আমিরগঞ্জ জমিদার বাড়ি

আমিরগঞ্জ জমিদার বাড়ি বাংলাদেশ এর নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি[১]

আমিরগঞ্জ জমিদার বাড়ি
বিকল্প নামমুন্সী সায়েবুল্লাহ ভূঁইয়া জমিদার বাড়ি
সাধারণ তথ্য
ধরনবাসস্থান
অবস্থানরায়পুরা উপজেলা
ঠিকানাআমিরগঞ্জ গ্রাম
শহররায়পুরা উপজেলা, নরসিংদী জেলা
দেশবাংলাদেশ
নির্মাণকাজের সমাপ্তি১৯২৫
খোলা হয়েছে১৯১৯
স্বত্বাধিকারীসদর উদ্দীন ভূইয়া
হাজীমহব্বত আলী ভূইয়া
হাজী মুন্সী সায়েবুল্লাহ ভূইয়া
কারিগরী বিবরণ
উপাদানইট, সুরকি ও রড

ইতিহাস

সম্পাদনা

তিন ভাই জমিদার সদর উদ্দীন ভূইয়া, হাজী মহব্বত আলী ভূইয়া ও হাজী মুন্সী সায়েবুল্লাহ ভূইয়া মিলে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। এই জমিদার বাড়ির ভবন তৈরির কাজ শুরু হয় ১৯১৯ সালে এবং শেষ ১৯২৫ সালে। এই তিন জমিদার পাট ও ঠিকাদারি ব্যবসা করতেন। যার মাধ্যমে তারা প্রচুর ধন-সম্পত্তির মালিক হন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "আমিরগঞ্জ জমিদার বাড়ি!"। ২০ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৯