জিনারদী রেলওয়ে স্টেশন

রেলওয়ে স্টেশন

জিনারদী রেলওয়ে স্টেশন[] বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলার পলাশ উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন[]

জিনারদী রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
অবস্থানপলাশ উপজেলা, নরসিংদী জেলা, ঢাকা বিভাগ
 বাংলাদেশ
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতবাংলাদেশ রেলওয়ে
লাইন
ট্রেন পরিচালকপূর্বাঞ্চল রেলওয়ে
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংআছে
সাইকেলের সুবিধাআছে
প্রতিবন্ধী প্রবেশাধিকারআছে
ইতিহাস
চালু১৯১৪
অবস্থান
মানচিত্র
টঙ্গী–ভৈরব
–আখাউড়া রেলপথ
Up arrow
নারায়ণগঞ্জ-বাহাদুরাবাদ
ঘাট লাইন
টঙ্গী জংশন
পুবাইল
নলছাটা
আড়িখোলা
শীতলক্ষা নদী
ঘোড়াশাল ফ্ল্যাগ
ঘোড়াশাল
জিনারদী
এন২
Left arrow
নরসিংদী-মদনগঞ্জ
রেলপথ
নরসিংদী
আড়িয়াল খাঁ নদী
আমিরগঞ্জ
খানাবাড়ী
হাটুভাঙ্গা
মেথিকান্দা
শ্রীনিধি
দৌলতকান্দি
আদি ব্রহ্মপুত্র নদী
পুরাতন ব্রহ্মপুত্র নদী
Right arrow
ময়মনসিংহ-গৌরীপুর
-­ভৈরব রেলপথ
ভৈরব বাজার জংশন
মেঘনা নদী
আশুগঞ্জ
তালশহর
এন১০২
ব্রাহ্মণবাড়িয়া
এন১০৩
তিতাস নদী
পাঘাচং
ভাতশালা
তিতাস নদী
Right arrow
আজমপুর-কুলাউড়া
-ছাতক বাইপাস সংযোগ রেলপথ
Right arrow
আখাউড়া-কুলাউড়া
-ছাতক রেলপথ
আখাউড়া জংশন
Down arrow
আখাউড়া-লাকসাম
-চট্টগ্রাম রেলপথ

ইতিহাস

সম্পাদনা

১৮৯২ সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। ১৮৯৫ সালের ১ জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা ১৫০ কিমি মিটারগেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত ৬৯ কিমি রেললাইন জনসাধারণের জন্য খোলা হয়। ১৮৯৬ সালে কুমিল্লা-আখাউড়া-শাহবাজপুর রেলপথ স্থাপন করা হয়। ১৯০৩ সালে আসাম-বেঙ্গল রেলওয়ের পরিচালনায় বেসরকারি লাকসাম-নোয়াখালী রেল শাখা চালু হয়। ১৯০৫ সালে এই লাইনটি সরকার কিনে নেয়, এবং ১৯০৬ সালে ১ জানুয়ারি আসাম-বেঙ্গল রেলওয়ের সঙ্গে একীভূত করে দেয়। টঙ্গী-ভৈরব-আখাউড়ার মধ্যে রেললাইন স্থাপিত হয় ১৯১০ থেকে ১৯১৪ সালের মধ্যে।[][][] টঙ্গী-আখাউড়া লাইনের সংযোগ স্টেশন হিসেবে জিনারদী রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয়।

ট্রেন তালিকা

সম্পাদনা

জিনারদী রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনের তালিকা নিম্নে দেওয়া হলো:

পরিষেবা

সম্পাদনা

জিনারদি রেলওয়ে স্টেশনটিতে কোনো আন্তনগর ট্রেন বিরতি দেয় না। এখানে কেবল চারটি আপ এবং চারটি ডাউন ট্রেন নিয়মিত বিরতি দিয়ে থাকে। [] এই মেইল ট্রেনগুলোর টিকেট পাওয়া যায় কেবলমাত্র যাত্রার দিন কাউন্টারে।

জিনারদী হতে আপ ট্রেনের সময়সূচী
ট্রেন নং ট্রেনের নাম প্রারম্ভিক স্টেশন ছাড়ার সময় জিনারদী পৌঁছে জিনারদী ছাড়ে গন্তব্য পৌঁছার সময় বন্ধের দিন
১১ ঢাকা এক্সপ্রেস নোয়াখালী ২০:৪৫ ০২:৩৮ ০২:৪০ ঢাকা ০৪:২৫ -
১০ সুরমা মেইল সিলেট ১৯:২০ ০৬:২৫ ০৬:২৭ ঢাকা ০৯:১৫ -
০৩ কর্ণফুলি এক্সপ্রেস চট্টগ্রাম ১০:০০ ১৭:৩৫ ১৭:৩৭ ঢাকা ১৯:৪০ -
০৪ ঈশা খাঁ এক্সপ্রেস ময়মনসিংহ ১৪:০০ ২১:৩৭ ২১:৩৯ ঢাকা ২৩:৫৫ -
জিনারদী হতে ডাউন ট্রেনের সময়সূচী
ট্রেন নং ট্রেনের নাম প্রারম্ভিক স্টেশন ছাড়ার সময় জিনারদী পৌঁছে জিনারদী ছাড়ে গন্তব্য পৌঁছার সময় বন্ধের দিন
০৪ কর্ণফুলি এক্সপ্রেস ঢাকা ০৮:৪৫ ১০:২৪ ১০:২৬ চট্টগ্রাম ১৮:১৫ -
৩৯ ঈশা খাঁ এক্সপ্রেস ঢাকা ১১:৩০ ১৩:৩০ ১৩:৩২ ময়মনসিংহ ২১:২৫ -
১২ নোয়াখালী এক্সপ্রেস ঢাকা ১৯:১৫ ২০:৫৮ ২১:০০ নোয়াখালী ০৪:৪০ -
০৯ সুরমা মেইল ঢাকা ২১:০০ ২২:৪৮ ২২:৫০ সিলেট ০৯:১০ -


জিনারদি হতে বিভিন্ন স্টেশনের ভাড়ার তালিকা এই: []

জিনারদী রেলওয়ে স্টেশন হতে বিভিন্ন গন্তব্য স্টেশনের ভাড়ার তালিকা
নং স্টেশন দূরত্ব (কিলোমিটার) দ্বিতীয় মেইল (টাকা)
০১ ঢাকা ৫২ ২৫/-
০২ তেজগাঁও ৪৭ ১৯/-
০৩ ঢাকা ক্যান্টনমেন্ট ৪১ ১৬/-
০৪ ঢাকা বিমানবন্দর ৩৬ ১৫/-

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Jinardi Railway Station Map/Atlas BR/Bangladesh Zone - Railway Enquiry"indiarailinfo.com। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৮ 
  2. "জিনারদী ইউনিয়ন" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)http। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "রেলওয়ে - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৭ 
  4. "অবশিষ্ট ৭২ কিলোমিটার ডাবল লাইনের কাজের প্রক্রিয়া শুরু"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৭ 
  5. "৪ ঘণ্টায় চায়ের দেশে"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৭ 
  6. "জিনারদী · পাচদোনা চরসিন্দুর সড়ক, 1613, বাংলাদেশ"জিনারদী · পাচদোনা চরসিন্দুর সড়ক, 1613, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০১ 
  7. "জিনারদী · পাচদোনা চরসিন্দুর সড়ক, 1613, বাংলাদেশ"জিনারদী · পাচদোনা চরসিন্দুর সড়ক, 1613, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০১