ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজ
ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজ নরসিংদী জেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজটি ১৯৭০ সালের পহেলা জানুয়ারি যাত্রা শুরু করে।[১][২] এটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক পরিচালিত একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান।[৩] নরসিংদী জেলার পলাশ উপজেলায় এবং ইউরিয়া সার কারখানা কলোনির ভিতরে এটির অবস্থান । দূর দুরান্ত থেকে ছেলেমেয়েরা এখানে আসে পড়ালেখা করার জন্য।
নীতিবাক্য | জ্ঞানই শক্তি, জ্ঞানই আলো |
---|---|
ধরন | সরকারি কলেজ |
স্থাপিত | ১৯৭০ |
অধ্যক্ষ | মোঃ গাউছুল আজম |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৮০ |
শিক্ষার্থী | ১৫০০ |
অবস্থান | , ২৩°৫৯′০৭″ উত্তর ৯০°৩৮′৩১″ পূর্ব / ২৩.৯৮৫৩৯° উত্তর ৯০.৬৪১৮২° পূর্ব |
ভাষা | বাংলা |
পোশাকের রঙ | সাদা এবং নেভি নীল |
সংক্ষিপ্ত নাম | USKC |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হ্যান্ডবল |
ওয়েবসাইট | ureasarkarkhanacollege |
প্রকাশনা
সম্পাদনাপ্রতি বছর ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজ একটি বার্ষিক ম্যাগাজিন প্রকাশ করে, যার নাম " প্রত্যাশা "।
সহশিক্ষা কার্যক্রম
সম্পাদনাপরিক্ষা কেন্দ্র
সম্পাদনাপলাশ উপজেলার অন্যান্য কলেজ গুলোর পাবলিক পরীক্ষার কেন্দ্র হিসাবে এই কলেজ কে নির্ধারণ করা আছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ছাদ থেকে লাফিয়ে পড়ে কলেজছাত্রীর আত্মহত্যা"। যুগান্তর। ২০১৭-০৬-০১।
- ↑ "পা দিয়ে লিখেই ম্যাজিস্ট্রেট হতে চায় মেঘলা"। ইত্তেফাক। ২০১৭-১০-১৭।
- ↑ "স্কুলছাত্রী আদিবা হত্যায় একজনের ফাঁসি"। জাগো নিউজ ২৪। ২০১৭-১০-১৭।