সুনামগঞ্জ-৩
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
সুনামগঞ্জ-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সুনামগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২২৬ নং আসন।
সুনামগঞ্জ-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | সুনামগঞ্জ জেলা |
বিভাগ | সিলেট বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
দল | - |
বর্তমান সাংসদ | - |
সীমানা
সম্পাদনাসুনামগঞ্জ-৩ আসনটি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | এম. এ. মান্নান | ৫৪,৩১৬ | ৫৬.৯ | -১২.৯ | |
স্বতন্ত্র | আজিজুস সামাদ আজাদ | ৪১,১২৩ | ৪৩.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১৩,১৯৩ | ১৩.৮ | −২৬.৬ | ||
ভোটার উপস্থিতি | ৯৫,৪৩৯ | ৩৭.০ | −৪৮.২ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | এম. এ. মান্নান | ১,৩৪,৫৫৯ | ৬৯.৮ | |||
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ | শাহীনুর পাশা চৌধুরী | ৫৬,৭৬৫ | ২৯.৫ | |||
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (বাংলাদেশ) | সাইদুর রহমান চৌধুরী | ৭৮৮ | ০.৪ | |||
বিকেএ | মোঃ ইসহাক আমিনী | ৬৩০ | ০.৩ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৭৭,৭৯৪ | ৪০.৪ | ||||
ভোটার উপস্থিতি | ১,৯২,৭৪২ | ৮৫.২ | ||||
ইসলামী ঐক্য জোট থেকে আওয়ামী লীগ অর্জন করে |
আব্দুস সামাদ আজাদ ২০০৫ সালের এপ্রিলে মারা যান। জুলাই ২০০৫ সালের উপ-নির্বাচনে ইসলামী ঐক্যজোট-এর নেতা শাহিনুর পাশা চৌধুরী নির্বাচিত হন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আব্দুস সামাদ আজাদ | ৬৯,৪২১ | ৪৫.৮ | +৬.১ | |
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ | শাহীনুর পাশা চৌধুরী | ৬৩,৪৭৫ | ৪১.৯ | +২৫.৭ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | আবু খালেদ চৌধুরী | ১৭,৭৩৮ | ১১.৭ | প্র/না | |
কেএসজেএল | মোঃ আবু হোসাইন | ৩৪৫ | ০.২ | প্র/না | |
জাতীয় পার্টি | তাহুর উদ্দিন | ৩০৭ | ০.২ | প্র/না | |
স্বতন্ত্র | এম এ মালেক খান | ১৪২ | ০.১ | প্র/না | |
জাতীয় জনতা পার্টি (নুরুল ইসলাম) | মোঃ আতাউর রহমান | ১০৫ | ০.১ | -০.১ | |
সংখ্যাগরিষ্ঠতা | ৫,৯৪৬ | ১৮.১ | +৮.৪ | ||
ভোটার উপস্থিতি | ১,৫১,৫৩৩ | ৭১.৯ | +৩.৭ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আব্দুস সামাদ আজাদ | ৪২,৮৫১ | ৩৯.৭ | -৪.১ | |
জাতীয় পার্টি | ফারুক রশিদ চৌধুরী | ৩২,৩২৮ | ২৯.৯ | +২.৪ | |
বিএনপি | দেওয়ান জয়নুল জাকীরিন | ১৭,৪৫১ | ১৬.২ | +৪.৩ | |
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ | শাহীনুর পাশা চৌধুরী | ৮,৮৫১ | ৮.২ | -৭.৩ | |
জামায়াতে ইসলামী | সৈয়দ সালেহ আহমেদ | ৩,১০৭ | ২.৯ | প্র/না | |
ইসলামী ঐক্য জোট | মোঃ বদিউজ্জামান | ১,৪৬৫ | ১.৪ | প্র/না | |
স্বতন্ত্র | আব্দুল মোতালিব চৌধুরী | ১,২৬৯ | ১.২ | প্র/না | |
জাতীয় জনতা পার্টি (নুরুল ইসলাম) | সুজত আহমেদ চৌধুরী | ২৪৩ | ০.২ | প্র/না | |
জাকের পার্টি | কাজী আব্দুল করিম | ২৩০ | ০.২ | প্র/না | |
ন্যাপ | আব্দুল হান্নান | ২১২ | ০.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১০,৫২৩ | ৯.৭ | −৬.৫ | ||
ভোটার উপস্থিতি | ১,০৮,০০৭ | ৬৮.২ | +২৫.২ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আব্দুস সামাদ আজাদ | ৩৭,৭০১ | ৪৩.৮ | ||
জাতীয় পার্টি | ফারুক রশিদ চৌধুরী | ২৩,৭২৩ | ২৭.৫ | ||
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ | সৈয়দ শামসুল ইসলাম | ১৩,৩৫৮ | ১৫.৫ | ||
বিএনপি | আনিসুল বারি চৌধুরী | ১০,২৮৫ | ১১.৯ | ||
জাসদ (রব) | দেওয়ান ইস্কান্দার রেজা চৌধুরী | ৬০৯ | ০.৭ | ||
গণতন্ত্রী পার্টি | গুলজার আহম্মেদ | ২৩৭ | ০.৩ | ||
স্বতন্ত্র | ওয়ারাইদুল্লাহ্ | ২০৮ | ০.২ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৩,৯৭৮ | ১৬.২ | |||
ভোটার উপস্থিতি | ৮৬,১২১ | ৪৩.০ | |||
কমিউনিস্ট পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সুনামগঞ্জ-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Sunamganj-3"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৩ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে সুনামগঞ্জ-৩