ময়মনসিংহ-৩

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

ময়মনসিংহ-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৪৮ নং আসন।

ময়মনসিংহ-৩
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাময়মনসিংহ জেলা
বিভাগময়মনসিংহ বিভাগ
মোট ভোটার
  • ২,৭৬,০৪৪ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ১,৩৯,২১৭
  • নারী ভোটার: ১,৩৬,৮২৭
  • হিজড়া ভোটার: ০
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩

সীমানা

সম্পাদনা

(১৪৮) ময়মনসিংহ-৩ আসনটি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা নিয়ে গঠিত।[]

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সদস্য দল
১৯৭৩ নুরুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৭৯ এএফএম নাজমুল হুদা বাংলাদেশ জাতীয়তাবাদী দল[]
১৯৮৬ নুরুল আমিন খান পাঠান জাতীয় পার্টি[]
১৯৮৮ নুরুল আমিন খান পাঠান জাতীয় পার্টি[]
১৯৯১ নজরুল ইসলাম সরকার বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৯২ উপ-নির্বাচন রওশন আরা নজরুল বাংলাদেশ আওয়ামী লীগ[]
ফেব্রুয়ারি ১৯৯৬ এএফএম নাজমুল হুদা বাংলাদেশ জাতীয়তাবাদী দল[]
জুন ১৯৯৬ এএফএম নাজমুল হুদা বাংলাদেশ জাতীয়তাবাদী দল[]
২০০১ মজিবুর রহমান ফকির বাংলাদেশ আওয়ামী লীগ[১০]
২০০৮ মজিবুর রহমান ফকির বাংলাদেশ আওয়ামী লীগ[১১]
২০১৪ মজিবুর রহমান ফকির বাংলাদেশ আওয়ামী লীগ[১২]
২০১৬ উপ-নির্বাচন নাজিম উদ্দিন আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ নাজিম উদ্দিন আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ[১৩]
২০২৪ নিলুফার আনজুম পপি বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

সম্পাদনা

২০২০-এর দশকে নির্বাচন

সম্পাদনা

৭ই জানুয়ারি ২০২৪-এ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে অনিয়ম ও ভোটকেন্দ্রে হামলার অভিযোগে এ আসনের একটি কেন্দ্রের নির্বাচন স্থগিত রাখা হয়। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে আসন ব্যবধান কম হওয়ার কারণে ১৩ জানুয়ারি পূণরায় ভোটগ্রহণের দিন ধার্য্য করা হয়।[১৪]

২০১০-এর দশকে নির্বাচন

সম্পাদনা

২০১৬ সালের মে মাসে মজিবুর রহমান ফকিরের মৃত্যু হয়। বাংলাদেশ আওয়ামী লীগের নাজিম উদ্দিন আহমেদ নির্বাচিত হন।[১৫]

সাধারণ নির্বাচন ২০১৪: ময়মনসিংহ-৩[১৬]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মজিবুর রহমান ফকির ৪৩,৬৭৩ ৭৪.৩ +৬.৩
স্বতন্ত্র নাজনীন আলম ১৫,১২৩ ২৫.৭ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২৮,৫৫০ ৪৮.৬ +১০.০
ভোটার উপস্থিতি ৫৮,৭৯৬ ২৮.৭ −৯.৯
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

