ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশন

ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশন বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলার পলাশ উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন[১][২][৩] এই স্টেশনটি বাংলাদেশের প্রথম দ্বিতল বা দোতলা রেলওয়ে স্টেশন ভবন।[৪]

ঘোড়াশাল আরএসবি স্টেশন
ঘোড়াশাল আরএসবি স্টেশন
আরএসবি রেলওয়ে স্টেশন
অন্যান্য নামঘোড়াশাল এক্সপ্রেস ট্রেন স্টেশন Ghorashal Express Train Station
অবস্থান\[ঘোড়াশাল]|, পলাশ উপজেলা, নরসিংদী জেলা, ঢাকা বিভাগ
 বাংলাদেশ
পরিচালিতবাংলাদেশ রেলওয়ে
লাইন
দূরত্বFrom Komoolapur, Dhaka - 208 KM

From Chittagong Main Station - 528 KM From Sylet Station 409 KM

From Voirob Transit Station - 82 KM
প্ল্যাটফর্মআছে
নির্মাণ
গঠনের ধরনAt Height উচ্চতায় অবস্হিত
পার্কিংআছে
সাইকেলের সুবিধাআছে
প্রতিবন্ধী প্রবেশাধিকারNOT
অন্য তথ্য
স্টেশন কোডStation Code - RSB.GH.N.PR.332
ভাড়ার স্থানKilde Souf Neton
যাতায়াত
যাত্রীসমূহBoarding

and

Disembarkment
পরিষেবা
A number of Express train services are due to pass through this station soon. Mail trains stop.
অবস্থান
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

১৮৯২ সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। ১৮৯৫ সালের ১ জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা ১৫০ কিমি মিটারগেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত ৬৯ কিমি রেললাইন জনসাধারণের জন্য খোলা হয়। ১৮৯৬ সালে কুমিল্লা-আখাউড়া-শাহবাজপুর রেলপথ স্থাপন করা হয়। ১৯০৩ সালে আসাম-বেঙ্গল রেলওয়ের পরিচালনায় বেসরকারি লাকসাম-নোয়াখালী রেল শাখা চালু হয়। ১৯০৫ সালে এই লাইনটি সরকার কিনে নেয়, এবং ১৯০৬ সালে ১ জানুয়ারি আসাম-বেঙ্গল রেলওয়ের সঙ্গে একীভূত করে দেয়। টঙ্গী-ভৈরব-আখাউড়ার মধ্যে রেললাইন স্থাপিত হয় ১৯১০ থেকে ১৯১৪ সালের মধ্যে।[৫][৬][৭] টঙ্গী-আখাউড়া লাইনের স্টেশন হিসেবে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশন তৈরি করা হয়।

পরিষেবা সম্পাদনা

ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল কারী ট্রেনের তালিকা নিম্নে দেওয়া হলো:

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ঘোড়াশাল রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৮ 
  2. কালজয়ী, দৈনিক। "ঘোড়াশাল রেলওয়ে স্টেশন ভবনে ফাঁটল,ঘটতে পারে দুর্ঘটনা | দৈনিক কালজয়ী"। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "ময়লার ভাগাড় এখন ফুলের বাগান"সমকাল। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৮ 
  4. "মরণফাঁদে রূপ নিচ্ছে দেশের প্রথম দ্বিতল রেলওয়ে স্টেশন ভবন"Dhaka Tribune Bangla। ২০১৯-০৬-১৭। ২০২০-০৪-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৮ 
  5. "রেলওয়ে - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৭ 
  6. "অবশিষ্ট ৭২ কিলোমিটার ডাবল লাইনের কাজের প্রক্রিয়া শুরু"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৭ 
  7. "৪ ঘণ্টায় চায়ের দেশে"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৭