ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন
বাংলাদেশে ঢাকা জেলায় ট্রেন স্টেশন
ঢাকা ক্যন্টনমেন্ট রেলওয়ে স্টেশন বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা জেলায় অবস্থিত ঢাকা সেনানিবাস সংলগ্ন একটি রেলওয়ে স্টেশন।[১] কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস এই স্টেশন থেকে চলাচল করে।
ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
![]() ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন | |
অবস্থান | ঢাকা জেলা, ঢাকা বিভাগ![]() |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | নারায়ণগঞ্জ-বাহাদুরাবাদ ঘাট লাইন |
ট্রেন পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
অবস্থান | |
![]() |
পরিষেবাসম্পাদনা
ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেন গুলো যাত্রাবিরতি দেয় না। কয়েকটি মেইল ও কমিউটার ট্রেন এখানে যাত্রা বিরতি দেয়।[২]
সেবাসম্পাদনা
ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে যেকোন আন্তঃনগর ট্রেনের টিকেট কাটা যায়। ঢাকা সেনানিবাসে মালপত্র আনানেওয়ার জন্য আর্মি স্পেশাল ট্রেন এই স্টেশন দিয়ে চলাচল করেনি
মৈত্রী এক্সপ্রেসসম্পাদনা
কলকাতা-ঢাকা চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস এই ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে যাত্রা শুরু করে কলকাতার উদ্দেশ্যে।[৩]
তথ্যসূত্রসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ↑ "ক্যান্টনমেন্ট রেল স্টেশনে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৯।
- ↑ "ঢাকা-ক্যান্টম্যান্ট-ট্রেনের-সময়সূচি"। www.railway.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৯।
- ↑ "ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ও ভাড়া"। jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৯।