নরসিংদী জেলা
নরসিংদী জেলা বাংলাদেশের মধ্যভাগের ঢাকা বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল।
নরসিংদী | |
---|---|
জেলা | |
![]() বাংলাদেশে নরসিংদী জেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৫৫′১২″ উত্তর ৯০°৪৩′৪৮″ পূর্ব / ২৩.৯২০০০° উত্তর ৯০.৭৩০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
আয়তন | |
• মোট | ১,১৪০.৭৯ বর্গকিমি (৪৪০.৪৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ১৮,৯৫,৯৮৪ |
• জনঘনত্ব | ১,৭০০/বর্গকিমি (৪,৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪২.০৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ১৬০০/১৬৩১ |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৬৮ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
ভৌগোলিক সীমানাসম্পাদনা
মেঘনা, শীতলক্ষ্যা, আড়িয়াল খাঁ ও পুরাতন ব্রহ্মপুত্র নদ তীর বিধৌত জেলা নরসিংদী। জেলাটির আয়তন ১,১১৪.২০ বর্গ কি:মি:। এ জেলাটি বাংলাদেশের মধ্য পূর্বাংশে অবস্থিত। এটি ২৩°৪৬’ হতে ২৪°১৪’ উত্তর অক্ষরেখা এবং ৯০°৩৫’ ও ৯০°৬০’ পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। এ জেলার উত্তরে কিশোরগঞ্জ জেলা, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা, দক্ষিণে নারায়ণগঞ্জ জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং পশ্চিমে গাজীপুর জেলা অবস্থিত।
ইতিহাসসম্পাদনা
পূর্বে এই অঞ্চলটি নরসিংহ নামক রাজার শাসনাধীন ছিল॥ধারণা করা হয়, পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে প্রাচীন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে রাজা নরসিংহ নরসিংহপুর নামে একটি ছোট নগর স্থাপন করেছিলেন।[২] নরসিংদী নামটি রাজা নরসিংহের নাম অনুসারে উৎপত্তি হয়েছে বলে মনে করেন ইতিহাসবিদরা। এক সময়ে নরসিংদী অঞ্চলটি মহেশ্বরদী পরগনার অর্ন্তভূক্ত ছিল। এ পরগনার জমিদার ছিলেন দেওয়ান ঈশা খাঁ। তারপরে জমিদার ছিলেন দেওয়ান শরীফ খাঁ ও আয়শা আক্তার খাতুন। জমিদারী প্রথা বিলুপ্তির পর একসময় নরসিংদী ছিল প্রশাসনিকভাবে ঢাকা জেলাধীন নারায়ণগঞ্জ মহকুমার একটি থানা। ১৯৭৭ সালে ঢাকা জেলার একটি মহকুমায় উন্নীত করা হয়। ১৯৮৪ সালে নরসিংদী সদর, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব এবং রায়পুরা এ ০৬ টি উপজেলা এবং নরসিংদী পৌরসভা নিয়ে নরসিংদীকে জেলা ঘোষণা করে সরকার।[২]
উপজেলা সমূহসম্পাদনা
জনসংখ্যার উপাত্তসম্পাদনা
জনসংখ্যা = ১৮,৯৫,৯৮৪ জন (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)।
প্রতি বর্গকিলোমিটারে লোকসংখ্যা= ১৭০০ জন
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসম্পাদনা
- সেরাজনগর এম.এ.পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
- দারুল উলূম দত্তপাড়া মাদ্রাসা নরসিংদী
- হাসনাবাদ উচ্চ বিদ্যালয়
- রায়পুরা মডেল কলেজ
- মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
- মনোহরদী ডিগ্রি কলেজ
- মডেল ক্যাডেট কেয়ার স্কুল
- শাহীন ক্যাডেট স্কুল
- ব্রাহ্মন্দী কে.কে.এম সরকারি উচ্চ বিদ্যালয়
- স্কলাস্টিকা মডেল কলেজ
- পাঁচদোনা স্যার কে.জি গুপ্ত উচ্চ বিদ্যালয়
- পলাশ থানা সদর মডেল উচ্চ বিদ্যালয়
- পারুলিয়া উচ্চ বিদ্যালয়
- পলাশ থানা সেন্ট্রাল কলেজ
- গুলেস্তা-হাফিজ মেমোরিয়াল ইনস্টিটিউট
- বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট
- মর্নিংসান ইন্টার ন্যাশনাল স্কুল এন্ড কলেজ কাশিপুর,মাধ্বদী
- সাটিরপাড়া কে কে ইন্সটিটিউশন
- ব্রাহ্মন্দী কে.কে.এম সরকারি উচ্চ বিদ্যালয়
- আবদুল কাদির মোল্লা সিটি কলেজ
- নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়
- আব্দুল কাদির মোল্লা ইন্টারন্যাশনাল স্কুল
- এন.কে.এম.হাইস্কুল এন্ড হোমস
- নরসিংদী সরকারি কলেজ
- জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা
- সরকারি শহিদ আসাদ কলেজ
- শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ
- রায়পুরা সরকারী কলেজ
- নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউট
- অরবিট ইন্সটিটিউট অব ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজি
- আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ
- নরসিংদী প্রেসিডেন্সি কলেজ
- নরসিংদী মডেল কলেজ
- পলাশ শিল্পাঞ্চল কলেজ
- শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ
- পলাশ ইসলামিয়া আলিম মাদ্রাসা
- পাঁচকান্দি ডিগ্রি কলেজ
- নারায়নপুর রাবেয়া মহাবিদ্যালয়
- নরসিংদী বিজ্ঞান কলেজ
- নরসিংদী পাবলিক কলেজ
- নরসিংদী আইডিয়াল কলেজ
- ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়
- জনতা আদর্শ বিদ্যাপীঠ
- চরসুবুদ্ধি ফাজিল ডিগ্রী মাদরাসা
- করিমগঞ্জ আলিম মাদরাসা
- ধুকুন্দি উচ্চ বিদ্যালয়
- ন্যাশনাল কলেজ অব এডুকেশন,নরসিংদী
- ১০৪নং গদাইরচর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মর্ণিংসান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ।
- মাধবদী এস পি(সতী প্রসন্ন) ইনস্টিটিউশন
- মাহমুদাবাদ রাজিউদ্দিন আহমেদ রাজু উচ্চ বিদ্যালয়
- বালাপুর এন.সি হাই স্কুল
- নরসিংদী পলিটেকনিক একাডেমি
- মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ভূইয়ম উচ্চ বিদ্যালয়
- লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়
- গড়বাড়ী এম এ রশীদ উচ্চ বিদ্যালয়
- সাতপাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নিলক্ষীয়া মডেল হাই স্কুল
চিকিৎসা ব্যবস্থাসম্পাদনা
- নরসিংদী সদর হাসপাতাল
- নরসিংদী জেলা হাসপাতাল
- লায়ন্স চক্ষু হাসপাতাল
- ডায়াবেটিক হাসপাতাল
- কলেজ হোমিও হল, নরসিংদী
- বারৈচা জেনারেল হাসপাতাল
- বারৈচা গ্রীন লাইফ হাসপাতাল
যোগাযোগ ব্যবস্থাসম্পাদনা
