নজরপুর ইউনিয়ন

নরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলার একটি ইউনিয়ন

নজরপুর ইউনিয়ন বাংলাদেশের নরসিংদী জেলার সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]

নজরপুর
ইউনিয়ন
নজরপুর ইউনিয়ন পরিষদ।
নজরপুর ঢাকা বিভাগ-এ অবস্থিত
নজরপুর
নজরপুর
নজরপুর বাংলাদেশ-এ অবস্থিত
নজরপুর
নজরপুর
বাংলাদেশে নজরপুর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫৫′৮″ উত্তর ৯০°৪৩′২০″ পূর্ব / ২৩.৯১৮৮৯° উত্তর ৯০.৭২২২২° পূর্ব / 23.91889; 90.72222 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলানরসিংদী জেলা
উপজেলানরসিংদী সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও সীমানা সম্পাদনা

নজরপুর ইউনিয়ন নরসিংদী সদরের চরাঞ্চলে অবস্থিত।

নজরপুর ইউনিয়নের মেঘনা নদীর চরে বেষ্টনী দ্বারা অঞ্চল। এর চারপাশেই মেঘনা নদী এবং পার্শ্ববর্তী ইউনিয়ন করিমপুর ইউনিয়ন।

ইতিহাস সম্পাদনা

ধারণা করা হয় এই অঞ্চল আনুমানিক চারশো বছর পূর্বে জেগে উঠে।

এই অঞ্চলের আদিপুরুষদের বসবাস ছিল কুমিল্লা জেলায়।

দ্বীপ ভেসে উঠার পর এই অঞ্চলে তারা বসতি স্থাপন করে।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

গ্রাম এলাকা

  • ১/ কালাইগোবিন্দপুর
  • ২/ চম্পকনগর
  • ৩/ দড়িনবীপুর
  • ৪/ জামালিয়াকান্দি
  • ৫/ নবীপুর
  • ৬/ ছগড়িয়া পাড়া
  • ৭/ দিলারপুর
  • ৮/ নজরপুর
  • ৯/ চেংগাতলী
  • ১০/ আলিপুর
  • ১১/ বাহেরচর

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

শিক্ষা সম্পাদনা

শিক্ষার হার :  89%

শিক্ষা প্রতিষ্ঠান

  • মূতিউল্লাহ ভূঁইয়া (বহুমুখী) উচ্চ বিদ্যালয়
  • নওয়াব আলী গাজী উচ্চ বিদ্যালয়
  • নজরপুর ইউনিয়ন বটতলা দাখিল মাদ্রাসা
  • শেখ নূরজাহান মহিলা খাতুন মাদ্রাসা
  • জামালিয়াকান্দী মদিনাতুল উলুম মাদ্রাসা
  • নবীপুর কওমী ও ক্বেরাতূল কোরআন মাদ্রাসা
  • দিলারপুর হাজ্বী জীবন সরকার হাফিজিয়া মাদ্রাসা
  • জামালিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কনফিডেন্স কিন্ডার গার্ডেন স্কুল
  • নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কালাইগোবিন্দপুর সাওতুল হেরা ক্বেরাতূল কোরআন মাদ্রাসা
  • কালাইগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • অর্কিড প্রি ক্যাডেট স্কুল,কালাইগোবিন্দপুর
  • নতুন কণ্ঠ প্রি ক্যাডেট স্কুল, কালাইগোবিন্দপুর
  • বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দিলারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছগরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চম্পকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দড়ীনবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

দর্শনীয় স্থান সম্পাদনা

শেখ হাসিনা সেতু সংলগ্ন, গোল্ডেন স্টার পার্ক।

নজরপুর মিনি সমুদ্র সৈকত।

শেখ হাসিনা সেতুর মনোরম দৃশ্য।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

১:মরহুম এডভোকেট আসাদোজ্জামান

সাবেক সভাপতি নরসিংদী জেলা আওয়ামীলীগ

সাবেক সভাপতি নরসিংদী জেলা আইনজীবী সমিতি

সাবেক জেলা প্রশাসক এবং সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নরসিংদী জেলা।

২: মরহুম সামসুদ্দিন আহমেদ এছাক

সাবেক সভাপতি নরসিংদী জেলা বিএনপি

সাবেক সংসদ সদস্য, নরসিংদী সদর আসন।

৩: মরহুম নুরুল ইসলাম

সাবেক সাধারণ সম্পাদক, নরসিংদী সদর থানা ছাত্রলীগ।

জনপ্রতিনিগন সম্পাদনা

ইউপি চেয়ারম্যান সম্পাদনা
ছবি নাম পদবি ই-মেইল মোবাইল নম্বর ওয়ার্ড
মোঃ

সাইফুল ইসলাম

ইউপি চেয়ারম্যান saifulislam@gmail.com 01915-67

সাবেক চেয়ারম্যানগনের তালিকা

নবী চেয়ারম্যান - আলীপুর

শাজাহান মিয়া - জামালিয়াকান্দী

জাহাঙ্গীর আলম বাচ্চু - ছগরিয়াপাড়া

শফিউজ্জামান বাবলু গাজী - কালাইগোবিন্দপুর

জালালউদ্দিন সরকার - দড়িনবীপুর

ফখরুল ইসলাম বাদল সরকার - দড়িনবীপুর

সাইফুল হক স্বপন - নজরপুর

বাকি চেয়ারম্যানগনের নাম জানা নেই

ইউনিয়ন পরিষদের মেম্বার সম্পাদনা
ছবি নাম পদবি ই-মেইল মোবাইল নম্বর ওয়ার্ড
মো: হারুনুর রশিদ ইউনিয়ন পরিষদের মেম্বার 01732168194 9
মো: নাছির উদ্দীন ইউনিয়ন পরিষদের মেম্বার 01797345264 8
মোঃ সাদেক বকসি ইউনিয়ন পরিষদের মেম্বার 01713582256 7
মো: আরমান পাঠান ইউনিয়ন পরিষদের মেম্বার 01726606434 6
মো: ইসমাঈল ইউনিয়ন পরিষদের মেম্বার 01747341632 5
মোঃ অলিউল্লাহ সরকার ইউনিয়ন পরিষদের মেম্বার 01862967509 4
ফারুক সরকার ইউনিয়ন পরিষদের মেম্বার 01937031047 3
দেলোয়ার হোসেন ইউনিয়ন পরিষদের মেম্বার 01761886033 2
হাফিজ উদ্দিন ইউনিয়ন পরিষদের মেম্বার 0172******* 1
আছমা বেগম ইউনিয়ন পরিষদের মেম্বার 01935219052 1,2,3
হাসুরা বেগম ইউনিয়ন পরিষদের মেম্বার 01825364026 4,5,6
আফিয়া বেগম ইউনিয়ন পরিষদের মেম্বার 01825364026 7,8,9

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "নজরপুর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১ জুন ২০১৫। ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "নরসিংদী সদর উপজেলা"বাংলাপিডিয়া। ১ ফেব্রুয়ারি ২০১৫। ২০ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২০