শীতলক্ষ্যা নদী

বাংলাদেশের নদী

শীতলক্ষ্যা নদী বা লক্ষ্যা নদী বাংলাদেশের উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নরসিংদী, গাজীপুর, ঢাকা এবং নারায়ণগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১০৮ কিলোমিটার, গড় প্রস্থ ২২৮ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক শীতলক্ষ্যা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী নং ৫৫।[]

শীতলক্ষ্যা নদী
শীতলক্ষ্যা নদী, লক্ষ্যা নদী
নারায়ণগঞ্জের কাছে শীতলক্ষ্যা নদী
নারায়ণগঞ্জের কাছে শীতলক্ষ্যা নদী
নারায়ণগঞ্জের কাছে শীতলক্ষ্যা নদী
দেশ বাংলাদেশ
জেলাসমূহ নরসিংদী, গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ
নগর নারায়ণগঞ্জ
দৈর্ঘ্য ১০৮ কিলোমিটার (৬৭ মাইল)

অন্যান্য তথ্য

সম্পাদনা

এই নদীটি ব্রহ্মপুত্র নদের একটি শাখানদী। এর গতিপথের প্রাথমিক পর্যায়ে এটি দক্ষিণ পশ্চিমে এবং পরে নারায়ণগঞ্জের পূর্ব দিয়ে কালাগাছিয়ার কাছে ধলেশ্বরী নদীর সাথে মিশেছে। এর উপরিভাগের একটি অংশ বানার নদী নামে পরিচিত। নদীটি প্রায় ১১ কিলোমিটার লম্বা এবং নারায়ণগঞ্জের নিকটে এর সর্বোচ্চ প্রস্থ প্রায় ৩০০ মিটার। এর সর্বোচ্চ প্রবাহ ডেমরার কাছে ২,৬০০ কিউসেক। সারা বছর ধরে এর নাব্যতা বজায় থাকে।

চিত্রশালা

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। "উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী"। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি (প্রথম সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ২৭৪-২৭৫। আইএসবিএন 984-70120-0436-4