বেগম মমতাজ ইকবাল
বেগম মমতাজ ইকবাল (অজানা- মৃত্যু: ২০০৯) মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনীতিবিদ। সুনামগঞ্জ-৪ (বিশ্বম্ভরপুর-সদর) আসনের সাবেক সাংসদ। তিনি জাতীয় পার্টির হয়ে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য।[১][২][৩]
বেগম মমতাজ ইকবাল | |
---|---|
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১ম বার | |
কাজের মেয়াদ ২০০৮ – ২০০৯ | |
পূর্বসূরী | ফজলুল হক আছপিয়া |
উত্তরসূরী | মোঃ মতিউর রহমান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | সুনামগঞ্জ |
মৃত্যু | ১৭ এপ্রিল ২০০৯ সুনামগঞ্জ |
রাজনৈতিক দল | জাতীয় পার্টি (এরশাদ) |
দাম্পত্য সঙ্গী | ইকবাল হোসাইন চৌধুরী |
সন্তান | ইনান ইসমাম চৌধুরী
ইমিতা চৌধুরী ইপশিতা চৌধুরী |
জন্ম ও প্রাথমিক জীবন
সম্পাদনাবেগম মমতাজ ইকবাল সুনামগঞ্জের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক ও কর্মজীবন
সম্পাদনাবেগম মমতাজ ইকবাল জাতীয় পার্টির রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক। তিনি জাতীয় পার্টির হয়ে সুনামগঞ্জ-৪ (বিশ্বম্ভরপুর-সদর) আসনে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য।[১][৪][৪]
পারিবারিক জীবন
সম্পাদনাবেগম মমতাজ ইকবালের স্বামী ইকবাল হোসাইন চৌধুরী সাবেক সামরিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী। সুনামগঞ্জ-৪ (বিশ্বম্ভরপুর-সদর) আসনের সাবেক সাংসদ। তিনি (ইকবাল হোসাইন চৌধুর)) দুবার স্বতন্ত্র ও দুবার জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাদের তিন সন্তান। একমাত্র ছেলে ইনান ইসমাম চৌধুরী রাজনীতির সাথে সম্পৃক্ত। ব্যারিষ্টার ইমিতা চৌধুরী,কানাডা প্রবাসী। ইপশিতা চৌধুরী চ্যাটার্ড একাউন্টেন্ড।[৪]
মৃত্যু
সম্পাদনাবেগম মমতাজ ইকবাল সংসদ সদস্য থাকা অবস্থায় ১৭ এপ্রিল ২০০৯ সালে মারা যান। [৩]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "বেগম মমতাজ ইকবাল"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০২।
- ↑ "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০২।
- ↑ ক খ "নারী মনোনয়নপ্রত্যাশী বেশি"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০২।
- ↑ ক খ গ "সুনামগঞ্জে আওয়ামী লীগের দুর্গে হানা দিতে চায় বিএনপি নেতৃত্বাধীন জোট | সারাদেশ | The Daily Ittefaq"। archive1.ittefaq.com.bd। ২০১৯-১১-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০২।