নরসিংদী পৌরসভা
নরসিংদী পৌরসভা বাংলাদেশের নরসিংদী জেলার সদর উপজেলার অন্তর্গত একটি পৌরসভা।[১][২]
নরসিংদী পৌরসভা | |
---|---|
স্থানীয় সরকার | |
ইতিহাস | |
শুরু | ১৯৭২ |
নেতৃত্ব | |
মেয়র | আমজাদ হোসেন বাচ্চু, বাংলাদেশ আওয়ামী লীগ |
নির্বাচন | |
এফপিটিপি | |
সভাস্থল | |
নরসিংদী পৌরসভা কার্যালয় |
অবস্থান ও সীমানাসম্পাদনা
ইতিহাসসম্পাদনা
প্রশাসনিক এলাকাসম্পাদনা
আয়তন ও জনসংখ্যাসম্পাদনা
আয়তন ১০.৩২ বর্গ কিঃ মিঃ। জনসংখ্যা ১,৪৬,১১৫ জন
শিক্ষাসম্পাদনা
শিক্ষার হার :
শিক্ষা প্রতিষ্ঠান
সরকারী প্রাথমিক বিদ্যালয় | প্রাথমিক বিদ্যালয় ২১টি |
সরকারী উচ্চ বিদ্যালয় | স্কুল এবং কলেজ ১টি |
বেসরকারী বালক উচ্চ বিদ্যালয় | উচ্চ বিদ্যালয় ৪টি |
সরকারী কলেজ | বিশ্ববিদ্যালয় ১টি, কলেজ ৪টি |
মাদ্রাসা | কওমী মাদ্রাসা ২৫টি এবং মাদ্রাসা ৩০টি |
গণ গ্রন্থাগার | লাইব্রেরি ১টি |
দর্শনীয় স্থানসম্পাদনা
উল্লেখযোগ্য ব্যক্তিত্বসম্পাদনা
*লোকমান হোসেন :সাবেক চেয়ারম্যান ও মেয়র।
*মেজবা উদ্দিন (ইরান)।
*আব্দুল মতিন সরকার।
*আবুল হায়াৎ।
*মিয়া মোহাম্মদ সেলিম।
*আব্দুল মতিন ভূইঁয়া।
*সুলতান উদ্দিন মোল্লা।
*ছয়েব উল্লা সরকার।
*মিঞা মোহাম্মদ সুন্দর আলী গান্ধী।
*শফিকুল ইসলাম শফিক।
*সামছু উদ্দিন আহমদ এছাক।
*মেজর(অব)সামুল হূদা বাচ্ছু।
*খাবিরুল ইসলাম।
*ইলিয়াস আলী ভূইঁয়া।
জনপ্রতিনিধিসম্পাদনা
বর্তমান মেয়র- আমজাদ হোসেন বাচ্চু
মেয়রগণের তালিকা
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "নরসিংদী জেলা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "নরসিংদী পৌরসভা"। BDMayor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৩।
বহিঃসংযোগসম্পাদনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |