আদি ব্রহ্মপুত্র নদী
বাংলাদেশের নদী
আদি ব্রহ্মপুত্র নদী বা ব্রহ্মপুত্র নদী (নরসিংদী-মুন্সীগঞ্জ) হলো বাংলাদেশের উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নরসিংদী, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১২০ কিলোমিটার, গড় প্রস্থ ৬০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক আদি ব্রহ্মপুত্র নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী নং ৪১।[১] এই নদী শীতলক্ষ্যা নদীপ্রবাহের অংশ।
আদি ব্রহ্মপুত্র নদী | |
ব্রহ্মপুত্র নদী (নরসিংদী-মুন্সীগঞ্জ) | |
লাঙ্গলবন্ধে আদি ব্রহ্মপুত্র নদী
| |
দেশ | ![]() |
---|---|
অঞ্চল | ঢাকা বিভাগ |
জেলাসমূহ | নরসিংদী নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ |
উৎস | শীতলক্ষ্যা নদী |
- স্থানাঙ্ক | ২৪°০২′৪৫″ উত্তর ৯০°৩৮′৪২″ পূর্ব / ২৪.০৪৫৯৪৪২° উত্তর ৯০.৬৪৪৯১২৩° পূর্ব |
মোহনা | মেঘনা নদী |
- স্থানাঙ্ক | ২৩°৩৪′৪৫″ উত্তর ৯০°৩২′৪৮″ পূর্ব / ২৩.৫৭৯০৯০২° উত্তর ৯০.৫৪৬৬৭২৩° পূর্ব |
দৈর্ঘ্য | ১২০ কিলোমিটার (৭৫ মাইল) |
প্রবাহ
সম্পাদনাআদি ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে চরসিন্দুর ইউনিয়ন এলাকার পাড়াতলার কাছে শীতলক্ষ্যা নদী থেকে। পরে নদীটি আঁকাবাঁকা পথে দক্ষিণে প্রবাহিত হয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক এন২ এর পশ্চিম দিক দিয়ে এগিয়ে এই সড়ক অতিক্রম করে মাধবদীর নিকট দিয়ে আড়াইহাজারের পশ্চিম দিয়ে লাঙ্গলবন্দ পেরিয়ে চর এলাহীনগরে মেঘনা নদীতে পতিত হয়েছে।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। "উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী"। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি (প্রথম সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ২৬৫। আইএসবিএন 984-70120-0436-4।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |