মাহবুবুল আলম তারা

বাংলাদেশী রাজনীতিবিদ

মাহবুবুল আলম তারা(১৯৩৯-২ জুন ২০১৪) বাংলাদেশী রাজনীতিবিদ, ব্যাবসায়ী ও প্রাক্তন সংসদ সদস্য।

মাহবুবল আলম তারা
সংসদ সদস্য
কাজের মেয়াদ
২৭ ফেব্রুয়ারি ১৯৯১ – ১২ জুন ১৯৯৬
প্রধানমন্ত্রীখালেদা জিয়া
পূর্বসূরীমজিবুল হক চৌধুরী
উত্তরসূরীমুহাম্মদ মোশাররফ হোসেন
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৩৯
ফেনী জেলা
মৃত্যু২ জুন ২০১৪
সিঙ্গাপুর
সমাধিস্থলপারিবারিক কবরস্থান
ফরহাদনগর, ফেনী
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
সন্তান২ ছেলে ও ১ মেয়ে
প্রাক্তন শিক্ষার্থী

শৈশব ও পড়ালেখা

সম্পাদনা

মাহবুবুল আলম তারা ১৯৩৯ সালে ফেনীর ফরহাদ নগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ফারাদনগর খাইয়ারা স্কুল এবং চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়াশোনা করেছেন।[] বিবাহিত জীবনে তার ২ ছেলে ১ মেয়ে।

কর্মজীবন

সম্পাদনা

মাহবুবুল আলম তারা বাংলাদেশের প্যাকেজিং শিল্পের প্রবর্তকও ছিলেন। তিনি তার বন্ধুদের নিয়ে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (এনসিসি ব্যাংক - বাংলাদেশে প্রকাশিত তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক) প্রতিষ্ঠা করেছিলেন। তিনি দু'বার এনসিসি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। তিনি ফেনীর অগ্রযাত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।[]

রাজনৈতিক জীবন

সম্পাদনা

মাহবুবুল আলম তারা চট্টগ্রাম কলেজে অধ্যয়নকালে তিনি রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। তিনি ১৯৬২-৬৩ সালে চট্টগ্রাম কমার্স ছাত্র সংসদের ভিপি ও জিএস ছিলেন। তিনি তৎকালীন স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে ছাত্র আন্দোলন সংগঠিত করেছিলেন। পূর্ব পাকিস্তানের ১৯৬৯ সালের গণআন্দোলনে অংশ নিয়েছিলেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তি বাহিনীকে সক্রিয়ভাবে সমর্থন করেছিলেন। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় দফতর সম্পাদকও ছিলেন। মওলানা ভাসানীর অনুসারী তারা ১৯৯১ সালে বিএনপিতে যোগ দিয়ে ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ফেনী-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি বাংলাদেশের সংসদে চিফ হুইপ ছিলেন। []

১২ জুন ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন চেয়ে না পেয়ে ২০০১ সালে আ.লীগ থেকে ফেনী-৩ আসনের মনোনয়ন নিয়ে নির্বাচন করে পরাজিত হন। পরে তিনি ফের বিএনপিতে ফিরেন।

দীর্ঘ সময় পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়ীত্ব পালন করেছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন।

মৃত্যু

সম্পাদনা

তারা সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় হাসপাতালে ২ জুন ২০১৪ সালে মারা যান। তিনি ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। তার গ্রামের বাড়ি ফেনী সদরের ফরহাদনগরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। [][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Ex-MP Mahbubul Alam Tara no more - 23332.php-02-06"। ৯ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৬ 
  2. পঞ্চম জাতীয় সংসদ ১৯৯১-১৯৯৬ [Fifth National Parliament 1991-1996]। Bangladesh Parliament। ১৯ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২০ 
  3. "BNP Acting Secretary General Mirza Fakhrul Islam Alamgir, among others, at a condolence meeting on former Chief Whip Mahbubul Alam Tara organized by Jatiyatabadi Krishak Dal at the National Press Club on Tuesday"The New Nation। ৮ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৭ 
  4. "Mahbubul Alam Tara"The Daily Star। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৬ 
  5. "::Feni Samity Dhaka::"fenisamitydhaka.com। ২৮ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৬