দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন

বাংলাদেশী রাজনীতিবিদ

দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন (জন্ম: ১ অক্টোবর ১৯৬২) বাংলাদেশি রাজনীতিবিদ, চিকিৎসক ও লেখক। তিনি তৎকালীন ঢাকা-১২ আসনের সাবেক সংসদ সদস্য[১][২][৩]

ডাক্তার
দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন
ঢাকা-১২ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১২ জুন ১৯৯৬ – ২৭ অক্টোবর ২০০৬
পূর্বসূরীমোঃ নিয়ামত উল্লাহ
উত্তরসূরীতালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ
ব্যক্তিগত বিবরণ
জন্মদেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু
(1962-10-01) ১ অক্টোবর ১৯৬২ (বয়স ৬১)
জিরাবো গ্রাম, ইয়ারপুর, সাভার, ঢাকা
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
দাম্পত্য সঙ্গীসাবিনা সিদ্দিকা রিতা
সন্তান২ ছেলে
পিতামাতা
প্রাক্তন শিক্ষার্থী
ডাকনামবাবু

জন্ম ও প্রাথমিক জীবন সম্পাদনা

সালাউদ্দিনের জন্ম ১ অক্টোবর ১৯৬২ সালে ঢাকার সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো গ্রামে। পিতা বাবা দেওয়ান মোঃ ইদ্রিস এবং মাতা সালেহা ইদ্রিস ছয় সন্তানের মধ্যে সালাউদ্দিন দ্বিতীয়।[৩]

তিনি ১৯৭৪ সালে মোমেনশাহী ক্যাডেট কলেজে (বর্তমান নাম- মির্জাপুর ক্যাডেট কলেজ) ৭ম শ্রেণিতে ভর্তি হয়ে ১৯৭৮ সালে এসএসসি এবং ১৯৮০ সালে এইচএসসি পাশ করেন। ১৯৮১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হয়ে ১৯৮৭ সালে এমবিবিএস পাশ করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজে তিনি এক বছরের ইন্টার্নশীপ করেন।[৩]

কর্মজীবন সম্পাদনা

দেওয়ান মোঃ সালাউদ্দিন ১৯৯১ সালে দশম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১১ ডিসেম্বর ১৯৯১ কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৯৩ সালের মার্চ মাসে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি হয়ে আসেন। ১ জানুয়ারি ১৯৯৬ সালে তিনি সরকারি চাকুরি হতে স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণ করেন।[৩]

তিনি ১৯৯৩ সালে সাভারের আশুলিয়া থানার অন্তর্গত শ্রীখণ্ডিয়া গ্রামে মায়ের নামে ‘সালেহা ইদ্রিস প্রাথমিক বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিণত হয়। ১৯৯৬ সালে তিনি আশুলিয়ার নিজ গ্রামে বাবার নামে ‘জিরাবো দেওয়ান ইদ্রিস কলেজ’ (এমপিওভুক্ত) প্রতিষ্ঠা করেন। ২০০৩ সালে সাভার পৌরসভাতে ‘দেওয়ান ইদ্রিস ‘ল’ কলেজ’ (সরকার কর্তৃক অনুমোদন প্রাপ্ত) প্রতিষ্ঠা করেন। ২০০৬ সালে আশুলিয়া থানার অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রামে প্রতিষ্ঠা করেন ‘নিশ্চিন্তপুর দেওয়ান ইদ্রিস উচ্চ বিদ্যালয়’ (এমপিওভুক্ত)।[৩]

রাজনৈতিক জীবন সম্পাদনা

দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ১৯৯০ সালে রাজনীতিতে যুক্ত হন। ১৯৯৩ সালে তিনি সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন বিএনপি এবং ২০১১ সালে আশুলিয়া থানা বিএনপির সভাপতি হন। ২৯ আগস্ট ২০১৬ সাল থেকে ১৫ নভেম্বর ২০২২ সাল পর্যন্ত তিনি ঢাকা জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[৩]

তিনি ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম ও ১ অক্টোবর ২০০১ সালেরব অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে তৎকালীন ঢাকা-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][২][৩]

২০০৮ সালের নবম এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়নে ঢাকা-১৯ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন তিনি।[৪]

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পারিবারিক জীবন সম্পাদনা

সালাউদ্দিন ১৬ ফেব্রুয়ারি ১৯৯২ সালে সাবিনা সিদ্দিকা রিতাকে বিয়ে করেন। রিতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক এডমিনিস্ট্রেশনে স্নাতক (সম্মান) ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এই দম্পতীর দুই সন্তান দেওয়ান ইদ্রিস শেহরান আনান ও দেওয়ান ইদ্রিস মেহরান আফনান।[৩]

সাহিত্য চর্চা সম্পাদনা

দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বিভিন্ন বিষয়শয়ে প্রায় ১৫টি গ্রন্থ রচনা করেছেন। তার উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে:

  • আমার জেল আমার ঘর (২০১৮)
  • জেলখানার ভেতর বাহির (২০১৯)
  • জেল জীবনের কথা (২০২০)
  • আলো আধাঁরের জেলখানা (২০২০)
  • আমার জেল আমার ঘর (২০২০)
  • স্মৃতিতে আমেরিকা (২০২০)
  • সাগর পাড়ে দ্বীপ শহরে (২০২০)
  • বাবার ছায়ায় বেড়ে ওঠা (২০২১)[৩]
  • এক জীবনে আমি (২০২১)
  • আবারও আমেরিকায় (২০২২)
  • দেশে দেশে ভ্রমণ শেষে (২০২৩)
  • রাজনীতির মাঠে ঘাটে (২০২৩)
  • বাংলাদেশের প্রাণ- জিয়া খালেদা জিয়া তারেক রহমান (২০২৩)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. দেওয়ান সালাউদ্দিন বাবু (২০২১)। বাবার ছায়ায় বেড়ে ওঠাবাংলাদেশ: প্রকৃতি। পৃষ্ঠা ২৬৪। আইএসবিএন 9789844440401 
  4. "দেওয়ান মো. সালাউদ্দিন, বিএনপি (ধানের শীষ)"দৈনিক প্রথম আলো। ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৩