ঢাকা-নোয়াখালী এক্সপ্রেস

(ঢাকা/নোয়াখালী এক্সপ্রেস থেকে পুনর্নির্দেশিত)

নোয়াখালী মেইল (ট্রেন নাম্বার-১১/১২) বাংলাদেশ রেলওয়ে কতৃক পরিচালিত বাংলাদেশের একটি যাত্রীবাহী ট্রেন। ট্রেনটি নোয়াখালী থেকে ঢাকা যাত্রাপথে কুমিল্লা জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, কিশোরগঞ্জ জেলা, নরসিংদী জেলাগাজীপুর জেলাকে সংযুক্ত করে।[]

নোয়াখালী মেইল
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনমেইল ট্রেন
স্থানবাংলাদেশ
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুনোয়াখালী রেলওয়ে স্টেশন
শেষকমলাপুর রেলওয়ে স্টেশন
রেল নং১১/১২
যাত্রাপথের সেবা
শ্রেণীআছে
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানাই
অটোরেক ব্যবস্থানাই
খাদ্য সুবিধানাই
পর্যবেক্ষণ সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
ট্র্যাক গেজ১,০০০ মিলিমিটার (৩ ফুট   ইঞ্চি)

[]একসময় ট্রেনটির নাম ছিলো- ঢাকা/নোয়াখালী এক্সপ্রেস। পরবর্তীতে বাংলাদেশ রেলওয়ের টাইমটেবিল- ৫৪ তে ট্রেনটির নাম নোয়াখালী মেইল নামে পরিবর্তিত হয়।

যাত্রাপথ

সম্পাদনা

নোয়াখালী মেইল ট্রেনটি নোয়াখালী - লাকসাম -আখাউড়া - ভৈরব - নরসিংদী - টঙ্গী - কমলাপুর মিটারগেজ রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় স্টেশনে যাত্রাবিরতি দেয়।

স্টেশন তালিকা

সম্পাদনা

নোয়াখালী মেইল ট্রেনটি যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে নিম্নে উল্লেখ করা হলো:

সময়সূচি

সম্পাদনা

বাংলাদেশ রেলওয়ের ৫৪ তম টাইমটেবিল অনুযায়ী, নোয়াখালী মেইল ট্রেনের সময়সূচি নিম্নে উল্লেখ করা হলো:

  • ১১ নং নোয়াখালী মেইল = নোয়াখালী থেকে ছাড়ে রাত ০৮টা ৪৫ মিনিটে, ঢাকা পৌঁছায় সকাল ০৬টা ১৫ মিনিটে।[]
  • ১২ নং নোয়াখালী মেইল = ঢাকা থেকে ছাড়ে রাত ০৭টা ১০ মিনিটে, নোয়াখালী পৌঁছায় রাত ০২ টা ৫৫ মিনিটে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. undefined। "'নোয়াখালী এক্সপ্রেস' লাইনচ্যুত"dbcnews.tv। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১ 
  2. "ব্রাহ্মণপাড়ায় লাইনচ্যুত 'ঢাকা এক্সপ্রেস', ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১ 
  3. রিপোর্টার, স্টাফ (২০১৯-০৩-০৮)। "নোয়াখালী ট্রেনের সময়সূচি | MorningRinger"। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১ 
  4. রিপোর্টার, স্টাফ (২০১৯-০৫-১৩)। "ঢাকা ট্রেনের সময়সূচি, টিকেট ও ভাড়ার তালিকা | MorningRinger"। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১