পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়

পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয় ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রিটিশ শাসন আমলের বিখ্যাত বাঙ্গালী কৃষ্ণগোবিন্দ গুপ্ত এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন এবং তার নামে স্যার কে জি গুপ্ত উচ্চ বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত করা হয়।

পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়
অবস্থান
তথ্য
ধরনউচ্চ বিদ্যালয়
নীতিবাক্যশিক্ষা-সংস্কৃতি-শান্তি-প্রগতি
প্রতিষ্ঠাকাল১৯১৯ (1919)
প্রতিষ্ঠাতাকৃষ্ণগোবিন্দ গুপ্ত
বিদ্যালয় বোর্ডঢাকা শিক্ষা বোর্ড
বিদ্যালয় জেলানরসিংদী
শ্রেণী১ম - ১০ম
রং         লাল ও সাদা
শ্রেণী কার্যক্রমক শাখা: ১ম-১০ম
খ শাখা:১ম -১০ম

ইতিহাস ও অবস্থানসম্পাদনা

পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়টি অত্যন্ত সুপ্রাচীন একটি বিদ্যালয়।এখানকার পরিবেশ অধিক সুন্দর, মনোরম।এটি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত।এখান থেকে শিক্ষা গ্রহণ করে সরকারের বিভিন্ন পদে রয়েছে অনেক শিক্ষার্থীগণ। এটি ব্রিটিশ শাসন আমলে বিখ্যাত বাঙ্গালী স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্তের নামে প্রতিষ্ঠিত।বিগত ২০১৪ সালসহ প্রতি বছর এস.এস.সি পরীক্ষায় বেশ কয়েক জন ছাত্র ছাত্রী জিপিএ-৫ পায়। ২০১৯ সালে ডিসেম্বর মাসে বিদ্যালয়টি ১০০ বছর পূর্ণ করেছে। তাই অত্যন্ত জমকালো ভাবে ১০০ বছর পূর্তি অনুষ্ঠান পালন করেছে।

সহশিক্ষা কার্যক্রমসম্পাদনা

বিদ্যালয়টিতে ছাত্রদের সমন্বয়ে একটি স্কাউট দল, সততা সংঘ সহশিক্ষা কার্যক্রম চালু রাখার জন্য একটি ক্লাব রয়েছে। এদের সমন্বয়ে বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, বনায়ন কার্যক্রম, স্কাউটিং কার্যক্রম সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হয়।

শ্রেণি, বিভাগ ও শাখা সমূহসম্পাদনা

মূলত এই বিদ্যালয় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত লেখা পরা করারা সুযোগ রয়েছে।

১ম-৫ম শ্রেণি: শাখা:ক,খ,গ

৬ষ্ঠ শ্রেণি : শাখা:ক,খ,গ

৭ম শ্রেণি : শাখা:ক,খ

৮ম শ্রেণি : শাখা:ক,খ

৯ম শ্রেণি : বিভাগ:বিজ্ঞান,মানবিক,ব্যবসায় শিক্ষা

১০ম শ্রেণি : বিভাগ:বিজ্ঞান,মানবিক,ব্যবসায় শিক্ষা

সহশিক্ষা কার্যক্রমসম্পাদনা

বিদ্যালয়টিতে ছাত্রদের সমন্বয়ে একটি স্কাউট দল, সততা সংঘ সহশিক্ষা কার্যক্রম চালু রাখার জন্য একটি ক্লাব রয়েছে। এদের সমন্বয়ে বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, বনায়ন কার্যক্রম, স্কাউটিং কার্যক্রম সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রচলিত কোর্সসম্পাদনা

খেলার মাঠসম্পাদনা

বিদ্যালয়ের ভেতর অনেক বড় খেলার মাঠ রয়েছে।

তথ্যসূত্রসম্পাদনা