ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (বাংলাদেশ)

বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়। [২] বাংলাদেশ সরকারের অন্যতম এ সংস্থাটি দেশের ডাক, টেলিযোগাযোগতথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন, পরিচালনা, নিয়ন্ত্রণ এবং এসংশ্লিষ্ট বিবিধ আইন-বিধি-বিধান-প্রবিধান প্রণয়ন এবং বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে থাকে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
সংস্থার রূপরেখা
যার এখতিয়ারভুক্তবাংলাদেশ সরকার
সদর দপ্তরবাংলাদেশ সচিবালয়, ঢাকা [১]
দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী
সংস্থা নির্বাহী
  • মোঃ সামসুল আরেফিন,
    সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
  • আবু হেনা মোরশেদ জামান,
    সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ
ওয়েবসাইটডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইট
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইট

ইতিহাস সম্পাদনা

২০০২ সালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় নাম ধারণ করে। তথ্য প্রযুক্তি উন্নয়নের গতি আরও বেগবান ও সমন্বিত করার লক্ষ্যে সরকার ১০ ফেব্রুয়ারি ২০১৪ খ্রি. তারিখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে একীভূত করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সৃষ্টি করা হয়।[৩]:

মন্ত্রী/প্রতিমন্ত্রীগণের তালিকা সম্পাদনা

ক্রমিক নম্বর নাম পদবী কার্যকাল
ক্যাপ্টেন এম মনসুর আলী মন্ত্রী ১০-০৪-১৯৭১   ১৩-০৪-১৯৭২
জনাব মোল্লা জালাল উদ্দীন আহমেদ মন্ত্রী ১৩-০৪-১৯৭২ ­  ১৬-০৩-১৯৭৩
জেনারেল (অব.) মহম্মদ আতাউল গণি ওসমানী মন্ত্রী ১৬-০৩-১৯৭৩  ০৭-০৪-১৯৭৪
জনাব কে এম ওবায়দুর রহমান প্রতিমন্ত্রী ০৮-০৭-১৯৭৪  ২৬-০১-১৯৭৫
ক্যাপ্টেন এম মনসুর আলী প্রধানমন্ত্রী (মন্ত্রীর দায়িত্বে) ২৬-০১-১৯৭৫  ১৫-০৮-১৯৭৫
জনাব কে, এম ওবায়দুর রহমান প্রতিমন্ত্রী ২০-০৮-১৯৭৫  ০৫-১১-১৯৭৫
এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ গোলাম তাওয়াব মন্ত্রী ১০-১১-১৯৭৫  ২৬-১১-১৯৭৫
এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ গোলাম তাওয়াব উপদেস্টা ২৬-১১-১৯৭৫  ০৪-১২-১৯৭৫
ব্যারিস্টার মওদুদ আহমেদ উপদেষ্টা ৩০-০২-১৯৭৭  ২৯-০৬-১৯৭৮
১০ ব্যারিস্টার মওদুদ আহমেদ মন্ত্রী ০৪-০৭-১৯৭৮  ১৫-০৪-১৯৭৯
১১ জনাব এ কে এম মাইদুল ইসলাম মন্ত্রী ১৫-০৪-১৯৭৯  ০৫-০৩-১৯৮২
১২ জনাব সুলতান আহমেদ চৌধুরী মন্ত্রী ০৫-০৩-১৯৮২  ২৪-০৩-১৯৮২
১৩ রিয়ার এডমিরাল মাহবুব আলী খান মন্ত্রী ১০-০৭-১৯৮২  ০১-০৬-১৯৮৪
