ষোলশহর-নাজিরহাট রেললাইন

ষোলশহর-নাজিরহাট লাইন বাংলাদেশ রেলওয়ের একটি রেলপথ। এই রেলপথটি পূর্বাঞ্চল রেলওয়ে কর্তৃক পরিচালিত ও রক্ষণাবেক্ষণ করা হয়।[১]

ষোলশহর-নাজিরহাট লাইন
সংক্ষিপ্ত বিবরণ
স্থিতিসক্রিয়
মালিকবাংলাদেশ রেলওয়ে
অঞ্চল বাংলাদেশ
বিরতিস্থল
স্টেশন১১
পরিষেবা
ধরনবাংলাদেশের রেললাইন
পরিচালকপূর্বাঞ্চল রেলওয়ে
ইতিহাস
চালু১৯৩০
কারিগরি তথ্য
ট্র্যাক গেজমিটারগেজ ১,০০০ মিলিমিটার (৩ ফুট   ইঞ্চি)

ইতিহাস সম্পাদনা

আসাম বেঙ্গল রেলওয়ে কম্পানি চট্টগ্রাম-ষোলশহর লাইন ১৯২৯ সালে, ষোলশহর-নাজিরহাট লাইন ১৯৩০ সালে তৈরি করে।[২] ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চালু হলে ষোলশহর-নাজিরহাট লাইনের ফতেয়াবাদ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত রেললাইন বর্ধিত করা হয়।

স্টেশন তালিকা সম্পাদনা

ষোলশহর-নাজিরহাট লাইনে থাকা রেলওয়ে স্টেশন গুলো হলো:[৩]

শাখা লাইন সম্পাদনা

ফতেয়াবাদ-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লাইন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "নাজিরহাট থেকে পানুয়া পর্যন্ত রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই কাজ শুরু হচ্ছে"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২০ 
  2. "রেলওয়ে - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২০ 
  3. ব্যুরো, চট্টগ্রাম; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "চট্টগ্রাম-নাজিরহাট রুটে ডেমু ট্রেন উদ্বোধন"bangla.bdnews24.com। ২০২০-০৩-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২০ 
  4. "শীতাতপনিয়ন্ত্রিত ট্রেন পাচ্ছেন চবির শিক্ষার্থীরা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২০