ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (বাংলাদেশ)
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়।[২] বাংলাদেশ সরকারের অন্যতম এ সংস্থাটি দেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন, পরিচালনা, নিয়ন্ত্রণ এবং এ সংশ্লিষ্ট বিবিধ আইন-বিধি-বিধান-প্রবিধান প্রণয়ন এবং বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে থাকে। মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হলেন নাহিদ ইসলাম, তিনি ২০২৪ সালের ৯ আগস্ট দায়িত্ব গ্রহণ করেছেন।[৩]
সংস্থার রূপরেখা | |
---|---|
যার এখতিয়ারভুক্ত | বাংলাদেশ সরকার |
সদর দপ্তর | বাংলাদেশ সচিবালয়, ঢাকা[১] |
দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা | |
সংস্থা নির্বাহী |
|
ওয়েবসাইট | ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনা২০০২ সালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় নাম ধারণ করে। তথ্য প্রযুক্তি উন্নয়নের গতি আরও বেগবান ও সমন্বিত করার লক্ষ্যে সরকার ১০ ফেব্রুয়ারি ২০১৪ খ্রি. তারিখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে একীভূত করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সৃষ্টি করা হয়।[৪]
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাগণের তালিকা
সম্পাদনাবাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গের তালিকা নিম্নরূপ:
- রাজনৈতিক দল
বাংলাদেশ আওয়ামী লীগ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জাতীয় পার্টি
বাংলাদেশ জামায়াতে ইসলামী
নির্দলীয়
ক্রম | নাম | প্রতিকৃতি | পদবী | দায়িত্ব গ্রহণ | দায়িত্ব হস্তান্তর | রাজনৈতিক দল |
---|---|---|---|---|---|---|
১ | মুহাম্মদ মনসুর আলী | মন্ত্রী | ১০ এপ্রিল ১৯৭১ | ১৩ এপ্রিল ১৯৭২ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২ | মোল্লা জালাল উদ্দীন আহমেদ | মন্ত্রী | ১৩ এপ্রিল ১৯৭২ | ১৬ মার্চ ১৯৭৩ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
৩ | মহম্মদ আতাউল গণি ওসমানী | মন্ত্রী | ১৬ মার্চ ১৯৭৩ | ০৭ এপ্রিল ১৯৭৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
৪ | কে এম ওবায়দুর রহমান | প্রতিমন্ত্রী | ০৮ জুলাই ১৯৭৪ | ২৬ জানুয়ারি ১৯৭৫ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
৫ | মুহাম্মদ মনসুর আলী | প্রধানমন্ত্রী (মন্ত্রীর দায়িত্বে) | ২৬ জানুয়ারি ১৯৭৫ | ১৫ আগস্ট ১৯৭৫ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
৬ | কে এম ওবায়দুর রহমান | প্রতিমন্ত্রী | ২০ আগস্ট ১৯৭৫ | ০৫ নভেম্বর ১৯৭৫ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
৭ | মুহাম্মদ গোলাম তাওয়াব | মন্ত্রী | ১০ নভেম্বর ১৯৭৫ | ২৬ নভেম্বর ১৯৭৫ | ||
৮ | মুহাম্মদ গোলাম তাওয়াব | উপদেষ্টা | ২৬ নভেম্বর ১৯৭৫ | ০৪ ডিসেম্বর ১৯৭৫ | ||
৯ | মওদুদ আহমেদ | উপদেষ্টা | ৩০ ফেব্রুয়ারি ১৯৭৭ | ২৯ জুন ১৯৭৮ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
১০ | মওদুদ আহমেদ | মন্ত্রী | ০৪ জুলাই ১৯৭৮ | ১৫ এপ্রিল ১৯৭৯ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
১১ | এ কে এম মাইদুল ইসলাম | মন্ত্রী | ১৫ এপ্রিল ১৯৭৯ | ০৫ মার্চ ১৯৮২ | জাতীয় পার্টি | |
১২ | সুলতান আহমেদ চৌধুরী | মন্ত্রী | ০৫ মার্চ ১৯৮২ | ২৪ মার্চ ১৯৮২ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
১৩ | মাহবুব আলী খান | মন্ত্রী | ১০ জুলাই ১৯৮২ | ০১ জুন ১৯৮৪ | ||
১৪ | সুলতান আহমেদ | মন্ত্রী | ১৬ জানুয়ারি ১৯৮৫ | ২৫ মে ১৯৮৬ | ||
১৫ | মিজানুর রহমান চৌধুরী | মন্ত্রী | ২৫ মে ১৯৮৬ | ০৯ জুলাই ১৯৮৬ | জাতীয় পার্টি | |
১৬ | মিজানুর রহমান চৌধুরী | প্রধানমন্ত্রী (মন্ত্রীর দায়িত্বে) | ০৯ জুলাই ১৯৮৬ | ২৭ মার্চ ১৯৮৮ | জাতীয় পার্টি | |
১৭ | ইকবাল হোসাইন চৌধুরী | প্রতিমন্ত্রী | ২৭ মার্চ ১৯৮৮ | ১০ ডিসেম্বর ১৯৮৮ | ||
১৮ | কাজী ফিরোজ রশীদ | প্রতিমন্ত্রী | ১৫ ডিসেম্বর ১৯৮৮ | ০৯ আগস্ট ১৯৮৯ | জাতীয় পার্টি | |