১৪ রিয়ার এডমিরাল সুলতান আহমেদ মন্ত্রী ১৬-০১-১৯৮৫  ২৫-০৫-১৯৮৬
১৫ জনাব মিজানুর রহমান চৌধুরী মন্ত্রী ২৫-০৫-১৯৮৬  ০৯-০৭-১৯৮৬
১৬ জনাব মিজানুর রহমান চৌধুরী প্রধানমন্ত্রী (মন্ত্রীর দায়িত্বে) ০৯-০৭-১৯৮৬  ২৭-০৩-১৯৮৮
১৭ মেজর (অবঃ) ইকবাল হোসাইন চৌধুরী প্রতিমন্ত্রী ২৭-০৩-১৯৮৮ ১০-১২-১৯৮৮
১৮ জনাব কাজী ফিরোজ রশীদ প্রতিমন্ত্রী ১৫-১২-১৯৮৮ ০৯-০৮-১৯৮৯
১৯ জনাব কাজী ফিরোজ রশিদ মন্ত্রী ০৯-০৮-১৯৮৯  ০৬-১২-১৯৯০
২০ জনাব মোঃ শামসুল ইসলাম প্রতিমন্ত্রী ২০-০৩-১৯৯১ ১৯-০৯-১৯৯১
২১ জনাব মোহাম্মদ কেরামত আলী তালুকদার মন্ত্রী ১৯-০৯-১৯৯১  ১৪-০৮-১৯৯৩
২২ জনাব তরিকুল ইসলাম মন্ত্রী ১৪-০৮-১৯৯৩  ৩০-০৩-১৯৯৬
২৩ জনাব সৈয়দ মঞ্জুর এলাহী উপদেষ্টা ০৩-০৪-১৯৯৬  ২৩-০৬-১৯৯৬
২৪ জনাব মোহাম্মদ নাসিম মন্ত্রী ২৩-০৬-১৯৯৬  ১১-০৩-১৯৯৯
২৫ জনাব আব্দুর রৌফ চৌধুরী প্রতিমন্ত্রী ২৯-১২-১৯৯৯   ১৫-০৭-২০০১
২৬ মেজর জেনারেল (অব.) মইনুল হোসেন চৌধুরী উপদেষ্টা ২৬-০৭-২০০১  ১০-১০-২০০১
২৭ ব্যারিস্টার মোঃ আমিনুল হক মন্ত্রী ১০-১০-২০০১  ৩১-১০-২০০৬
২৮ ড. আকবর আলি খান উপদেষ্টা ০১-১১-২০০৬   ১২-১২-২০০৬
২৯ ড. শোয়েব আহমেদ উপদেষ্টা ১২-১২-২০০৬  ১১-০১-২০০৭
৩০ ড. এ. বি. মির্জ্জা মোঃ আজিজুল ইসলাম উপদেষ্টা ১৪-০১-২০০৭  ০৬-০১-২০০৯
৩১ জনাব রাজিউদ্দিন আহমেদ রাজু মন্ত্রী ০৬-০১-২০০৯  ১৫-০৯-২০১২
৩২ এ্যাডভোকেট সাহারা খাতুন মন্ত্রী ১৫-০৯-২০১২  ২১-১১-২০১৩
৩৩ জনাব রাশেদ খান মেনন মন্ত্রী ২১-১১-২০১৩  ১২-০১-২০১৪
৩৪ জনাব আব্দুল লতিফ সিদ্দিকী মন্ত্রী ১২-০১-২০১৪  ১২-১০-২০১৪
৩৫ বেগম তারানা হালিম প্রতিমন্ত্রী ১৪-০৭-২০১৫  ০২-০১-২০১৮
৩৬ শেখ হাসিনা প্রধানমন্ত্রী (মন্ত্রীর দায়িত্বে) ১৩-১০-২০১৪  ০২-০১-২০১৮
৩৭ জনাব মোস্তাফা জব্বার মন্ত্রী ০৩-০১-২০১৮  ০৯-১২-২০১৮
৩৮ শেখ হাসিনা প্রধানমন্ত্রী (মন্ত্রীর দায়িত্বে) ১০-১২-২০১৮  ০৬-০১-২০১৯
৩৯ জনাব মোস্তাফা জব্বার মন্ত্রী ০৭-০১-২০১৯ -২৯-১১-২০২৩
৪০ জনাব জুনাইদ আহমেদ পলক প্রতিমন্ত্রী (অতিরিক্ত দায়িত্ব) ২৯-১১-২০২৩ ১১-০১-২০২৪
৪১ জনাব জুনাইদ আহ্‌মেদ পলক প্রতিমন্ত্রী ১১-০১-২০২৪

বর্তমান

আওতাধীন বিভাগসমূহ সম্পাদনা

মূলত এ মন্ত্রণালয়ের অধীনে দুটি বিভাগের মাধ্যমে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে- [৪]:

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. http://www.cabinet.gov.bd/site/page/55bcf4d6-dd85-45c1-94b6-bcb06e4b1b12
  2. http://www.mof.gov.bd/
  3. "মন্ত্রণালয় ও বিভাগসমূহ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ অক্টোবর ২২, ২০১৪ 
  4. "মন্ত্রণালয় ও বিভাগসমূহ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ অক্টোবর ২৩, ২০১৪