নরসিংদী জেলা হতে সারাদেশের সাথেই সড়ক ও নৌ পথে যোগাযোগ করা যায়।
- রেল স্টেশন- ০৮ টি (ঘোড়াশাল, জিনারদী, আমিরগঞ্জ, খানাবাড়ি, হাঁটুভাঙ্গা, মেথিকান্দা, শ্রীনিধি ও দৌলতকান্দি)
- নৌ যোগাযোগ - নরসিংদী লঞ্চ টার্মিনাল, পান্থশালা ফেরী ঘাট, রায়পুরা, সায়েদাবাদ ফেরী ঘাট
- সড়ক পথ - পাঁচদোনা, ভেলানগর, ইটাখোলা, বারৈচা, নারায়নপুর বাসস্ট্যান্ড হতে দেশের সকল জেলার সাথে সড়ক পথে যাতায়াতের সুবিধা রয়েছে।
অর্থনীতিসম্পাদনা
প্রাচীনকাল থেকেই নরসিংদী অর্থনীতিতে সমৃদ্ধশালী ছিল। তাঁত শিল্প এর প্রধান হাতিয়ার। নরসিংদীর, (মাধবদী) হলো কাপড় উৎপাদন করার মূল কেন্দ্র। মাধবদী এলাকার মানুষদের প্রথম ব্যবসা হলো কাপড় উৎপাদন করা। যেকোনো ধরনের কাপড় এখানে উৎপাদন করা হয়। এই এলাকায় প্রচুর পরিমাণে টেক্সটাইল মিল রয়েছে। এবং (বাবুরহাট) হলো বাংলাদেশের সর্ব বৃহৎ পাইকারি কাপড়ের বাজার। সমগ্র বাংলাদেশের মানুষ এখান থেকে পাইকারি কাপড় কিনে নিয়ে যায়। এবং অন্যান্য দেশে রপ্তানি করে থাকে।
কৃষিসম্পাদনা
বাংলাদেশের সামগ্রিক কৃষি ব্যবস্থায় নরসিংদী জেলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলার উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি সারাদেশে সরবরাহ করা হয়। নরসিংদী জেলার সবচেয়ে বিখ্যাত কৃষিপণ্য বা ফল হল কলা। এছাড়াও বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি লটকন উৎপাদিত হয় নরসিংদী জেলায়। এখানকার প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ কৃষক।
চিত্তাকর্ষক স্থান সমূহসম্পাদনা
- উয়ারী-বটেশ্বর - বেলাব উপজেলার অমলাব ইউনিয়ন;
- বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর - রায়পুরা উপজেলার রামনগর গ্রাম;
- সোনাইমুড়ি টেক - শিবপুর উপজেলা;
- ভাই গিরিশ চন্দ্র সেনের বাস্তুভিটা পাঁচদোনা বাজার সংলগ্ল বুড়ারহাট গ্রাম।
- আশরিনগর মিনি পার্ক -নরসিংদী রেল স্টেশনের সাথেই।
- ড্রীম হলিডে পার্ক- পাঁচদোনা
- বালাপুর জমিদার বাড়ি
- লক্ষণ সাহার জমিদার বাড়ি
- সিধেন সাহার জমিদার বাড়ি
- কুন্ডু সাহার জমিদার বাড়ি
- মনু মিয়ার জমিদার বাড়ি (ঘোড়াশাল জমিদার বাড়ি)
- ঘোড়াশাল দোতলা রেলওয়ে স্টেশন (যা বাংলাদেশের প্রথম দ্বিতলবিশিষ্ট রেলওয়ে স্টেশন)
- চরসিন্দুর ব্রিজ
- সাটিরপাড়া রায় চৌধুরী জমিদার বাড়ি
- মাধবদী গুপ্তরায় জমিদার বাড়ি
- আমিরগঞ্জ জমিদার বাড়ি
- রায়পুরা উপজেলার মাহমুদাবাদ গ্রামে অবস্থিত ব্রিটিশ শাসনামলের নীল চাষের নিদর্শন 'নীলকুঠি'।
- ওয়ান্ডার পার্ক, মরজাল, রায়পুরা[৩]
উল্লেখযোগ্য ব্যক্তিত্বসম্পাদনা
- আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিসি
- আনোয়ারুল আশরাফ খান
- লে. কর্নেল অবঃ নজরুল ইসলাম হিরু, বীরপ্রতীক সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী বাংলাদেশ সরকার ও বর্তমান সভাপতি নরসিংদী জেলা আওয়ামীলীগ।