১৯ | কাজী ফিরোজ রশীদ | মন্ত্রী | ০৯ আগস্ট ১৯৮৯ | ০৬ ডিসেম্বর ১৯৯০ | জাতীয় পার্টি | |
২০ | শামসুল ইসলাম | প্রতিমন্ত্রী | ২০ মার্চ ১৯৯১ | ১৯ সেপ্টেম্বর ১৯৯১ | বাংলাদেশ জামায়াতে ইসলামী | |
২১ | কেরামত আলী তালুকদার | মন্ত্রী | ১৯ সেপ্টেম্বর ১৯৯১ | ১৪ আগস্ট ১৯৯৩ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
২২ | তরিকুল ইসলাম | মন্ত্রী | ১৪ আগস্ট ১৯৯৩ | ৩০ মার্চ ১৯৯৬ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
২৩ | সৈয়দ মঞ্জুর এলাহী | উপদেষ্টা | ০৩ এপ্রিল ১৯৯৬ | ২৩ জুন ১৯৯৬ | ||
২৪ | মোহাম্মদ নাসিম | মন্ত্রী | ২৩ জুন ১৯৯৬ | ১১ মার্চ ১৯৯৯ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২৫ | আব্দুর রৌফ চৌধুরী | প্রতিমন্ত্রী | ২৯ ডিসেম্বর ১৯৯৯ | ১৫ জুলাই ২০০১ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২৬ | মইনুল হোসেন চৌধুরী | উপদেষ্টা | ২৬ জুলাই ২০০১ | ১০ অক্টোবর ২০০১ | ||
২৭ | আমিনুল হক | মন্ত্রী | ১০ অক্টোবর ২০০১ | ৩১ অক্টোবর ২০০৬ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
২৮ | আকবর আলি খান | উপদেষ্টা | ০১ নভেম্বর ২০০৬ | ১২ ডিসেম্বর ২০০৬ | ||
২৯ | সোয়েব আহমেদ | উপদেষ্টা | ১২ ডিসেম্বর ২০০৬ | ১১ জানুয়ারি ২০০৭ | ||
৩০ | এ. বি. মির্জ্জা মোঃ আজিজুল ইসলাম | উপদেষ্টা | ১৪ জানুয়ারি ২০০৭ | ০৬ জানুয়ারি ২০০৯ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
৩১ | রাজিউদ্দিন আহমেদ রাজু | মন্ত্রী | ০৬ জানুয়ারি ২০০৯ | ১৫ সেপ্টেম্বর ২০১২ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
৩২ | সাহারা খাতুন | মন্ত্রী | ১৫ সেপ্টেম্বর ২০১২ | ২১ নভেম্বর ২০১৩ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
৩৩ | রাশেদ খান মেনন | মন্ত্রী | ২১ নভেম্বর ২০১৩ | ১২ জানুয়ারি ২০১৪ | ||
৩৪ | আব্দুল লতিফ সিদ্দিকী | মন্ত্রী | ১২ জানুয়ারি ২০১৪ | ১২ অক্টোবর ২০১৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
৩৫ | তারানা হালিম | প্রতিমন্ত্রী | ১৪ জুলাই ২০১৫ | ০২ জানুয়ারি ২০১৮ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
৩৬ | শেখ হাসিনা | প্রধানমন্ত্রী (মন্ত্রীর দায়িত্বে) | ১৩ অক্টোবর ২০১৪ | ০২ জানুয়ারি ২০১৮ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
৩৭ | মোস্তাফা জব্বার | মন্ত্রী | ০৩ জানুয়ারি ২০১৮ | ০৯ ডিসেম্বর ২০১৮ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
৩৮ | শেখ হাসিনা | প্রধানমন্ত্রী (মন্ত্রীর দায়িত্বে) | ১০ ডিসেম্বর ২০১৮ | ০৬ জানুয়ারি ২০১৯ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
৩৯ | মোস্তাফা জব্বার | মন্ত্রী | ০৭ জানুয়ারি ২০১৯ | ২৯ নভেম্বর ২০২৩ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
৪০ | জুনাইদ আহমেদ পলক | প্রতিমন্ত্রী (অতিরিক্ত দায়িত্ব) | ২৯ নভেম্বর ২০২৩ | ১১ জানুয়ারি ২০২৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
৪১ | জুনাইদ আহমেদ পলক | প্রতিমন্ত্রী | ১১ জানুয়ারি ২০২৪ | ০৬ আগস্ট ২০২৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
৪২ | নাহিদ ইসলাম | উপদেষ্টা | ০৮ আগস্ট ২০২৪ | অদ্যাবধি | নির্দলীয় |
আওতাধীন বিভাগসমূহ
সম্পাদনামূলত এ মন্ত্রণালয়ের অধীনে দুটি বিভাগের মাধ্যমে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে:[৫]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ http://www.cabinet.gov.bd/site/page/55bcf4d6-dd85-45c1-94b6-bcb06e4b1b12
- ↑ http://www.mof.gov.bd/
- ↑ "অন্তর্বর্তী সরকারের দফতর বণ্টন, কে পেলেন কোন মন্ত্রণালয়?"। সময় টিভি। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৯।
- ↑ "মন্ত্রণালয় ও বিভাগসমূহ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ অক্টোবর ২২, ২০১৪।
- ↑ "মন্ত্রণালয় ও বিভাগসমূহ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ অক্টোবর ২৩, ২০১৪।