শামীম কবির
শামীম কবির (১৯৪৪ - ২৯ জুলাই ২০১৯) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক ছিলেন। ১৯৭৭ সালের জানুয়ারিতে সফরকারী এমসিসি দলের বিপক্ষে বিসিসিবি একাদশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। যেটি ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম ম্যাচ। সে ম্যাচে তিনি ছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান এবং দুই ইনিংসে যথাক্রমে ৩০ ও ২৫ রান করেন।[১]
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | শামীম কবির | ||||||||||||||||||||||||||
জন্ম | ১৯৪৪ নরসিংদী, ব্রিটিশ ভারত | ||||||||||||||||||||||||||
মৃত্যু | ২৯ জুলাই, ২০১৯ | ||||||||||||||||||||||||||
ভূমিকা | ব্যাটসম্যান, অধিনায়ক | ||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৭ জানুয়ারি ২০২০ |
জন্ম ও শৈশব
সম্পাদনাকবির ১৯৪৫ সালে নরসিংদীতে জন্মগ্রহণ করেন। শামীম কবির নামে পরিচিতি পেলেও তার মূল নাম আনোয়ারুল কবির।[২]
ক্যারিয়ার
সম্পাদনা১ম শ্রেণির ক্যারিয়ার
সম্পাদনা১৯৬১ সালের নভেম্বরে করাচি (গ্রিন) এর বিপক্ষে তিনি পূর্ব পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণিতে আত্মপ্রকাশ করেছিলেন। ১৯৬৪ সালের ডিসেম্বরে তিনি তার প্রথম প্রথম শ্রেণীর অর্ধ শতক করেছিলেন। ঢাকা স্টেডিয়ামে (বর্তমানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নামে পরিচিত) একটি শক্তিশালী পিআইএ বোলিং আক্রমণের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলে তিনি প্রথম ইনিংসে ৬৪ রান করেছিলেন। ১৯৮৮ সালের জানুয়ারিতে তার ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৮৯ করেন। ঢাকা স্টেডিয়ামে পূর্ব পাকিস্তান রেলওয়ের বিপক্ষে পূর্ব পাকিস্তানের হয়ে (গ্রিন) হয়ে খেলে তিনি প্রথম ইনিংসে ৮৯ রান করেছিলেন। অধিনায়ক এম এ লতিফের সাথে তৃতীয় উইকেটে ১০১ রানের জুটি গড়েন তিনি। সব মিলিয়ে ১৫টি ১ম শ্রেণির ম্যাচে শামীম ১৭.৮৬ গড়ে ৪১১ রান করেছে। তিনি মাঝে মাঝে উইকেট কিপিং করতেন।[৩] তিনি তার ক্লাব ক্রিকেটের সবচেয়ে বেশি খেলেছেন ঢাকা আজাদ বয়েজ ক্লাবের হয়ে।[৪]
অবসর গ্রহণের পরে
সম্পাদনা১৯৭৬-৭৭ মৌসুমের পরে তিনি প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন। রাকিবুল হাসান তার কাছ থেকে অধিনায়কত্ব গ্রহণ করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে, তিনি ক্রিকেট প্রশাসনের সাথে ব্যাপকভাবে জড়িত হয়েছিলেন এবং বাংলাদেশের ক্রিকেটের প্রথম দিকের উন্নয়নে সহায়তা করেছিলেন। ১৯৮২ ও ১৯৮৬ সালের আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন তিনি।[২]
মৃত্যু
সম্পাদনা২০১৯ সালের ২৯শে জুলাই তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুর আগে ক্যান্সারে ভুগছিলেন।[৫]
সম্মাননা
সম্পাদনা- ১৯৯৯ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারও লাভ।[২]
পূর্বসূরী - |
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ১৯৭৬-১৯৭৭ |
উত্তরসূরী রকিবুল হাসান |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Bangladesh's first cricket captain Shamim Kabir dies"। ২০১৯-০৭-২৯। Archived from the original on ২০১৯-০৭-৩০। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-৩০।
- ↑ ক খ গ "বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির আর নেই"। jagonews24.com। Archived from the original on ২০১৯-০৭-২৯। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৯।
- ↑ "Shamim Kabir"। www.cricketarchive.com। সংগ্রহের তারিখ ২০০৯-০৯-২৪।
- ↑ Hasan Babli. "Antorjartik Crickete Bangladesh". Khelar Bhuban Prakashani, November 1994.
- ↑ "শামিম কবির আর নেই"। প্রথম আলো। Archived from the original on ২০১৯-০৭-২৯। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- Islam, K. Z. (১৩ ফেব্রুয়ারি ২০০৬)। "Cricket Then And Now: Friends along the way"। 15th Anniversary Special। The Daily Star। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৯।