দি ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতে দৈনিক ব্রডশিট পত্রিকা

দ‌্য ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতের একটি দৈনিক ইংরেজি সংবাদপত্র। ১৯৩১ সালে চেন্নাইয়ের পি. বরদারাজুলু নাইডু এই সংবাদপত্রটি প্রথম প্রকাশ করেন। ১৯৯১ সাল পর্যন্ত এই সংবাদপত্রের মালিক ছিলেন রামনাথ গোয়েঙ্কা। ১৯৯১ সালের রামনাথ গোয়েঙ্কার মৃত্যুর পর ১৯৯৯ সালে গোয়েঙ্কাদের পারিবারিক বিবাদের ফলে এই পত্রিকার মালিকানা দ্বিধাবিভক্ত হয়ে যায়। গোষ্ঠীর একটি অংশ দক্ষিণ ভারত থেকে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস চালু করেন; অন্যদিকে উত্তর ভারতের সংস্করণটি মুম্বই থেকে প্রকাশিত হতে শুরু করে। এই সংস্করণটির নাম হয় "দ‌্য ইন্ডিয়ান এক্সপ্রেস"। ভারতের প্রত্যেকটি প্রধান শহর থেকে এই পত্রিকার সংস্করণ প্রকাশিত হয়। বর্তমানে এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ তথা সারা বিশ্বে প্রচারিত সংবাদপত্র।[][]

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
দ‌্য ইন্ডিয়ান এক্সপ্রেস
৪ অগস্ট, ২০০৯ তারিখের প্রচ্ছদপৃষ্ঠা
ধরনদৈনিক সংবাদপত্র
ফরম্যাটবারলাইনার
মালিকইন্ডিয়ান এক্সপ্রেস গোষ্ঠী
প্রকাশকইন্ডিয়ান এক্সপ্রেস গোষ্ঠী
প্রধান সম্পাদকশেখর গুপ্ত
প্রতিষ্ঠাকাল১৯৩১
ভাষাইংরেজি
সদর দপ্তর৯,১০ বাহাদুর শাহ জাফর মার্গ
নতুন দিল্লি, দিল্লি ১১০০০২
ভারত
ওয়েবসাইটIndianExpress.com

দ‌্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাটির মালিক ইন্ডিয়ান এক্সপ্রেস গোষ্ঠী। এই গোষ্ঠীর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর হলেন বিবেক গোয়েঙ্কা। গোষ্ঠীর অন্য একটি উল্লেখযোগ্য সংবাদপত্র হল দ্য ফাইনানসিয়াল এক্সপ্রেস যেটি মূলত ভারতের অর্থনীতি ও শেয়ারবাজার কেন্দ্রিক সংবাদপত্র। অন্যান্য প্রকাশনার মধ্যে স্ক্রিন নামে একটি সাপ্তাহিক বিনোদনমূলক পত্রিকা, মারাঠি দৈনিক লোকসত্তাহিন্দি দৈনিক জনসত্তা উল্লেখযোগ্য।

দ‌্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার আটটি সংস্করণ প্রকাশিত হয় – দিল্লি, মুম্বই, পুনে, কলকাতা, লুধিয়ানা, চণ্ডীগড়, লখনউআহমদাবাদ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Duke University"। ১ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১০ 
  2. Mondotimes.com: Major media[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

সম্পাদনা