- রাজিউদ্দিন আহমেদ রাজু, সংসদ সদস্য নরসিংদী-৫, সাবেক ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী
- সামসুদ্দীন আহমেদ এছাক
- বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
- কবি শামসুর রাহমান
- আফতাব উদ্দিন ভূঁইয়া
- ড. আলাউদ্দিন আল আজাদ - সাহিত্যিক
- ভাই গিরিশ চন্দ্র সেন - প্ররথম বাংলায় পবিত্র কুরআন এর অনুবাদক।
- সতীশচন্দ্র পাকড়াশী (১৮৯৩-৩০ ডিসেম্বর, ১৯৭৩) বাঙালী স্বাধীনতা সংগ্রামী ও সশস্ত্র বিপ্লবী।
- আপেল মাহমুদ
- নুরউদ্দীন খান
- প্রফেসর ড.রসিদ উদ্দিন আহমদ- উপমহাদেশের অন্যতম নিউরোসার্জন এবং বাংলাদেশের প্রথম নিউরোসার্জন।[তথ্যসূত্র প্রয়োজন] নরসিংদী,আমদিয়া ইউনিয়নের বেলাব গ্রাম। ২০১৬ ইংরেজি সনের মার্চের উনিশ তারিখ মৃত্যুবরণ করেন।
- অধ্যক্ষ আবদুল হামিদ এম.এসসি সাহেব (যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৩৬ সালে ব্রিটিশ-ভারতে বাঙ্গালী মুসলমানদের মধ্যে সর্বপ্রথম প্রথম শ্রেণী প্রাপ্ত হন। এবং অজপাড়া গায়ে তিনি স্কুল, কলেজ প্রতিষ্ঠা করেছিলেন।
- শামীম কবির - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক;
- শহীদ আসাদ- ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের নায়ক
- মোশাররফ হোসেন ভূঁইঞা
- এম এ মান্নান (অধ্যাপক)
- নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন
- আব্দুল মঈন খান
- আবদুল মোমেন খান
- কামাল হায়দার (রাজনীতিবিদ)
- আব্দুল মান্নান (শিক্ষক)
- রহিমা আখতার
- খায়রুল কবির খোকন
- সামসুল হুদা বাচ্চু
- আহমেদুল কবির
- রবিউল আলম কিরণ খাঁ
- সরদার শাখাওয়াত হোসেন বকুল
- এ এইচ এম আব্দুল হালিম
- মাঈন উদ্দিন ভূঁইয়া
- আসাদুল হক খসরু
- আবদুল আলী মৃধা
- মোহাম্মদ শহীদুল্লাহ (নরসিংদীর রাজনীতিবিদ)
- মুস্তাফা জামাল
- মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া
- শাহজাহান সাজু
- জহিরুল হক ভূঁইয়া মোহন
- রোকেয়া আহমেদ লাকী
- দেলোয়ার হোসেন খান
- তামান্না নুসরাত (বুবলী)
- সিরাজুল ইসলাম মোল্লা
- গাজী ফজলুর রহমান
- হরিপদ দত্ত
- সোমেন চন্দ
- হানিফ পাঠান
- মুহাম্মদ হাবিবুল্লা পাঠান
- গিয়াসউদ্দীন মিয়া, কৃষিবিদ
- ইমতিয়াজ আহমেদ নকীব, ফুটবলার
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। .gov.bd/node/97975 "এক নজরে নরসিংদী"
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪। এখানে তারিখের মান পরীক্ষা করুন:|তারিখ=
(সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ ক খ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৭।
- ↑ "নরসিংদীতে কীটনাশক বিক্রয় প্রতিনিধি যুবককে ছুড়িকাঘাত ও গুলি করে হত্যা"। ১২/১/২০২১। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগসম্পাদনা
উইকিভ্রমণে নরসিংদী জেলা সম্পর্কিত ভ্রমণ নির্দেশিকা রয়েছে। |
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |