নরসিংদী-৫
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
নরসিংদী-৫ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি নরসিংদী জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২০৩নং আসন। ৩১ জানুয়ারি, ২০১৮ তারিখের হালনাগাদকৃত ভোটার তালিকা অনুযায়ী নরসিংদী-৫ (রায়পুরা) আসনের ভোটার ৩,৭১,৪৪০ জন।
নরসিংদী-৫ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | নরসিংদী জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনানরসিংদী-৫ আসনটি নরসিংদী জেলার রায়পুরা উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে রাজিউদ্দিন আহমেদ রাজু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০০৮: নরসিংদী-৫[৬][৭] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | রাজিউদ্দিন আহমেদ রাজু | ১,৪২,৪১৬ | ৬৪.০ | +১০.৯ | |
বিএনপি | জামাল আহমেদ চৌধুরী | ৭৭,৫৪৯ | ৩৪.৮ | -১০.৩ | |
স্বতন্ত্র | মোঃ শহীদুল ইসলাম | ১,৬৭৪ | ০.৮ | প্র/না | |
গণফোরাম | ফরিদা ইয়াসমিন | ৬৯৪ | ০.৩ | প্র/না | |
ন্যাপ | ওমর ফারুক | ২০৫ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৬৪,৮৬৭ | ২৯.১ | +২১.১ | ||
ভোটার উপস্থিতি | ২,২২,৫৩৮ | ৮৮.৯ | +১২.৮ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
সাধারণ নির্বাচন ২০০১: নরসিংদী-৫[৮] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | রাজিউদ্দিন আহমেদ রাজু | ১,১৭,০৯৬ | ৫৩.১ | +৮.১ | |
বিএনপি | আবদুল আলী মৃধা | ৯৯,৫০৯ | ৪৫.১ | +৮.৩ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোঃ হোসেন ভূঁইয়া | ৩,৩২৭ | ১.৫ | প্র/না | |
কমিউনিস্ট পার্টি | মোঃ আমিনুল হক | ৭৯০ | ০.৪ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১৭,৫৮৭ | ৮.০ | -০.২ | ||
ভোটার উপস্থিতি | ২,২০,৭২২ | ৭৬.১ | -০.৪ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন জুন ১৯৯৬: নরসিংদী-৫[৮] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | রাজিউদ্দিন আহমেদ রাজু | ৭৫,৬৭২ | ৪৫.০ | +২২.৫ | ||
বিএনপি | আবদুল আলী মৃধা | ৬১,৮৬২ | ৩৬.৮ | +১৩.৭ | ||
জাতীয় পার্টি | মাঈন উদ্দিন ভূঁইয়া | ২১,৭৫৯ | ১২.৯ | +১২.৩ | ||
জামায়াতে ইসলামী | মোঃ সুলাইমান মৃধা | ৩,৬৪৫ | ২.২ | প্র/না | ||
ইসলামী ঐক্য জোট | মোঃ আমিনুর রহমান | ৩,১৪২ | ১.৯ | প্র/না | ||
জাকের পার্টি | সরকার তমিজ উদ্দিন আহমেদ | ৭৮৪ | ০.৫ | -১.০ | ||
ফ্রিডম পার্টি | ইব্রাহিম মৃধা | ৪৫৪ | ০.৩ | প্র/না | ||
স্বতন্ত্র | আসাদুল হক খসরু | ৩৯৮ | ০.২ | +৫.০ | ||
বিকেএ | আবুল কাশেম কাসেমী | ২৫৬ | ০.২ | প্র/না | ||
গণতন্ত্রী পার্টি | এ কে এম শহীদুল ইসলাম | ১৯৩ | ০.১ | -১৬.৪ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৩,৮২০ | ৮.২ | +৭.৬ | |||
ভোটার উপস্থিতি | ১,৬৮,১৬৫ | ৭৬.৫ | +১৮.৬ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
সাধারণ নির্বাচন ১৯৯১: নরসিংদী-৫[৮] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | আবদুল আলী মৃধা | ৩৭,৩৬০ | ২৩.১ | |||
আওয়ামী লীগ | রাজিউদ্দিন আহমেদ রাজু | ৩৬,৪৫৫ | ২২.৫ | |||
স্বতন্ত্র | এ বাসেদ চৌধুরী | ২৯,৯৫৬ | ১৮.৫ | |||
গণতন্ত্রী পার্টি | ফজলুল হক খোন্দকার | ২৬,৭৫৮ | ১৬.৫ | |||
স্বতন্ত্র | মাঈন উদ্দিন ভূঁইয়া | ১৪,৬৪২ | ৯.০ | |||
স্বতন্ত্র | আসাদুল হক খসরু | ৮,৩৯০ | ৫.২ | |||
স্বতন্ত্র | এ মোমেন ভূঁইয়া | ৪,৫০৮ | ২.৮ | |||
জাকের পার্টি | মতিউর রহমান | ২,৪৭৬ | ১.৫ | |||
জাতীয় পার্টি | এ হাই ফরাজি | ১,০১৯ | ০.৬ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (ইউসুফ) | রেজাউল করিম | ৩২৮ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৯০৫ | ০.৬ | ||||
ভোটার উপস্থিতি | ১,৬১,৮৯২ | ৫৭.৯ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নরসিংদী-৫ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে নরসিংদী-৫