আদি ব্রহ্মপুত্র নদী

বাংলাদেশের নদী

আদি ব্রহ্মপুত্র নদী বা ব্রহ্মপুত্র নদী (নরসিংদী-মুন্সীগঞ্জ) হলো বাংলাদেশের উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নরসিংদী, নারায়ণগঞ্জমুন্সীগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১২০ কিলোমিটার, গড় প্রস্থ ৬০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক আদি ব্রহ্মপুত্র নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী নং ৪১।[] এই নদী শীতলক্ষ্যা নদীপ্রবাহের অংশ।

আদি ব্রহ্মপুত্র নদী
ব্রহ্মপুত্র নদী (নরসিংদী-মুন্সীগঞ্জ)
লাঙ্গলবন্ধে আদি ব্রহ্মপুত্র নদী
লাঙ্গলবন্ধে আদি ব্রহ্মপুত্র নদী
লাঙ্গলবন্ধে আদি ব্রহ্মপুত্র নদী
দেশ  বাংলাদেশ
অঞ্চল ঢাকা বিভাগ
জেলাসমূহ নরসিংদী নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ
উৎস শীতলক্ষ্যা নদী
 - স্থানাঙ্ক ২৪°০২′৪৫″ উত্তর ৯০°৩৮′৪২″ পূর্ব / ২৪.০৪৫৯৪৪২° উত্তর ৯০.৬৪৪৯১২৩° পূর্ব / 24.0459442; 90.6449123
মোহনা মেঘনা নদী
 - স্থানাঙ্ক ২৩°৩৪′৪৫″ উত্তর ৯০°৩২′৪৮″ পূর্ব / ২৩.৫৭৯০৯০২° উত্তর ৯০.৫৪৬৬৭২৩° পূর্ব / 23.5790902; 90.5466723
দৈর্ঘ্য ১২০ কিলোমিটার (৭৫ মাইল)

প্রবাহ

সম্পাদনা

আদি ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে চরসিন্দুর ইউনিয়ন এলাকার পাড়াতলার কাছে শীতলক্ষ্যা নদী থেকে। পরে নদীটি আঁকাবাঁকা পথে দক্ষিণে প্রবাহিত হয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক এন২ এর পশ্চিম দিক দিয়ে এগিয়ে এই সড়ক অতিক্রম করে মাধবদীর নিকট দিয়ে আড়াইহাজারের পশ্চিম দিয়ে লাঙ্গলবন্দ পেরিয়ে চর এলাহীনগরে মেঘনা নদীতে পতিত হয়েছে।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। "উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী"। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি (প্রথম সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ২৬৫। আইএসবিএন 984-70120-0436-4