কিশোরগঞ্জ এক্সপ্রেস
কিশোরগঞ্জ এক্সপ্রেস (ট্রেন নং ৭৮১/৭৮২) বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন। এটি একটি জনপ্রিয় দ্রুতগামী ও বিলাসবহুল আন্তঃনগর ট্রেন। ২০২০ সালের ২৬ শে মার্চ এটির পুরাতন রেক পরিবর্তন করে অত্যাধুনিক পিটি ইনকা রেকে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু করোনার জন্য এটি বিলম্বিত হয়ে ৩ রা জুন থেকে নতুন রেক কার্যকর হয়।
কিশোরগঞ্জ এক্সপ্রেস | |
---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |
পরিষেবা ধরন | আন্তঃনগর ট্রেন |
অবস্থা | পরিচালিত হচ্ছে |
প্রথম পরিষেবা | ১ ডিসেম্বর ২০১৩ |
বর্তমান পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | কমলাপুর রেলওয়ে স্টেশন |
বিরতি | ১১টি স্টেশনে |
শেষ | কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন |
ভ্রমণ দূরত্ব | ১৩৫ কিলোমিটার (৮৪ মাইল) |
যাত্রার গড় সময় | ৩ ঘণ্টা ৪০ মিনিট (ঢাকা থেকে কিশোরগঞ্জ অভিমুখে) |
পরিষেবার হার | সপ্তাহে ৬ দিন (সোমবার বন্ধ) |
রেল নং | ৭৮১/৭৮২ |
যাত্রাপথের সেবা | |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | আছে |
খাদ্য সুবিধা | অন-বোর্ড |
মালপত্রের সুবিধা | ওভারহেড র্যাক |
কারিগরি | |
ট্র্যাক গেজ | মিটারগেজ |
যাত্রাপথ: ঢাকা (কমলাপুর) ত্যাগ করে সকাল ১০:৩০ AM এবং কিশোরগঞ্জ ত্যাগ করে বিকাল ৪:০০ PM।
মোট যাত্রার সময়:
৩ ঘণ্টা ৪০ মিনিট (ঢাকা থেকে কিশোরগঞ্জ)
৩ ঘণ্টা ৫৫ মিনিট (কিশোরগঞ্জ থেকে ঢাকা)।
ইতিহাস
সম্পাদনাকিশোরগঞ্জ এক্সপ্রেস মিটারগেজ রেললাইনে চলে। এটি উদ্বোধন হয় ১লা ডিসেম্বর ২০১৩ খ্রিষ্টাব্দে।[১] এর আগে ১৭ নভেম্বর ট্রেনটি পরীক্ষামূলকভাবে চালু হয়। কিশোরগঞ্জ এক্সপ্রেস ছাড়াও এ রুটে এগারো সিন্ধুর প্রভাতী ও এগারো সিন্ধুর গোধুলী চলাচল করে।
সময়সূচী ৭৮১
সম্পাদনা(বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো।
- ঢাকা ছাড়ে ১০:৩০ মিনিট
- বিমানবন্দর পৌঁছে সকাল ১০:৫২ মিনিট ছাড়ে ১০:৫৭
মিনিট
- নরসিংদী পৌঁছে সকাল ১১:৩৬ মিনিট ছাড়ে ১১:৪০ মিনিট
- মেথিকান্দা পৌঁছে সকাল ১১:৫৭ মিনিট ছাড়ে ১২:০০ মিনিট
- ভৈরব বাজার জংশন পৌঁছে দুপুর ১২:১৫ মিনিট ছাড়ে ১২:৩৪ মিনিট
- কুলিয়ারচর পৌঁছে দুপুর ১২:৫৪ মিনিট ছাড়ে ১২:৫৭
মিনিট
- বাজিতপুর পৌঁছে দুপুর ০১:০৪ মিনিট ছাড়ে ০১:০৭
মিনিট
- সরারচর পৌঁছে দুপুর ০১:১৪ মিনিট ছাড়ে ০১:১৭ মিনিট
- মানিকখালী পৌঁছে দুপুর ০১:৩১ মিনিট ছাড়ে ০১:৩৩ মিনিট
- গচিহাটা পৌঁছে দুপুর ০১:৪০ মিনিট ছাড়ে ০১:৪৩ মিনিট
- কিশোরগঞ্জ পৌঁছে দুপুর ০২:১০ মিনিট
সময়সূচি ৭৮২
সম্পাদনা- কিশোরগঞ্জ থেকে ছাড়ে বিকাল ০৪:০০ মিনিট
- গচিহাটা পৌঁছে বিকাল ০৪:১৫ মিনিট ছাড়ে ০৪:১৮
মিনিট
- মানিকখালী পৌঁছে বিকাল ০৪:২৭ মিনিট ছাড়ে ০৪:৩০
মিনিট
- সরারচর পৌঁছে বিকাল ০৪:৪৫ মিনিট ছাড়ে ০৪:৪৮ মিনিট
- বাজিতপুর পৌঁছে বিকাল ০৪:৫৭ মিনিট ছাড়ে ০৫:০০
মিনিট
- কুলিয়ারচর পৌঁছে বিকাল ০৫:১০ মিনিট ছাড়ে ০৫:১৩ মিনিট
- ভৈরব বাজার জংশন পৌঁছে সন্ধ্যা ০৫:৩০ মিনিট ছাড়ে
০৫:৪৮ মিনিট
- মেথিকান্দা পৌঁছে সন্ধ্যা ০৬:০৪ মিনিট ছাড়ে ০৬:০৭ মিনিট
- নরসিংদী পৌঁছে সন্ধ্যা ০৬:২৭ মিনিট ছাড়ে ০৬:৩০ মিনিট
- বিমানবন্দর পৌঁছে রাত ০৭:২০ মিনিট ছাড়ে ০৭:২৫
মিনিট
- ঢাকা পৌঁছে রাত ০৮:০০ মিনিট
স্টেশনসমূহ
সম্পাদনা(অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি 2024 সাল অব্দি কার্যকর আছে ।)
- ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- নরসিংদী
- মেথিকান্দা
- ভৈরব বাজার জংশন
- কুলিয়ারচর
- বাজিতপুর
- সরারচর
- মানিকখালী
- গচিহাটা
- কিশোরগঞ্জ
ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ লাইন | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কিশোরগঞ্জ-ঢাকা রেলপথে কিশোরগঞ্জ এক্সপ্রেস চালু"। প্রথম আলো। কিশোরগঞ্জ। ২ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৯।