নিলুফার আনজুম পপি

বাংলাদেশী রাজনীতিবিদ

নিলুফার আনজুম পপি একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি ময়মনসিংহ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য[১]

নিলুফার আনজুম পপি
সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৩ জানুয়ারি ২০২৪
পূর্বসূরীনাজিম উদ্দিন আহমেদ
সংসদীয় দলবাংলাদেশ আওয়ামী লীগ
সংসদীয় এলাকাময়মনসিংহ-৩
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
দাম্পত্য সঙ্গীমাহবুবুল হক শাকিল
সন্তান১ জন (কন্যা)

প্রারম্ভিক জীবন ও শিক্ষা সম্পাদনা

নিলুফার আনজুম পপির জন্ম ও বেড়ে ওঠা গৌরীপুরের পাটবাজারে। তার পিতা মুক্তিযোদ্ধা মো. আবুল হাসিম ছিলেন ২নং গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান, গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদ ও গৌরীপুর উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি। মাতা বিলকিস বেগম পেশায় শিক্ষক ছিলেন।

গৌরীপুর বালিকা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন পপি। এরপর ইডেন মহিলা কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করে ধানমন্ডি ল' কলেজ থেকে আইনবিষয়ে স্নাতক সম্পন্ন করেন।

রাজনৈতিক জীবন সম্পাদনা

নিলুফার আনজুম পপি গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আছেন।[২]

৭ জানুয়ারি ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ময়মনসিংহ-৩ আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন। তবে ঐ আসনে এক কেন্দ্রের অনিয়মের কারণে পুরো আসনের ফলাফল স্থগিত করা হয়।[৩] ১৩ জানুয়ারি ঐ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ করা হয় ও সেদিন রাতে ফলাফল প্রকাশ করা হয়।[২]

নিলুফার আনজুম পপি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি উপকমিটিতে সদস্য ছিলেন। এরপর নয় বছর ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে, ২০২২ সালের ত্রিবার্ষিক সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরীপুর উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হন।[২]

ব্যক্তিগত ও পারিবারিক জীবন সম্পাদনা

নিলুফার আনজুম পপি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের স্ত্রী।[৪] এই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে।[৫]

পপির স্বামী, মাহবুবুল হক শাকিল ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। এর আগে তিনি বিশেষ সহকারী (মিডিয়া) ও উপ প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। তার শ্বশুর, এডভোকেট জহিরুল হক খোকা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি, এবং বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ময়মনসিংহের ১১ আসনে বিজয়ী যারা"banglanews24.com। ২০২৪-০১-০৮। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৮ 
  2. "ময়মনসিংহ-৩: স্থগিত কেন্দ্রের ভোটে নৌকার পপি জয়ী"bdnews24.com। ময়মনসিংহ। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৪ 
  3. "এক কেন্দ্রের অনিয়মে আটকে গেল ময়মনসিংহ-৩ পুরো আসনের ফল"বাংলাদেশ প্রতিদিন। ২০২৪-০১-০৮। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৮ 
  4. "মনোনয়ন পেলেন মাহবুবুল হক শাকিলের স্ত্রী"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১৪ 
  5. "মৃত্যুর পর প্রকাশিত হল কবি মাহবুবুল হক তৃতীয় কাব্যগ্রন্থ"আনন্দবাজার পত্রিকা। ০৬ ফেব্রুয়ারি ২০১৭।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  6. "আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে যারা"। ২৪ ডিসেম্বর ২০২২।