২০০০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০০৮: ময়মনসিংহ-৩[১৭][১৮]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মজিবুর রহমান ফকির ১,৭৭,২৮০ ৬৮.০ +২৮.৬
বিএনপি এম ইকবাল হোসেন ৭৬,৫১৭ ২৯.৩ -৫.৪
জাকের পার্টি গোলাম মোহাম্মদ ৩,১৯২ ১.২ প্র/না
ন্যাপ মোঃ আবদুল মতিন ৩,১৬৭ ১.২ প্র/না
কেএসজেএল মোঃ মতিউর রহমান ৪৭৭ ০.২ প্র/না
গণফোরাম মোঃ রজব আলী ২৫৫ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১,০০,৭৬৩ ৩৮.৬ +৩৩.৯
ভোটার উপস্থিতি ২,৬০,৮৮৮ ৮৪.৫ +১০.৯
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ২০০১: ময়মনসিংহ-৩[১৯]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মজিবুর রহমান ফকির ৫০,৬৩২ ৩৯.৪ +৯.৭
বিএনপি এএফএম নাজমুল হুদা ৪৪,৬০৩ ৩৪.৭ -০.৬
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট আব্দুল মান্নান ৩৩,২৬৩ ২৫.৯ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৬,০২৯ ৪.৭ −০.৮
ভোটার উপস্থিতি ১,২৮,৪৯৮ ৭৩.৬ +৩.৩
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: ময়মনসিংহ-৩[১৯]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি এএফএম নাজমুল হুদা ৩৪,৪৯৩ ৩৫.৩
আওয়ামী লীগ মজিবুর রহমান ফকির ২৯,০৭৩ ২৯.৭
জাতীয় পার্টি নুরুল আমিন খান পাঠান ২৭,৫৪৬ ২৮.২
জামায়াতে ইসলামী সৈয়দ গোলাম সারওয়ার ৫,৮৩৫ ৬.০
জাকের পার্টি আমিনুল হুদা মোহাম্মাদ আবেদ ৭৮০ ০.৮
সংখ্যাগরিষ্ঠতা ৫,৪২০ ৫.৫
ভোটার উপস্থিতি ৯৭,৭২৭ ৭০.৩
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে

নজরুল ইসলাম সাংসদ থাকা অবস্থায় মারা যান। অক্টোবর ১৯৯২ সালের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ আর. বেগম নির্বাচিত হন।[২০][২১]

সাধারণ নির্বাচন ১৯৯১: ময়মনসিংহ-৩[১৯]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ নজরুল ইসলাম ২৮,০৯২ ৩২.৭
জাতীয় পার্টি নুরুল আমিন খান পাঠান ২৪,২৩৯ ২৮.২
বিএনপি মোঃ নাজমুল হুদা ১৮,১২৭ ২১.১
জাসদ মোঃ ফয়জুর রহমান ফকির ৫,৪২৫ ৬.৩
জামায়াতে ইসলামী সৈয়দ গোলাম সরওয়ার ৩,০৬২ ৩.৬
বাকশাল আব্দুল মান্নান ২,৯৯২ ৩.৫
বাংলাদেশ জনতা পার্টি রহিম উদ্দিন ১,৯৫৬ ২.৩
জাকের পার্টি আমির উদ্দিন ১,৫০৮ ১.৮
জাসদ (রব) হাসিব ৪১৩ ০.৫
সংখ্যাগরিষ্ঠতা ৩,৮৫৩ ৪.৫
ভোটার উপস্থিতি ৮৫,৮১৪ ৪৯.৯
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ময়মনসিংহ-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৮ 
  7. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  8. "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  9. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  10. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  11. "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১০ 
  12. "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২০১৯-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১২ 
  13. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  14. প্রতিবেদক, নিজস্ব (২০২৪-০১-০৬)। "ময়মনসিংহ-৩: স্থগিত কেন্দ্রের ভোট ১৩ জানুয়ারি"bdnews24। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৯ 
  15. "ময়মনসিংহের দুটি উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী"দৈনিক ভোরের কাগজ। ১৯ জুলাই ২০১৬। ২৫ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৮ 
  16. "Mymensingh-3"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ২৪ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  17. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  18. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  19. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 
  20. হাকিম, মুহাম্মদ এ. (আগস্ট ১৯৯৪)। "The Mirpur Parliamentary by-Election in Bangladesh"। এশিয়ান সার্ভে (ইংরেজি ভাষায়)। ৩৪ (৮): ৭৪১। জেস্টোর 2645261 
  21. আখতার, মুহাম্মদ ইয়াহিয়া (২০০১)। Electoral Corruption in Bangladesh [বাংলাদেশে নির্বাচনী দুর্নীতি] (ইংরেজি ভাষায়)। আশগেট। পৃষ্ঠা ২৪৩। আইএসবিএন 0-7546-1628-2 
উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "১৯৮৮ফলাফল" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।

বহিঃসংযোগ

সম্পাদনা