মজিবুর রহমান ফকির

বাংলাদেশী রাজনীতিবিদ
মজিবুর রহমান ফকির
সাবেক প্রতিমন্ত্রী -স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
কাজের মেয়াদ
২০০৯ – ২০১৪ মেয়াদে
ময়মনসিংহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য
কাজের মেয়াদ
২০০১ – ২০১৬
পূর্বসূরীএএফএম নাজমুল হুদা
উত্তরসূরীনাজিম উদ্দিন আহমেদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম৭ জানুয়ারি ১৯৪৭
কলতাপাড়া, গৌরীপুর, ময়মনসিংহ
মৃত্যু২ মে ২০১৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল
নাগরিকত্বব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
সামরিক পরিষেবা
আনুগত্য বাংলাদেশ
শাখা বাংলাদেশ সেনাবাহিনী
পদ ক্যাপ্টেন
ইউনিটমেডিকেল কোর
ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির (৭ জানুয়ারি ১৯৪৭ - ২ মে ২০১৬) বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী[১] তিনি মৃত্যুর আগ পর্যন্ত ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য ছিলেন।[২]

জন্ম ও প্রাথমিক জীবন সম্পাদনা

মজিবুর রহমান ফকির ৭ জানুয়ারি ১৯৪৭ সালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোজাফফর আলী। তিনি ১৯৭০ সালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে স্নাতক হন। তারপর বাংলাদেশ সেনাবাহিনীতে মেডিকেল কোরে যোগ দেন। ১৯৮১ সালে সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ময়মনসিংহ শহরের নাসিমা নার্সিংহোমের প্রতিষ্ঠাতা। [৩]

রাজনৈতিক ও কর্মজীবন সম্পাদনা

সামরিক বাহিনীতে থাকা অবস্থায় তিনি ১৯৭৪ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ডেপুটেশনে মালয়েশিয়ায় ছিলেন। তিনি একাধারে প্রায় দুই যুগ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১, ২০০৬, ২০০৮ সালে তিনি ১৪৮-ময়মনসিংহ-৩ আসনে সংসদসদস্য নির্বাচিত হন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ( ২০০১) জয়ী হওয়ার পর তিনি বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯-২০১৪ মেয়াদে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বপালন করেন।[৪]

মৃত্যু সম্পাদনা

মজিবুর রহমান ফকির ২ মে ২০১৬ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। তিনি স্ত্রী, ৩ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদপ্রধানমন্ত্রী শেখ হাসিনা[৩]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "By-elections to vacant Mymensingh seats on Jul 18"bdnews24.com। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৬ 
  2. "Awami League's Jewel Areng, Nazim Uddin win Mymensingh constituencies in by-elections"bdnews24.com। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৬ 
  3. "Mujibur Rahman Fakir passes away"thedailystar.net। ২ মে ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৬ 
  4. "Former state minister for health Mujibur Rahman Fakir MP passes away"bdnews24.com। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৬ 

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন।