ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজ

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজ নরসিংদী জেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজটি ১৯৭০ সালের পহেলা জানুয়ারি যাত্রা শুরু করে।[১][২] এটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক পরিচালিত একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান।[৩] নরসিংদী জেলার পলাশ উপজেলায় এবং ইউরিয়া সার কারখানা কলোনির ভিতরে এটির অবস্থান । দূর দুরান্ত থেকে ছেলেমেয়েরা এখানে আসে পড়ালেখা করার জন্য।

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজ
ইউরিয়া সার কারখানা কলেজ
নীতিবাক্যজ্ঞানই শক্তি, জ্ঞানই আলো
ধরনসরকারি কলেজ
স্থাপিত১৯৭০ (1970)
অধ্যক্ষমোঃ গাউছুল আজম
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৮০
শিক্ষার্থী১৫০০
অবস্থান,
২৩°৫৯′০৭″ উত্তর ৯০°৩৮′৩১″ পূর্ব / ২৩.৯৮৫৩৯° উত্তর ৯০.৬৪১৮২° পূর্ব / 23.98539; 90.64182
ভাষাবাংলা
পোশাকের রঙ         সাদা এবং নেভি নীল
সংক্ষিপ্ত নামUSKC
ক্রীড়াফুটবল, ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হ্যান্ডবল
ওয়েবসাইটureasarkarkhanacollege.edu.bd
মানচিত্র

প্রকাশনা সম্পাদনা

প্রতি বছর ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজ একটি বার্ষিক ম্যাগাজিন প্রকাশ করে, যার নাম " প্রত্যাশা "।

সহশিক্ষা কার্যক্রম সম্পাদনা

পরিক্ষা কেন্দ্র সম্পাদনা

পলাশ উপজেলার অন্যান্য কলেজ গুলোর পাবলিক পরীক্ষার কেন্দ্র হিসাবে এই কলেজ কে নির্ধারণ করা আছে।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা