ঈশা খাঁ এক্সপ্রেস
ঈশা খাঁ এক্সপ্রেস (ট্রেন নাম্বার-৩৯/৪০) ছিল বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি যাত্রীবাহী ট্রেন। ট্রেনটি কমলাপুর থেকে ময়মনসিংহের যাত্রা পথে গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার উপর দিয়ে চলাচল করত।[১][২] ২০২০ সালের ১২ মার্চ ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়।[৩]
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | মেইল ট্রেন |
অবস্থা | বন্ধ |
স্থান | বাংলাদেশ |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | কমলাপুর রেলওয়ে স্টেশন |
শেষ | ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন |
যাত্রার গড় সময় | ১০ ঘটা ৩০ মিনিট |
রেল নং | ৩৯/৪০ |
যাত্রাপথের সেবা | |
শ্রেণী | আছে |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | নাই |
অটোরেক ব্যবস্থা | নাই |
খাদ্য সুবিধা | নাই |
পর্যবেক্ষণ সুবিধা | আছে |
বিনোদন সুবিধা | আছে |
মালপত্রের সুবিধা | আছে |
কারিগরি | |
ট্র্যাক গেজ | ১,০০০ মিলিমিটার (৩ ফুট ৩ ৩⁄৮ ইঞ্চি) |
যাত্রাপথ
সম্পাদনাঈশা খাঁ এক্সপ্রেস কমলাপুর> টঙ্গী> ভৈরব বাজার> গৌরীপুর> ময়মনসিংহ মিটারগেজ রেলপথে চলাচল করত এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রা বিরতি দিত।
স্টেশন তালিকা
সম্পাদনাঈশা খাঁ এক্সপ্রেস যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করত নিম্নে তা উল্লেখ করা হলো:
- কমলাপুর রেলওয়ে স্টেশন
- তেজগাঁও রেলওয়ে স্টেশন
- বনানী রেলওয়ে স্টেশন
- ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন
- বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- টঙ্গী জংশন রেলওয়ে স্টেশন
- পুবাইল রেলওয়ে স্টেশন
- নলছাটা রেলওয়ে স্টেশন
- আড়িখোলা রেলওয়ে স্টেশন
- ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশন
- ঘোড়াশাল রেলওয়ে স্টেশন
- জিনারদী রেলওয়ে স্টেশন
- নরসিংদী রেলওয়ে স্টেশন
- আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন
- খানাবাড়ী রেলওয়ে স্টেশন
- হাটুভাঙ্গা রেলওয়ে স্টেশন
- মেথীকান্দা রেলওয়ে স্টেশন
- শ্রীনিধি রেলওয়ে স্টেশন
- দৌলতকান্দি রেলওয়ে স্টেশন
- ভৈরব বাজার জংশন রেলওয়ে স্টেশন
- কালিকাপ্রসাদ রেলওয়ে স্টেশন
- ছয়সূতি রেলওয়ে স্টেশন
- কুলিয়ারচর রেলওয়ে স্টেশন
- বাজিতপুর রেলওয়ে স্টেশন
- সরারচর রেলওয়ে স্টেশন
- হালিমপুর মকসুদ রেলওয়ে স্টেশন
- মানিকখালী রেলওয়ে স্টেশন
- গচিহাটা রেলওয়ে স্টেশন
- যশোদলপুর রেলওয়ে স্টেশন
- কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন
- নীলগঞ্জ রেলওয়ে স্টেশন
- মুসুলী রেলওয়ে স্টেশন
- নান্দাইল রোড রেলওয়ে স্টেশন
- আঠারবাড়ী রেলওয়ে স্টেশন
- সোহাগী রেলওয়ে স্টেশন
- ঈশ্বরগঞ্জ রেলওয়ে স্টেশন
- বোকাইনগর রেলওয়ে স্টেশন
- গৌরীপুর রেলওয়ে স্টেশন
- বিষকা রেলওয়ে স্টেশন
- শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশন
- ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন।
সময়সূচি
সম্পাদনাঈশা খাঁ এক্সপ্রেস ট্রেন যে সময়সূচিতে চলাচল করত তা নিম্নে উল্লেখ করা হলো:
- ঢাকা থেকে ছাড়তো সকাল ১১টা ৩৫ মিনিটে, ময়মনসিংহ পৌছাতো রাত ৯টা ৪৫ মিনিটে।
- ময়মনসিংহ থেকে ছাড়তো দুপুর ১২টায়, ঢাকা পৌছাতো রাত ১১টায়।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ঈশা খাঁ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১০।
- ↑ jagonews24.com। "ঈশা খাঁ এক্সপ্রেসের গার্ডকে মারধর : যাত্রীদের ভোগান্তি"। jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১০।
- ↑ "বন্ধ হয়ে গেল গরিবের ট্রেন খ্যাত ঈশা খাঁ এক্সপ্রেস"। যুগান্তর। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২০।
- ↑ রিপোর্টার, স্টাফ (২০১৯-০৩-০১)। "ময়মনসিংহ ট্রেনের সময়সূচি, টিকেট, ভাড়ার তালিকা | MorningRinger"। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১০।
উইকিমিডিয়া কমন্সে ঈশা খাঁ এক্সপ্রেস সংক্রান্ত মিডিয়া রয়েছে।