তিতাস কমিউটার (ট্রেন নং ৩৩-৩৪-৩৫-৩৬) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি যাত্রীবাহী ট্রেন পরিষেবা।[][] ৩৩ ও ৩৬ নং ট্রেন ঢাকাআখাউড়া জংশন এবং ৩৪ ও ৩৫ নং ট্রেন ঢাকা–ব্রাহ্মণবাড়িয়া রুটে চলাচল করে।

তিতাস কমিউটার
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনকমিউটার ট্রেন
স্থানবাংলাদেশ
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরু
বিরতি
  • ১৬ (৩৩ ও ৩৬)
  • ৭ (৩৪ ও ৩৫)
শেষকমলাপুর রেলওয়ে স্টেশন
যাত্রার গড় সময়৩ ঘণ্টা ২৫ মিনিট
পরিষেবার হারদৈনিক
রেল নং৩৩-৩৪-৩৫-৩৬
যাত্রাপথের সেবা
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানাই
খাদ্য সুবিধানাই
পর্যবেক্ষণ সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
ট্র্যাক গেজ১,০০০ মিলিমিটার (৩ ফুট   ইঞ্চি)

যাত্রাবিরতি

সম্পাদনা
 
তিতাস কমিউটার ও এর একটি টিকিট
  1. আখাউড়া
  2. পাঘাচং
  3. ব্রাহ্মণবাড়িয়া
  4. আশুগঞ্জ
  5. ভৈরব বাজার জংশন
  6. দৌলতকান্দি
  7. শ্রীনিধি
  8. মেথীকান্দা
  9. খানাবাড়ী
  10. আমিরগঞ্জ
  11. নরসিংদী
  12. ঘোড়াশাল ফ্ল্যাগ
  13. আড়িখোলা
  14. পুবাইল
  15. টঙ্গী জংশন
  16. ঢাকা বিমানবন্দর
  17. তেজগাঁও
  18. কমলাপুর
  1. ঢাকা বিমানবন্দর
  2. টঙ্গী জংশন
  3. নরসিংদী
  4. আমিরগঞ্জ
  5. মেথীকান্দা
  6. ভৈরব বাজার জংশন
  7. আশুগঞ্জ
  8. ব্রাহ্মণবাড়িয়া

সময়সূচি

সম্পাদনা

তিতাস কমিউটার ট্রেনের সময়সূচি নিম্নে দেওয়া হলো: (বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচি অনুযায়ী)

  • ৩৩ নং তিতাস কমিউটার = আখাউড়া থেকে ছাড়ে ভোর ৫টা ১০ মিনিটে, ঢাকা পৌঁছায় সকাল ৮টা ৪৫ মিনিটে।
  • ৩৪ নং তিতাস কমিউটার = ঢাকা থেকে ছাড়ে সকাল ৯টা ৪৫ মিনিটে, ব্রাহ্মণবাড়িয়া পৌঁছায় দুপুর ১২টা ২৫ মিনিটে।
  • ৩৫ নং তিতাস কমিউটার = ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়ে দুপুর ১২টা ৪৫ মিনিটে, ঢাকা পৌঁছায় বিকাল ৩টা ২০ মিনিটে।
  • ৩৬ নং তিতাস কমিউটার = ঢাকা থেকে ছাড়ে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে, আখাউড়া পৌঁছায় রাত ৯টা ৩০ মিনিটে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারে ভাঙচুর"banglatribune.com। ২০২০-০৯-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১০ 
  2. "ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেন হঠাৎ বন্ধ"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১০ 
  3. রিপোর্টার, স্টাফ (২০১৯-০৫-১৩)। "ঢাকা ট্রেনের সময়সূচি, টিকেট ও ভাড়ার তালিকা | MorningRinger"। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১০