সুনামগঞ্জ-৪
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
সুনামগঞ্জ-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সুনামগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২২৭নং আসন।
সুনামগঞ্জ-৪ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | সুনামগঞ্জ জেলা |
বিভাগ | সিলেট বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনাসুনামগঞ্জ-৪ আসনটি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা ও সুনামগঞ্জ সদর উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে পীর ফজলুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৬]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনা২০০৯ সালের এপ্রিল মাসে মমতাজ ইকবাল মারা যান। ২০০৯ সালের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মো. মতিউর রহমান নির্বাচিত হন।
সাধারণ নির্বাচন ২০০৮: সুনামগঞ্জ-৪[৭][৮] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
জাতীয় পার্টি | বেগম মমতাজ ইকবাল | ১,২৩,৮৮৩ | ৬২.৭ | প্র/না | ||
বিএনপি | ফজলুল হক আছপিয়া | ৫৮,৯৬৪ | ২৯.৯ | -১৩.১ | ||
স্বতন্ত্র | দেওয়ান সামসুল আবেদিন | ৯,৭৬৪ | ৪.৯ | প্র/না | ||
খেলাফত মজলিস | মোহাম্মদ আজিজুল হক | ৪,৩০৩ | ২.২ | প্র/না | ||
স্বতন্ত্র | নাজির হোসাইন | ৫৫৮ | ০.৩ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৬৪,৯১৯ | ৩২.৯ | +২৬.০ | |||
ভোটার উপস্থিতি | ১,৯৭,৪৭২ | ৮৫.৫ | +১১.৫ | |||
বিএনপি থেকে জাতীয় পার্টি অর্জন করে |
সাধারণ নির্বাচন ২০০১: সুনামগঞ্জ-৪[৯] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | ফজলুল হক আছপিয়া | ৬১,৮০৭ | ৪৩.০ | +৯.৯ | |
আওয়ামী লীগ | দেওয়ান সামসুল আবেদিন | ৫১,৮৬৪ | ৩৬.১ | +৪.৬ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মমতাজ ইকবাল চোধুরী | ৩০,১৬০ | ২১.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৯,৯৪৩ | ৬.৯ | +৫.৩ | ||
ভোটার উপস্থিতি | ১,৪৩,৮৩১ | ৭৪.০ | +২.৯ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন জুন ১৯৯৬: সুনামগঞ্জ-৪[৯] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | ফজলুল হক আছপিয়া | ৩৬,১৫৫ | ৩৩.১ | +৫.২ | ||
আওয়ামী লীগ | আবদুস জহুর মিয়া | ৩৪,৩৬০ | ৩১.৫ | +৩.৯ | ||
জাতীয় পার্টি | ইকবাল হোসাইন চৌধুরী | ৩১,২০৯ | ২৮.৬ | +১.০ | ||
জামায়াতে ইসলামী | মোঃ হাতিমুর রহমান | ৬,৯৪০ | ৬.৪ | +১.০ | ||
জাকের পার্টি | নুরুল আমিন | ২৭৪ | ০.৩ | প্র/না | ||
গণফোরাম | সৈয়দ কবির আহমেদ | ২৪৮ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১,৭৯৫ | ১.৬ | -৩.৬ | |||
ভোটার উপস্থিতি | ১,০৯,১৮৬ | ৭১.১ | +১৪.৯ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
সাধারণ নির্বাচন ১৯৯১: সুনামগঞ্জ-৪[৯] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | আবদুস জহুর মিয়া | ৩০,৬৪৯ | ৩৩.১ | ||
বিএনপি | দেওয়ান সামসুল আবেদিন | ২৫,৮৬৫ | ২৭.৯ | ||
জাতীয় পার্টি | ইকবাল হোসাইন চৌধুরী | ২৫,৫৫৫ | ২৭.৬ | ||
জামায়াতে ইসলামী | সাজিদুর রহমান | ৫,০২৪ | ৫.৪ | ||
স্বতন্ত্র | মশিউর রহমান | ৩,৮৩৬ | ৪.১ | ||
জাসদ (রব) | শাহেদ চৌধুরী | ৬৩৫ | ০.৭ | ||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাহবুব) | বিনোদ রঞ্জন তালুকদার | ৫১৩ | ০.৬ | ||
ফ্রিডম পার্টি | এ বাবলু রিবোরা | ৫১০ | ০.৬ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪,৭৮৪ | ৫.২ | |||
ভোটার উপস্থিতি | ৯২,৫৮৭ | ৫৬.২ | |||
থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সুনামগঞ্জ-৪ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ ক খ "নারী মনোনয়নপ্রত্যাশী বেশি"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০২।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে সুনামগঞ্জ-৪