সুনামগঞ্জ-৪

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

সুনামগঞ্জ-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সুনামগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২২৭নং আসন।

সুনামগঞ্জ-৪
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
সুনামগঞ্জ-৪.svg
জেলাসুনামগঞ্জ জেলা
বিভাগসিলেট বিভাগ
মোট ভোটার২,৮৮,৯৯৩ (২০১৮)[১]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
দলজাতীয় পার্টি (এরশাদ)
বর্তমান সাংসদপীর ফজলুর রহমান

সীমানাসম্পাদনা

সুনামগঞ্জ-৪ আসনটি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলাসুনামগঞ্জ সদর উপজেলা নিয়ে গঠিত।[২]

নির্বাচিত সাংসদসম্পাদনা

নির্বাচন সদস্য দল
১৯৮৬ ইকবাল হোসাইন চৌধুরী স্বতন্ত্র[৩][৪]
১৯৮৮ ইকবাল হোসাইন চৌধুরী স্বতন্ত্র[৪][৫]
১৯৯১ আবদুস জহুর মিয়া বাংলাদেশ আওয়ামী লীগ
ফেব্রুয়ারি ১৯৯৬ ফজলুল হক আসপিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ ফজলুল হক আছপিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০১ ফজলুল হক আছপিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ বেগম মমতাজ ইকবাল জাতীয় পার্টি (এরশাদ)
২০০৯ উপ-নির্বাচন মোঃ মতিউর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ পীর ফজলুর রহমান জাতীয় পার্টি (এরশাদ)
২০১৮ পীর ফজলুর রহমান জাতীয় পার্টি (এরশাদ)

নির্বাচনসম্পাদনা

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে পীর ফজলুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৬]

২০০০-এর দশকে নির্বাচনসম্পাদনা

২০০৯ সালের এপ্রিল মাসে মমতাজ ইকবাল মারা যান। ২০০৯ সালের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মো. মতিউর রহমান নির্বাচিত হন।

সাধারণ নির্বাচন ২০০৮: সুনামগঞ্জ-৪[৭][৮]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি বেগম মমতাজ ইকবাল ১,২৩,৮৮৩ ৬২.৭ প্র/না
বিএনপি ফজলুল হক আছপিয়া ৫৮,৯৬৪ ২৯.৯ -১৩.১
স্বতন্ত্র দেওয়ান সামসুল আবেদিন ৯,৭৬৪ ৪.৯ প্র/না
খেলাফত মজলিস মোহাম্মদ আজিজুল হক ৪,৩০৩ ২.২ প্র/না
স্বতন্ত্র নাজির হোসাইন ৫৫৮ ০.৩ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৬৪,৯১৯ ৩২.৯ +২৬.০
ভোটার উপস্থিতি ১,৯৭,৪৭২ ৮৫.৫ +১১.৫
বিএনপি থেকে জাতীয় পার্টি অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: সুনামগঞ্জ-৪[৯]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি ফজলুল হক আছপিয়া ৬১,৮০৭ ৪৩.০ +৯.৯
আওয়ামী লীগ দেওয়ান সামসুল আবেদিন ৫১,৮৬৪ ৩৬.১ +৪.৬
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট মমতাজ ইকবাল চোধুরী ৩০,১৬০ ২১.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৯,৯৪৩ ৬.৯ +৫.৩
ভোটার উপস্থিতি ১,৪৩,৮৩১ ৭৪.০ +২.৯
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচনসম্পাদনা

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: সুনামগঞ্জ-৪[৯]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি ফজলুল হক আছপিয়া ৩৬,১৫৫ ৩৩.১ +৫.২
আওয়ামী লীগ আবদুস জহুর মিয়া ৩৪,৩৬০ ৩১.৫ +৩.৯
জাতীয় পার্টি ইকবাল হোসাইন চৌধুরী ৩১,২০৯ ২৮.৬ +১.০
জামায়াতে ইসলামী মোঃ হাতিমুর রহমান ৬,৯৪০ ৬.৪ +১.০
জাকের পার্টি নুরুল আমিন ২৭৪ ০.৩ প্র/না
গণফোরাম সৈয়দ কবির আহমেদ ২৪৮ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১,৭৯৫ ১.৬ -৩.৬
ভোটার উপস্থিতি ১,০৯,১৮৬ ৭১.১ +১৪.৯
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: সুনামগঞ্জ-৪[৯]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আবদুস জহুর মিয়া ৩০,৬৪৯ ৩৩.১
বিএনপি দেওয়ান সামসুল আবেদিন ২৫,৮৬৫ ২৭.৯
জাতীয় পার্টি ইকবাল হোসাইন চৌধুরী ২৫,৫৫৫ ২৭.৬
জামায়াতে ইসলামী সাজিদুর রহমান ৫,০২৪ ৫.৪
স্বতন্ত্র মশিউর রহমান ৩,৮৩৬ ৪.১
জাসদ (রব) শাহেদ চৌধুরী ৬৩৫ ০.৭
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাহবুব) বিনোদ রঞ্জন তালুকদার ৫১৩ ০.৬
ফ্রিডম পার্টি এ বাবলু রিবোরা ৫১০ ০.৬
সংখ্যাগরিষ্ঠতা ৪,৭৮৪ ৫.২
ভোটার উপস্থিতি ৯২,৫৮৭ ৫৬.২
থেকে আওয়ামী লীগ অর্জন করে

তথ্যসূত্রসম্পাদনা

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  4. "নারী মনোনয়নপ্রত্যাশী বেশি"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০২ 
  5. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  7. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  8. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  9. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগসম্পাদনা