ৩৩.৩ | |||
জামায়াতে ইসলামী | মকবুল আহমদ | ২২,৬৭০ | ২০.৪ | |||
জাতীয় পার্টি | জাফর উল্লাহ খান | ৪,৫৬৯ | ৪.১ | |||
জাতীয় জনতা পার্টি ও গণতান্ত্রিক ঐক্যজোট | মীর আহমেদ ভুইয়া | ৮৭৩ | ০.৮ | |||
ন্যাপ (মুজাফফর) | মজিবুল হক | ৬৮৬ | ০.৬ | |||
জাকের পার্টি | আবু বকর সিদ্দিক | ৪১৬ | ০.৪ | |||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) | জয়নাল আবেদীন | ৪০৩ | ০.৪ | |||
স্বতন্ত্র | ফখরুল ইসলাম | ৩৩২ | ০.৩ | |||
কমিউনিস্ট পার্টি | জিয়াউদ্দিন আহমেদ চৌধুরী | ৩১১ | ০.৩ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৬,৯৫৫ | ৬.২ | ||||
ভোটার উপস্থিতি | ১,১১,৩০৫ | ৪০.৩ | ||||
জাসদ থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ফেনী-২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে ফেনী-২