ফেনী-৩
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
ফেনী-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ফেনী জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৬৭নং আসন।
ফেনী-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | ফেনী জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
বর্তমান সাংসদ | শূন্য |
← ফেনী-২ |
সীমানা
সম্পাদনাফেনী-৩ আসনটি ফেনী জেলার সোনাগাজী উপজেলা ও দাগনভূঞা উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০১৪: ফেনী-৩[৫] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
স্বতন্ত্র | রহিম উল্লাহ | ৫৭,৬১৫ | ৭৯.০ | প্র/না | ||
জাতীয় পার্টি | আনোয়ারুল কবির (রিন্তু আনোয়ার) | ১৫,৩৪১ | ২১.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪২,২৭৪ | ৫৭.৯ | +৪০.৪ | |||
ভোটার উপস্থিতি | ৭২,৯৫৬ | ২২.০ | -৬১.৭ | |||
বিএনপি থেকে স্বতন্ত্র অর্জন করে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০০৮: ফেনী-৩[৬][৭] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | মুহাম্মদ মোশাররফ হোসেন | ১,৩৪,৯৩৯ | ৫৭.১ | -১১.৩ | |
আওয়ামী লীগ | আবুল বাশার | ৯৩,৬৩০ | ৩৯.৬ | +৯.০ | |
স্বতন্ত্র | সাঈদ হোসেন চৌধুরী | ৩,১০৫ | ১.৩ | প্র/না | |
ন্যাপ | জহিরুল হক | ২,৯০৬ | ১.২ | প্র/না | |
ইসলামী আন্দোলন | আব্দুর রাজ্জাক | ১,৩৪৩ | ০.৬ | প্র/না | |
বাসদ | আব্দুল মালেক মনছুর | ৩২৫ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৪১,৩০৯ | ১৭.৫ | -২০.৩ | ||
ভোটার উপস্থিতি | ২,৩৬,২৪৮ | ৮৩.৭ | +১৬.৫ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
সাধারণ নির্বাচন ২০০১: ফেনী-৩[৮] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | মুহাম্মদ মোশাররফ হোসেন | ৯৪,৩২১ | ৬৮.৪ | +১৬.৩ | |
আওয়ামী লীগ | মাহবুবুল আলম তারা | ৪২,২১২ | ৩০.৬ | -৭.০ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | আতাউর রহমান আরেফি | ৭২১ | ০.৫ | প্র/না | |
জাসদ | আব্দুর রহিম | ২০৯ | ০.২ | প্র/না | |
স্বতন্ত্র | মিজানুর রহমান | ১৯২ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | কবির আহমদ | ১৭৮ | ০.১ | প্র/না | |
জাতীয় পার্টি | মোহাম্মদ ইসরাফিল | ৬৯ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | মহিউদ্দিন আহমেদ | ৫০ | ০.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৫২,১০৯ | ৩৭.৮ | +২৩.৩ | ||
ভোটার উপস্থিতি | ১,৩৭,৯৫২ | ৬৭.২ | -০.১ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন জুন ১৯৯৬: ফেনী-৩[৮] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | মুহাম্মদ মোশাররফ হোসেন | ৫৮,৪৩৯ | ৫২.১ | +৭.০ | |
আওয়ামী লীগ | জয়নাল আবেদিন হাজারী | ৪২,১৮২ | ৩৭.৬ | -০.৯ | |
জামায়াতে ইসলামী | এ বি এম সামসুদ্দিন | ৮,৪০৩ | ৭.৫ | -৫.৮ | |
জাতীয় পার্টি | মজিবুল হক চৌধুরী | ১,৫৭৮ | ১.৪ | -০.৯ | |
ইসলামী ঐক্য জোট | আতাউর রহমান | ৮৪২ | ০.৮ | প্র/না | |
সামাজিক গণতান্ত্রিক পার্টি | দিল আফরোজ | ৩৮৯ | ০.৩ | প্র/না | |
জাকের পার্টি | সিরাজুল ইসলাম | ২০৬ | ০.২ | ০.০ | |
জাসদ (রব) | আব্দুর রহিম | ১৪৫ | ০.১ | -০.২ | |
ন্যাপ (ভাসানী) | রফিক উদ্দিন আহমেদ ইন্তু মিয়া | ৪৮ | ০.০ | -০.২ | |
সংখ্যাগরিষ্ঠতা | ১৬,২৫৭ | ১৪.৫ | +৭.৯ | ||
ভোটার উপস্থিতি | ১,১২,২৩২ | ৬৭.৩ | +২৪.৭ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
সাধারণ নির্বাচন ১৯৯১: ফেনী-৩[৮] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | মাহবুবুল আলম তারা | ৪০,৪০৬ | ৪৫.১ | |||
আওয়ামী লীগ | এ বি এম তালেব আলী | ৩৪,৪৬৭ | ৩৮.৫ | |||
জামায়াতে ইসলামী | মোঃ মোস্তফা | ১১,৮৬৮ | ১৩.৩ | |||
জাতীয় পার্টি | আব্দুর রসুল | ২,০৪৯ | ২.৩ | |||
জাসদ (রব) | নুরুল আফসার | ২৮৮ | ০.৩ | |||
জাকের পার্টি | খুরশিদ আলম | ১৬৪ | ০.২ | |||
ন্যাপ (ভাসানী) | রফিক উদ্দিন | ১৬৩ | ০.২ | |||
ন্যাপ (মুজাফফর) | হালিমুল্লাহ খদ্দর | ১১১ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৫,৯৩৯ | ৬.৬ | ||||
ভোটার উপস্থিতি | ৮৯,৫১৬ | ৪২.৬ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ফেনী-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Feni-3"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে ফেনী-৩