কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন বাংলাদেশের কিশোরগঞ্জ শহরে অবস্থিত ময়মনসিংহ-গৌরীপুর-­ভৈরব রেলপথের একটি রেলওয়ে স্টেশন। এটি কিশোরগঞ্জ শহরের দক্ষিণাংশে করগাও বাসস্ট্যান্ড এর দক্ষিণে এবং সাত মাথা মোড় থেকে উত্তরে অবস্থিত। এটি জশোদলপুর রেলওয়ে স্টেশননীলগঞ্জ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্টেশন। ঢাকা বিমানবন্দর থেকে কিশোরগঞ্জ রেলস্টেশনের দুরত্ব প্রায় ৯০ কিলোমিটার এবং ভৈরব জংশান থেকে প্রায় ৫০ কিলোমিটার। এ স্টেশন থেকে কিশোরগঞ্জ এক্সপ্রেস, গোধুলি প্রভাতীর মত বিলাসবহুল ট্রেন চলাচল করে। একটি মিটারগেজ রেললাইন ও দুটি প্লাটফর্ম দিয়ে এটি কিশোরগঞ্জ শহর ও তার পার্শ্ববর্তী এলাকাকে পরিসেবা প্রদান করে। ঈদের দিন শোলাকিয়া ঈদগাহের অতিরিক্ত মানুষ বহনের জন্য এ স্টেশনে অতিরিক্ত ট্রেন চলাচল করে।[১]

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
অবস্থানকিশোরগঞ্জ জেলা, ঢাকা বিভাগ
 বাংলাদেশ
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতবাংলাদেশ রেলওয়ে
লাইনময়মনসিংহ-গৌরীপুর-­ভৈরব রেলপথ
ট্রেন পরিচালকপূর্বাঞ্চল রেলওয়ে
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংআছে
সাইকেলের সুবিধাআছে
প্রতিবন্ধী প্রবেশাধিকারআছে
ইতিহাস
চালু১৯১২-১৯১৮
অবস্থান
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন ১৯১২ থেকে ১৯১৮ সালে তৈরি ময়মনসিংহ- গৌরীপুর- ভৈরব লাইনের সাথে চালু হয়।[২]

পরিষেবা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বৃষ্টি উপেক্ষা করে শোলাকিয়া ঈদ জামাতে লাখো মুসল্লি"সমকাল। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৯ 
  2. "রেলওয়ে - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৪