নরসিংদী রেলওয়ে স্টেশন
নরসিংদী রেলওয়ে স্টেশন বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলায় অবস্থিত জেলা শহরের প্রধান রেলওয়ে স্টেশন।[১][২] এই স্টেশনটি সাবেক জংশন স্টেশন এখান থেকে ১৯৭০ সালে নারায়ণগঞ্জের মদনগঞ্জ পর্যন্ত রেলপথ তৈরি করা হয়। ট্রাফিক সমস্যার কারণ দেখিয়ে ১৯৭৭ সালে এ লাইন বন্ধ করে দেওয়া হয়।[৩] ১৯৮৪ সালে রেললাইন উঠিয়ে ফেলা হয়। [৪][৫] যা ২০০৪ সাল থেকে সড়কপথ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
নরসিংদী রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | নরসিংদী সদর উপজেলা, নরসিংদী জেলা, ঢাকা বিভাগ![]() |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | |
ট্রেন পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
ইতিহাস | |
চালু | ১৯১৪ |
অবস্থান | |
![]() |
ইতিহাসসম্পাদনা
১৮৯২ সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। ১৮৯৫ সালের ১ জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা ১৫০ কিমি মিটারগেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত ৬৯ কিমি রেললাইন জনসাধারণের জন্য খোলা হয়। ১৮৯৬ সালে কুমিল্লা-আখাউড়া-শাহবাজপুর রেলপথ স্থাপন করা হয়। ১৯০৩ সালে আসাম-বেঙ্গল রেলওয়ের পরিচালনায় বেসরকারি লাকসাম-নোয়াখালী রেল শাখা চালু হয়। ১৯০৫ সালে এই লাইনটি সরকার কিনে নেয়, এবং ১৯০৬ সালে ১ জানুয়ারি আসাম-বেঙ্গল রেলওয়ের সঙ্গে একীভূত করে দেয়। টঙ্গী-ভৈরব-আখাউড়ার মধ্যে রেললাইন স্থাপিত হয় ১৯১০ থেকে ১৯১৪ সালের মধ্যে।[৩][৬][৭] এসময় টঙ্গী-আখাউড়া লাইনের স্টেশন হিসেবে নরসিংদী রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। ১৯৭০ সালে এই স্টেশন থেকে মদনগঞ্জ পর্যন্ত রেললাইন তৈরি হলে নরসিংদী জংশন স্টেশনে পরিণত হয়।
পরিষেবাসম্পাদনা
নরসিংদী রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল কারী ট্রেনের তালিকা নিম্নে দেওয়া হলো:[৮]
- সূবর্ণ এক্সপ্রেস
- মহানগর প্রভাতী\গোধুলী এক্সপ্রেস
- পারাবত এক্সপ্রেস
- উপকূল এক্সপ্রেস
- জয়ন্তিকা এক্সপ্রেস
- মহানগর এক্সপ্রেস
- এগারো সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস
- এগারো সিন্ধুর গোধুলী এক্সপ্রেস
- উপবন এক্সপ্রেস
- তূর্ণা এক্সপ্রেস
- কালনী এক্সপ্রেস
- কিশোরগঞ্জ এক্সপ্রেস
- সোনার বাংলা এক্সপ্রেস
- ঈশা খাঁ এক্সপ্রেস
- কর্ণফুলী এক্সপ্রেস
- সুরমা মেইল
- ঢাকা\চট্টগ্রাম মেইল
- ঢাকা\নোয়াখালী এক্সপ্রেস
- কুমিল্লা কমিউটার
- তিতাস এক্সপ্রেস
- চট্টলা এক্সপ্রেস
সম্পর্কিত নিবন্ধসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "নরসিংদী রেলওয়ে স্টেশনের অরাজক অবস্থা টিকিট বিক্রি করছে দালাল খ্যাত কিরন"। The Daily Sangram। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৯।
- ↑ "নরসিংদীতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৯।
- ↑ ক খ "রেলওয়ে - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৭।
- ↑ নাজাত২৪। "নরসিংদী জেলার তিনটি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রায় ৪০ কিঃমিঃ রেলপথে রয়েছে ১০টি রেল স্টেশন। | Najat 24 News"। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "'আমরা নরসিংদী বাসী' সংগঠনের মতবিনিময় সভা"। risingbd.com। ২০১৩-০৯-০১। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৯।
- ↑ "অবশিষ্ট ৭২ কিলোমিটার ডাবল লাইনের কাজের প্রক্রিয়া শুরু"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৭।
- ↑ "৪ ঘণ্টায় চায়ের দেশে"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৭।
- ↑ রিপোর্টার, স্টাফ (২০১৯-০৩-০৫)। "নরসিংদী ট্রেনের সময়সূচি | MorningRinger"। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৯।