পূর্বাঞ্চল রেলওয়ে
পূর্বাঞ্চল রেলওয়ে হল বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি রেলওয়ে অঞ্চল। বাংলাদেশে ২,৮০০ কিলোমিটার রেললাইন পরিচালনা করা হয় দুটি অঞ্চলের চারটি বিভাগের মাধ্যমে, এই দুই অঞ্চলের মধ্যে পূর্বাঞ্চল একটি অঞ্চল।[১] বাংলাদেশের ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ ও চট্টগ্রাম বিভাগ নিয়ে এই অঞ্চলটি গঠিত। পূর্বাচল রেলওয়ের প্রধান কার্যালয় চট্টগ্রামে অবস্থিত।[২][৩] পূর্বাঞ্চল রেলওেয়ের অধীনে রেলপথের দৈর্ঘ্য ১২৭৯ কিলোমিটার, রেলপথে তিন ধরনের রেললাইন রয়েছে। যথা: ব্রডগেজ, মিটারগেজ ও ডুয়েল গেজ। পূর্বাঞ্চল রেলওেয়ের অধীনে দুইটি বিভাগ রয়েছে। যথা:
রেলপথসমূহ
সম্পাদনাপূর্বাঞ্চল রেলওেয়ের অধীনে যে রেলপথ গুলো পরিচালিত হয়:
- আখাউড়া-কুলাউড়া-ছাতক রেলপথ
- কুলাউড়া-শাহবাজপুর রেলপথ
- হবিগঞ্জ বাজার-শায়েস্তাগঞ্জ-বাল্লা রেলপথ
- টঙ্গী-ভৈরব-আখাউড়া রেলপথ
- নরসিংদী-মদনগঞ্জ রেলপথ
- ময়মনসিংহ-গৌরীপুর-ভৈরব রেলপথ
- গৌরীপুর-শ্যামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ
- নারায়ণগঞ্জ-বাহাদুরাবাদ ঘাট রেলপথ
- জামালপুর-বঙ্গবন্ধু সেতু পূর্ব লাইন
- আখাউড়া-লাকসাম-চট্টগ্রাম রেলপথ
- আখাউড়া–আগরতলা রেলপথ
- লাকসাম-নোয়াখালী রেলপথ
- লাকসাম-চাঁদপুর রেলপথ
- ফেনী-বিলোনিয়া রেলপথ
- ষোলশহর-নাজিরহাট রেললাইন
- চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ
সম্পর্কিত নিবন্ধ
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চার অঞ্চলে ভাগ হচ্ছে বাংলাদেশ রেলওয়ে"। banglanews24.com। ১৩ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২২।
- ↑ "রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক শাখায় কালো বিড়ালের ছায়া"। ইউনিক নিউজ। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৬।
- ↑ "রেলওয়ে পূর্বাঞ্চল : ২৬ স্টেশন 'নতুন' রূপ পাচ্ছে"। দৈনিক পূর্বকোণ। ২০২১-০৯-২৮। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৬।