ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশন
ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশন বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলার পলাশ উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন।[১][২][৩] এই স্টেশনটি বাংলাদেশের প্রথম দ্বিতল বা দোতলা রেলওয়ে স্টেশন ভবন।[৪]
ঘোড়াশাল আরএসবি স্টেশন ঘোড়াশাল আরএসবি স্টেশন | ||
---|---|---|
আরএসবি রেলওয়ে স্টেশন | ||
অন্যান্য নাম | ঘোড়াশাল এক্সপ্রেস ট্রেন স্টেশন Ghorashal Express Train Station | |
অবস্থান | \[ঘোড়াশাল]|, পলাশ উপজেলা, নরসিংদী জেলা, ঢাকা বিভাগ বাংলাদেশ | |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে | |
লাইন | ||
দূরত্ব | From Komoolapur, Dhaka - 208 KM
From Chittagong Main Station - 528 KM From Sylet Station 409 KM From Voirob Transit Station - 82 KM | |
প্ল্যাটফর্ম | আছে | |
নির্মাণ | ||
গঠনের ধরন | At Height উচ্চতায় অবস্হিত | |
পার্কিং | আছে | |
সাইকেলের সুবিধা | আছে | |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | NOT | |
অন্য তথ্য | ||
স্টেশন কোড | Station Code - RSB.GH.N.PR.332 | |
ভাড়ার স্থান | Kilde Souf Neton | |
যাতায়াত | ||
যাত্রীসমূহ | Boarding
and Disembarkment | |
পরিষেবা | ||
A number of Express train services are due to pass through this station soon.
Mail trains stop.
| ||
অবস্থান | ||
ইতিহাস
সম্পাদনা১৮৯২ সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। ১৮৯৫ সালের ১ জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা ১৫০ কিমি মিটারগেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত ৬৯ কিমি রেললাইন জনসাধারণের জন্য খোলা হয়। ১৮৯৬ সালে কুমিল্লা-আখাউড়া-শাহবাজপুর রেলপথ স্থাপন করা হয়। ১৯০৩ সালে আসাম-বেঙ্গল রেলওয়ের পরিচালনায় বেসরকারি লাকসাম-নোয়াখালী রেল শাখা চালু হয়। ১৯০৫ সালে এই লাইনটি সরকার কিনে নেয়, এবং ১৯০৬ সালে ১ জানুয়ারি আসাম-বেঙ্গল রেলওয়ের সঙ্গে একীভূত করে দেয়। টঙ্গী-ভৈরব-আখাউড়ার মধ্যে রেললাইন স্থাপিত হয় ১৯১০ থেকে ১৯১৪ সালের মধ্যে।[৫][৬][৭] টঙ্গী-আখাউড়া লাইনের স্টেশন হিসেবে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশন তৈরি করা হয়।
পরিষেবা
সম্পাদনাঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল কারী ট্রেনের তালিকা নিম্নে দেওয়া হলো:
- সূবর্ণ এক্সপ্রেস
- মহানগর প্রভাতী\গোধুলী এক্সপ্রেস
- পারাবত এক্সপ্রেস
- উপকূল এক্সপ্রেস
- জয়ন্তিকা এক্সপ্রেস
- মহানগর এক্সপ্রেস
- এগারো সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস
- এগারো সিন্ধুর গোধুলী এক্সপ্রেস
- উপবন এক্সপ্রেস
- তূর্ণা এক্সপ্রেস
- কালনী এক্সপ্রেস
- কিশোরগঞ্জ এক্সপ্রেস
- সোনার বাংলা এক্সপ্রেস
- ঈশা খাঁ এক্সপ্রেস
- কর্ণফুলী এক্সপ্রেস
- সুরমা মেইল
- ঢাকা\চট্টগ্রাম মেইল
- ঢাকা\নোয়াখালী এক্সপ্রেস
- কুমিল্লা কমিউটার
- তিতাস এক্সপ্রেস
- চট্টলা এক্সপ্রেস
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ঘোড়াশাল রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৮।
- ↑ কালজয়ী, দৈনিক। "ঘোড়াশাল রেলওয়ে স্টেশন ভবনে ফাঁটল,ঘটতে পারে দুর্ঘটনা | দৈনিক কালজয়ী"। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ময়লার ভাগাড় এখন ফুলের বাগান"। সমকাল। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "মরণফাঁদে রূপ নিচ্ছে দেশের প্রথম দ্বিতল রেলওয়ে স্টেশন ভবন"। Dhaka Tribune Bangla। ২০১৯-০৬-১৭। ২০২০-০৪-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৮।
- ↑ "রেলওয়ে - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৭।
- ↑ "অবশিষ্ট ৭২ কিলোমিটার ডাবল লাইনের কাজের প্রক্রিয়া শুরু"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৭।
- ↑ "৪ ঘণ্টায় চায়ের দেশে"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৭।